মোবাইলে নিদিষ্ট ক্যাটাগরির অ্যাপ নোটিফিকেশন গুলো বন্ধ করবেন যেভাবে

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি টিউন। আজকের টিউনটি হলো কিভাবে আপনি আপনার ফোনের বিরক্তিকর নিদিষ্টি ক্যাটাগরির নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখবেন। এটি কিভাবে করবেন সেটি জানতে হলে সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

প্রতিদিন ফোনে ইন্টারনেট কানেকশন চালু করলে, একের পর এক নোটিফিকেশন আসতে থাকে বিভিন্ন অ্যাপ থেকে। কিছু কিছু নোটিফিকেশন হয়তোবা দরকারি, তবে বেশিরভাগই থাকে বিরক্তিকর নোটিফিকেশন। তার মধ্যে যেমন ফেসবুকে বন্ধুদের ট্যাগ এবং শেয়ার এর নোটিফিকেশন ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে, নোটিফিকেশন আসতে আসতে মোবাইলই হ্যাং হয়ে যায়।

কিভাবে নিদিষ্ট ক্যাটাগরির নোটিফিকেশন বন্ধ করবেন?

একটি অ্যাপ থেকে নোটিফিকেশন বন্ধ করা মানেই সে অ্যাপের সমস্ত নোটিফিকেশন বন্ধ করা নয়। বরং আপনি আলাদা আলাদা শ্রেণির নোটিফিকেশন বন্ধ করতে পারেন একটি অ্যাপের মধ্যেই। যেমনঃ ফেসবুক অ্যাপের শুধু ট্যাগ এবং শেয়ার এর নোটিফিকেশন বন্ধ করা, কোনো ফেসবুক বন্ধুর জন্মদিন এর নোটিফিকেশন বন্ধ করা ইত্যাদি।

১. এজন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিং তে এবং এখানে থেকে Apps & notification এ। উল্লেখ্য যে, কারো মোবাইলে শুধু Apps লেখা থাকতে পারে আবার কারো notification লেখা থাকতে পারে। আপনার ফোনে যেটিই থাকুন না কেন, আপনি সেটিতে চলে যান।

Mobile setting

২. এরপর এখানে উপরের App management এ ক্লিক করুন। আপনি যদি আপনার মোবাইলের সেটিং থেকে শুধু Apps লেখা দেখতে পান তবে আপনি Apps এ যেতে পারেন।

app management

৩. এবার আপনি এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন। আপনি এখন যে অ্যাপটির নোটিফিকেশন বন্ধ করতে চাচ্ছেন সেটিতে ক্লিক করুন।

all apps

৪. সেই অ্যাপে ক্লিক করার পর Notifications এ ক্লিক করুন।

app notification setting

৫. এবার উপরে দেখতে পাচ্ছেন Show notifications এর পাশে on/off করার একটি অপশন। আপনি যদি এটি বন্ধ করে দেন, তবে এই অ্যাপটির সমস্ত নোটিফিকেশন সমূহ বন্ধ হয়ে যাবে। এই অ্যাপটির নোটিফিকেশনের কোনো সাব ক্যাটাগরি নেই। সেজন্য এটি বন্ধ করলে সমস্ত নোটিফিকেশন গুলো বন্ধ হবে। এজন্য আমি আপনাদেরকে সাব ক্যাটাগরির নোটিফিকেশন যুক্ত একটি অ্যাপে নিয়ে যাচ্ছি।

app notification off setting

৬. এজন্য আমি সিলেক্ট করলাম Facebook অ্যাপটি। এখানে আসার জন্য আগের মতোই আপনি অ্যাপটিতে ক্লিক করে notification এ ক্লিক করুন।

৭. এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির নোটিফিকেশন এর অনেকগুলো সাব ক্যাটাগরি। আপনি যদি উপরের Show notification থেকে ওটি বন্ধ করে দেন তবে এ অ্যাপ থেকে কোন নোটিফিকেশনই আসবে না। আর যদি আপনি নিদিষ্ট কোনো ক্যাটাগরির নোটিফিকেশন বন্ধ করতে চান, তবে আপনি এখানে সেই ক্যাটাগরি থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন। তাহলেই সে ক্যাটাগরির কোনো নোটিফিকেশন আপনার কাছে আর আসবে না। তবে সেসবের অ্যাকটিভিটি অ্যাপের মধ্যে থাকবে। আপনি অ্যাপে গিয়ে সেসব দেখতে পারবেন।

app notification off setting

এভাবে আপনি চাইলে যেকোনো ক্যাটাগরির নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবেন। আপনার আবার দরকার হলে আবার সেটি চালু করে নিতে পারবেন এবং বন্ধ করে নিতে পারবেন। আপনার দরকার অনুযায়ী শুধু কিছু অ্যাপের নোটিফিকেশন আপনি এখান থেকে চালু করে রাখতে পারেন আবার বন্ধও করতে পারেন। এতে করে আপনার মোবাইলে অতিরিক্ত কোনো বিরক্তিকর নোটিফিকেশন আসবে না।

এভাবে আপনি আপনার অন্যান্য অ্যাপগুলোর নোটিফিকেশন গুলোও বন্ধ করে রাখতে পারেন। এটি আপনার ইচ্ছা।

বন্ধুরা এই ছিল মোবাইলেের অ্যাপ নোটিফিকেশন বন্ধ করার ছোট্ট একটি টিউন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি। টিউন শেয়ার করে সাবমিট করুন।