ফোরাম সাইট থেকে যেভাবে পাবেন ব্যাকলিংক। SEO টিউটোরিয়াল পর্ব [৮]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO টিউটোরিয়াল A to Z

গত পর্বে আমি বলেছিলাম ব্যাকলিংক কি ,কেন এর প্রয়োজনীয়তা ইত্যাদি।আজ আমি অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে কিভাবে ফোরাম সাইট গুলো থেকে ব্যাকলিংক পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো।

ফোরাম সাইট কেমন উপযোগী ব্যাকলিংকের জন্য

আপনার সাইটের ব্যাকলিংক এর জন্য ফোরমান সাই খুবই উপযোগী।এক কথায় বলতে গেলে Dofollow ব্যাকলিংক এর জন্য ফোরাম সাইট গুলো অসাধারণ।আর আপনি আপনার সাইটের ব্যাকলিংক পেতে পারেন পোষ্টের মাধ্যমে ,সিগন্যাচার ও কমেন্ট এর মাধ্যমে।যারা টুকিটাকি ফোরাম সাইটে ঘোরাঘুরি করেন তারা এই বিষয়ে বেশ ভালোই জানবেন আশা করি।

আর ব্যাকলিংক এর জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো Dofollow ব্যাকলিংক।যেটা ফোরাম সাইটের সবসময় বিল্ড আপ অবস্থায় থাকে।আর এখানেই বড় সুবিধা।কেননা নো ফলো লিংক ব্যাকলিংকের জন্য কোন মূল্য নেই।

আসুন একটু দেখে নেই কিভাবে ফোরামের জন্য ব্যাকলিংক তৈরী করবেন।

রেজিষ্ট্যেশন :

আপনি যে ফোরামে আপনার সাইটের ব্যাকলিংক তৈরি করবেন সেটাতে রেজিষ্ট্যেশন করুন।উদাহারণ হিসাবে আমি আপনাদেরকে http://forums.webconfs.com/ ব্যবহার করে দেখাবো।

প্রথমে ফোরামে প্রবেশ করে Register এ ক্লিক করুন।

এবার আপনি ফোরাম এর রুলস এ সম্মতি প্রদান করে Register এ ক্লিক করুন।

এবার আপনার সামনে যাবতীয় তথ্য দিয়ে তা সম্পূর্ণ করুন।এবার ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে আপনার যাবতীয় কার্য সম্পাদন করুন।

প্রোফাইল সেটিং করুন

রেজিষ্ট্যেশন শেষ হয়ে গেলে এর পর আপনার কাজ হবে আপনার প্রোফাইল সেটিং করতে হবে।সবসময় মনে রাখবেন যে আপনি কখনো স্প্যামিং এর জন্য ফোরামকে ব্যবহার করবেন না।সবসময় কমেন্ট বা পোস্ট করুন বিষয় ভিত্তি অনুসারে।চেষ্টা করুন কোন বিষয় নিয়ে আলোচনা করতে।

যাই হোক প্রোফাইলে গিয়ে দেখবেন যে Home Page URL এর অপশন আছে।ওখানে আপনি আপনার সাইটের লিংক ব্যবহার করুন।তাছাড়া অন্য বিষয় গুলো না দিলেও চলবে।

সিগ্যনেচার সেটিং করুন

ব্যাকলিংক এর জন্য এটাই আপনার সবচেয়ে বড় কাজ ।এর জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেল থেকে Edit Signature এ যান।এবার ওখান থেকে আপনি আপনার সাইটের জন্য একটি কী-ওয়ার্ড বাছাই করুন।যেমন আমি আমার সাইটের জন্য কী-ওয়ার্ড ব্যবহার করেছি SEO Tutorial ।আপনি এখানে কখনোই শুধুমাত্র সাইটের লিংক ব্যবহার করবেন না।কেননা আপনি যদি আমার মত কী-ওয়ার্ড ব্যবহার করেন তাহলে সেটা ব্যাকলিংক এর এনকোর টেক্স হিসাবে ব্যবহারিত হবে।এই এনকোর টেক্স ব্যাকলিংক ও সার্চ ইন্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এবার আপনি এই লেখাটিকে সিলেক্ট করে আপনি ইমেজে দেখানো অংশে ক্লিক করে হাইপারলিংক এ আপনার সাইটের লিংক যোগ করুন।


এবার Save Change এ ক্লিক করে বের হয়ে আসুন।

এবার যখনই আপনি ঐ ফোরামে কোন পোষ্ট বা কমেন্ট করবেন তখন সেখানেই আপানর সাইটের লিংক দেখতে পাবেন।

আপনি ফোরামের রুলস অনুযায়ী এক বা একাধিক লিংক ব্যবহার করতে পারেন।

পোষ্ট ও কমেন্ট করুন

ব্যাকলিংক পাবার জন্য আপনাকে ফোরাম গুলোতে কমেন্ট ও পোষ্ট করতে হবে।প্রথম দিকে কমেন্ট দিয়ে শুরু করতে পারেন।কমেন্ট করার ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করুন।

  • ১।কমেন্ট এ অপ্রাসঙ্গিক কোন কিছু লিখবেন না।কেননা ফোরামসমূহের এডমিন সবসময় তৎপর থাকে স্প্যামিং এর ব্যপারে।
  • ২।ভালো কমেন্ট করার জন্য আপনি আগে পোস্টটি পড়ে নিতে পারেন।এতে করে আপনার কমেন্ট করতে খুব সুবিধা হবে।
  • ৩।কমেন্ট কোন প্রকার লিংক দেয়ার চেষ্টা করবেন না।
  • ৪।সময় বাচানোর জন্য আপনি Thanks For Your Great Post বা Very Good  information ,Thanks Author ইত্যাদি ধরনের ম্যাসেজ দিতে পারবেন

পোষ্ট করার সময় সবচেয়ে ভালো হয় কোন বিষয়ে হেল্প চেয়ে পোস্ট করা।এতে যেমন সময় বাচবে এবং আপনি ও অনেক কিছু জানতে পারবেন।

কিছু হাই পেজ রেংক ফোরাম সাইট

নিচে আমি আপনাদেরকে কিছু হাই (PR1-PR7) পেজ রেংক ফোরামের তালিকা দিলাম।আপনার আপাতত চেষ্টা করতে থাকুন এর ফোরাম গুলো দিয়ে কিভাবে ব্যাকলিংক এর জন্য ফোরমান সাইটকে সেট আপ করতে হয়।

1 V7nForum

2 Blogger Forum

3 Submit express Forum

4 Harmony Central forum

5 Joomla Forum

6 Search engine watch Forum

7 CNET Forum

8 Mysql Forum

9 Digital point Forum

10 Affiliate Marketing Forum

11 Blogger Talk forum

12 Site Point Forum

13 Warrior forum

14 Adult webmaster Info forum

15 Blogger Forum

16 Business Forum

17 Capital Forum

18 Deviantart

19 DD Forum

20 Domain Name Forum

21 File Sharing Forum

22 Free Advertising Forum

23 Geek Village Forum

24 HTML Forum

25 MyGame Builder Forum

26 PhpBB Forum

27 Search Engine Forum

28 Search Engine Roundtable

29 SEO Forum Australia

30 SEO Forum

31 Siteowners Forum

32 Webhosting Forum

33 Directory junction Forum

আগামী পর্বে যা থাকছে।

আগামী পর্বে আমি আলোচনা করবো কিভাবে আপনি গুগলে সার্চের মাধ্যমে হাজার হাজার বিষয় ভিত্তিক ফোরাম খুজে পাবেন।থাকবে .gov .edu সাইটের ফোরাম খওজার জন্য অনন্য কিছু সার্চ কমান্ড।যা দিয়ে আপনি আপানর মনের মত পেজ বা সাইট খুজে সেখানে আপনার ব্যাকলিংক বসাতে পারেন।সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন ভাল লেগেছে কিন্তু কোন ফোরামের Rank কত তা পাশে লিখে দিলে সুবিধা হত ।

    ধন্যবাদ বাপ্পি ভাই আপনার মন্তব্যের জন্য।আসলে আমি এটা শুধু মাত্র কিভাবে ফোরামে ব্যাকলিংকিং করতে হবে সেই জন্য লিংক গুলো ট্রাই করার জন্য দিয়েছি।তাই ঐ সাইটের পেজরেংক গুলো দেয়ই নি।

আমার ব্যাপক কাজে আসবে। সজীব রহমান ভাইকে অনেক ধন্যবাদ।

ভালো লাগল। বিষয়টা জানতাম। ঝালিয়া নিলাম।

Level 0

vai jan ami ekta wap site banaite chai kew jodi ekta vao script dan korten taile kritoggo thaktam

[email protected]

    কি ধরণের স্কিপ্ট চাচ্ছেন? ওয়্যারডপ্রেস বা জুমলা ইউজ করতে পারেন, এগুলো সম্পূর্ণ ফ্রি।

    টিউন ভালো হয়েছে সজীব ভাই, তবে আরেকটু বিস্তারিত ও তথ্যবহুল হলে নতুনদের বুঝতে সুবিধা হত…

    ধন্যবাদ ডিজে আরিফ তোমার মতামতের জন্য।

good work. very informative. I must read other tune post too.

ভালো টিউন হইছে। সাধারণত registration করার কতদিন পর একটা লিংক submit করা যায়? আমার একটা forum site এর membership cancel হইছে, কারন আমি registration করার পরই link submit করছিলাম।

কোনো ভাই কি আমাকে 100 gov & 100 edu link দিয়ে help করতে পারবেন?

ধন্যবাদ।

Level 0

Sajib Bhai, Apnar SEO tutorial really excellent. Great thanks to you. WHITE HAT & Black Hat SEO nie kisu likhben.
Gopal
[email protected]

Level 0

Nice

ধন্যবাদ

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

Level 0

সজীব ভাই আপনাকে খুব মিস করেসি অনেক দিন অফ সিল!

Level 0

এক সাথে এত গুলো সাইট এর থিকানা দেবার জন্য আপনাকে অনেক ধান্নবাদ.

Gigisintimate welcome

আচ্ছা ১টা signature field/account এ কয়টা ওয়েবসাইট ঠিকানা যুক্ত করা যায়?!!!!
জানালে উপকৃত হব…।

Level 0

ভাই ফ্রিলান্স সাইট গুলোতে অনেক ফোরাম পোস্টিং-এর কাজ পাওয়া যায় কিন্তু এর একেকটা এক এক ক্যাটাগরির ।আমি আপনার কাছে জানতে চাই কয়টা ক্যাটাগরির ফোরামে রেজিষ্টেশন করলে ফ্রিলান্স সাইট গুলোতে পাওয়া ফোরাম পোস্টিং-এর সকল কাজ গুলো করা যাবে। আর ক্যাটাগরি ভিত্তিক ফোরাম লিষ্ট থাকলে প্লীজ আমাকে দেন. আমার মেইল হল [email protected]

ফ্রিলান্স সাইট ফোরাম পোস্টিং কয়টা ক্যাটাগরির পোস্টিং-এর কাজ গুলো করা যাবে। [email protected]

Level 0

ভাইয়া freelancer এর জন্য ফোরাম পোস্টিং কিভাবে করব মানে কী ওয়ার্ড ভিত্তিক ফোরাম এবং ভাল পেজ রাঙ্ক বিশিষ্ট ফোরাম কিভাবে খুজে পাব এবং বায়ার যদি ১০০০ ফোরাম লিঙ্ক করতে বলে তাহলে কিভাবে করব একটু যদি বুঝিয়ে বলতেন।

ভাই এই ব্লগ গুলোর কমেন্টে লিঙ্ক দেয়াও কি ব্যাকলিঙ্ক হবে আমার সাইট http://www.educationzone.tk

খুব সুন্দর ও গুছিয়ে লেখা পোস্ট। ধন্যবাদ 🙂

আপনার টিউন গুলা খুভ ভাল মানের ধন্যবাদ

Good post, nice listings.