বাংলাদেশের সেরা ৫টি হোস্টিং কোম্পানি ২০২০

আশাকরি সকলেই ভালো আছে। ভালো থাকাই এখন সকলের কাম্য। যাই হোক, আজকের এই টিউনে বর্তমানে বাংলাদেশের ভালো কিছু ওয়েব হোস্টিং কোম্পানির নাম তুলে ধরার চেস্টা করছি। আশা করি সকলকিছু বিবেচনা করেই আপনার স্বপ্নের সাইটের জন্য হোস্টিং কিনবেন। তো টিউনটি মনযোগ দিয়ে পড়তে থাকুন।

ওয়েব হোস্টিং কি?

এক কথায় বলতে গেলে ওয়েব হোস্টিং হচ্ছে একটি জায়গা যেখানে ওয়েবসাইট টি রাখা হয়। ওয়েব হোস্টিং হচ্ছে এমন একটি সেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অন থাকবে। সেই সাথে ওয়েবসাইট টি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন। মূলত, আপনার ওয়েবসাইটের Content, Images, Videos, এবং বিভিন্ন File সার্বক্ষণিক তথা দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি স্পেস বা জায়গা প্রয়োজন। আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং (Web Hosting)। আবার হোস্টিং কে সাধারনত সার্ভার (Server) বলা হয় এবং কখনও এটিকে ওয়েব সার্ভার (Web Server) ও বলা হয়ে থাকে।

কেন বাংলাদেশি কোম্পানি থেকে হোস্টিং নিবেন

• বাংলাদেশি সকল কোম্পানি মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ পেমেন্ট গ্রহণ করে। যা কারণে আপনি কোনো রকম কার্ডের ঝামেলা ছাড়াই পেমেন্ট করতে পারবেন।
এছাড়াও বাংলা ভাষায় সাপোর্ট নিতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশি কোম্পানি থেকে হোস্টিং কিনতে হবে। বাংলাদেশের সকল হোস্টিং কোম্পানি ভালো কাস্টমার সার্ভিস দিয়ে থাকে।

ওয়েবসাইট ডিজাইন করাবেন? এখনি ঘুরে আসুন আমার প্রোফাইল - ফাইবার

বাংলাদেশের সেরা কিছু হোস্টিং

 

Putul Host

পুতুল হোস্ট কম দামে ভালো মানের হোস্টিং প্রদান করে থাকে। পুতুল হোস্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি সেখান থাকে ২৪ ঘন্টা কাস্টমার সার্ভিস পাবেন। কাস্টমার রিভিও অনুযায়ী পুতুল হোস্ট মোটামুটি মানের একটি হোস্টিং কোম্পানি।
Putulhost থেকে আপনি ১০০ টাকা/ মাসিক হোস্টিং প্যাকেজ নিতে পারবেন। আপনার যদি বাজেট কম থাকে তাহলে পুতুল হোস্ট থেকে মাসিক প্যাক নিয়ে শুরু করতে পারেন।
পুতুল হোস্টের Google User রেটিং - ৪.২ (৫)

Link: Putul Host

৫. Itnuthost

Itnuthosting বাংলাদেশের ভালো একটি হোস্টিং কোম্পানি। শুরু থেকেই তারা ভালো হোস্টিং সেবা দেওয়ার চেস্টা করে আসছে। Itnuthosting এর কাস্টমার সার্ভিস অনেক ভালো। বিশেষ করে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য তাদের হোস্টিং ভালো। Itnuthosting এ Seo সুবিধা পাওয়া যায়। তাদের মাসিক প্যাক কিনার সুবিধা রয়েছে। ২০০ টাকা মাসিক প্যাক থেকে আপনি শুরু করতে পারবেন।
Itnuthosting এর Google Rating 4.6

Link: ItNutHosting

৪. Diana Host

ডায়ানা হোস্ট বাংলাদেশের অন্যতম সেরা একটি হোস্টিং কোম্পানি। তারা মাত্র ৭৫ টাকা থেকে মাসিক Ssd হোস্টিং সেবা প্রদান করে থাকে। ডায়ানা হোস্ট বাংলাদেশি ভিজিটর বেজড ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং সেবা প্রদান করে থাকে। মাত্র ১৩০০ টাকা (বাৎসরিক) থেকে৷ Bdix হোস্টিং সেবা দিয়ে থাকে। ডায়ানা হোস্টের অনেক কাস্টমার থাকলেও তাদের কিছু নেগেটিভ রিভিউ আছে।
Diana Host এর Google User Rating 4.0(5)

Link: DianaHost

৩. Exon Host

Exonhost বাংলাদেশের অন্যতম সেরা একটি ওয়েব হোস্টিং কোম্পানি। ২০১৫ সাল থেকে তারা সিপ্যানেল সার্টিফাইড পার্টনার। কাস্টমারের সুবিধা নিয়ে কাজ করা তাদের অন্যতম উদ্দেশ্য।
ওয়েবসাইট লোডিং নিয়ে যারা চিন্তিত তাদের জন্য অধিকতর ফিচার নিয়ে নতুন প্যাকেজ ‘টার্বো ডিজেল প্লাস’ নিয়ে এসেছে দেশের অন্যতম হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট।
প্যাকেজের আওতায় গ্রাহকরা বিনামূল্যে এসএসএল ও এসএসডি সুবিধাও পাবেন। এছাড়া কন্ট্রোল প্যানেল সুবিধাতো থাকছেই। Exonhost এ ১৬০ টাকা মাসিক প্যাক দিয়ে শুরু করতে পারবেন।

Link: ExonHost

২. Ebnhost (Recomended)

কাস্টমার রেটিং ও হোস্টিং সার্ভিসের জন্য Ebnhost একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি। তাদের কাস্টমার সার্ভিস খুব ভালো। Ebnhost এ ওয়েবসাইট লোডিং স্পিড দেখার মতো। তারা সিঙ্গাপুর বেজড Nvme Server ব্যবহার করে থাকে।
Ebnhost থেকে আপনি একসাথে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। এজন্য তাদের রয়েছে Free Domain Plan.

Ebnhost এ রয়েছে পাওয়ারফুল Security Addon Immunify 360. Ebnhost এর BDIX সার্ভারে রয়েছে Turbo Fast Speed. ২০০x লিখা সকল প্যাকেজ BDIX সার্ভারের আওতাভুক্ত।

Ebnhost এর Whtop রেটিং ৭.৪

Link: EbnHost

১. Codeforhost (Recomended)

বর্তমানে কাস্টমার রিভিউ, Whtop রেটিং এবং সার্ভিসের দিক দিয়ে সবথেকে এগিয়ে রয়েছে Codeforhost. Codeforhost সিপ্যানেল সার্টিফাইড পার্টনার। কাস্টমার সার্ভিসেও তারা অনেক উন্নত। কাস্টমারদের যেকোনো সমস্যা সমাধানে তারা কাজ করে।
Codeforhost লিনাক্স বেজড হোস্টিং। তারা কম দামে ভালো Limux Hosting সেবা প্রদান করে থাকে। Codeforhost এ রয়েছে মাসিক প্যাক কিনার সুবিধা। বাৎসরিক ১৫০০ টাকা থেকে আপনি লিনাক্স হোস্ট নিতে পারবেন।

এছাড়াও Codeforhost কম দামে ভালো BDIX হোস্টিং সেবা প্রদান করে থাকে। বাংলাদেশি ভিজিটর বেজড যেমনঃ নিউজ পোর্টাল, ই-কমার্স ইত্যাদি ওয়েবসাইট হোস্ট করার জন্য বেস্ট হবে Codeforhost এর BDIX হোস্টিং। মাত্র ১৮০০ টাকায় আপনি BDIX হোস্টিং কিনতে পারবেন।
কোড ফর হোস্টের কাস্টমার রিভিউ খুব ভালো। Codeforhost এর Whtop রেটিং ১০/১০

Link: CodeForHost

আশা করছি আপনারা বাংলাদেশের ভালো কিছু হোস্টিং এর সাথে পরিচিত হলেন। আপনারা যেখান থেকেই হোস্টিং নিবেন, ভেবেচিন্তে নিবেন। আপনার হোস্টিং ই আপনার ভিজিটর ধরে রাখবে। সেজন্য আপনার একটি ভালো সিদ্ধান্তই হতে পারে আপনার ওয়েবসাইটের ভবিষ্যৎ।

Level 3

আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

CodeforHost তো উইন্ডোজ হোস্টিং ও দিয়ে থাকে।

টিউন গুলো অনেক সুন্দর আমি আপনার টিউন গুলো খূব মনযোগ সহকারে পড়ি এবং আপনার দেওয়া টিউনগুলো সাপোর্ট করি তাই আমার টিউন লেখার চেষ্টা করছি