আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, প্রিয় টেকটিউনস এর টিউনারদের সালাম জানিয়ে আমার প্রথমে টেকি টিউন আরম্ভ করছি। টেকি টিউনে আমি নতুন তাই প্রথমে ভুল ভ্রান্তির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশাকরি আমার ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখে গঠনমুলকো সমালোচনা করবেন। আমার এ টিউনটি সম্পুর্ণ নতুনদের জন্য। পিএইচপি বিবি, পানবিবি, মাইবিবি ইঞ্জিনে তৈরী করা ফোরামগুলোতে টিউনে বা কমেন্টে আমরা সিগেনচারে ইমেজ ব্যবহার করি এবং সেটা প্রোফাইল সেটিং এর মাধ্যমে যোগ করে থাকি। ঠিক তেমনি আপনার ওয়ার্ডপ্রেসে তৈরী ব্লগে সিগনেচারে ইমেজ এর ব্যবহার কিভাবে করা যায় সেটা আমি দেখাব। আপনার ওয়ার্ডপ্রেসে তৈরী করা ব্লগের ড্যাশবোর্ড এ লগিন করুন এবং থীম এডিটর বাটনে ক্লিক করুন।
০১
এরপর দেখুন ডানদিকের প্যানেলে বিভিন্ন phpফাইলের লিষ্ট আসছে এখান হতে Single.php বা একক পোষ্ট নামে php ফাইলটি ওপনে করুন।
০২
এখানেই নীচের কোড সহকারে আপনার ইমেজ লিন্কটি যোগ করে দিন ঠিক পোস্টের যেখানে আপনি আপনার ইমেজটি দেখতে চান,এবং সেভ করে আপনার যে কোন পোস্টে গিয়ে দেখুন আপনার ইমেজটি দেখাচ্ছে।
উপরের কোডটি ইমেজ লিন্ক সহ যোগ করলে শুধু ইমেজ দেখাবে। আপনি যদি ইমেজটি ব্যবহার করে কোন ওয়েব লিন্ক ওপেন করতে চান তাহলে নীচের কোডটি ব্যবহার করুন।
টেকটিউনস এ কোড শো করায় কিভাবে ? অনেক চেষ্টা করেও কোড শো কাতে না পরে ইমেজ করেদিলাম।
আমি যেভাবে করেছি তা দেখুন
আমার ফালতু টিউনটি পড়ায় ধন্যবাদ সবাইকে ।
আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।
ভাল প্রচেষ্টা। 🙂