ব্যাকলিংক কি কেন এবং পাওয়ার উপায়।অফ পেজ অপটিমাইজেশন।”SEO টিউটোরিয়াল”পর্ব [৭]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO টিউটোরিয়াল A to Z

আজ আমি আপনাদেরকে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর অফ পেজ অপটিমাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় "ব্যাকলিংক" নিয়ে আলোচনা করবো।জানবো ব্যাকলিংক কাকে বলে,কেন ব্যাকলিংক এর প্রয়োজন ও কিভাবে পাবেন আপনার সাইটের জন্য ব্যাকলিংক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউন.

ব্যাকলিংক কি

ব্যাকলিংক এর মানে হলো একটি সাইট থেকে আপনার সাইটের জন্য লিংক পাওয়া।মনে করুন আপনার একটি ওয়েব সাইট আছে এবং সেই সাইটের লিংকটি আপনি অন্য একটি সাইটে রাখলেন।তাহলে আপনি আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন সেই সাইট থেকে যেখানে আপনি আপনার সাইটের লিংক দিয়েছিলেন।

আপনার সাইট যদি A হয় এবং আপনি যে সাইটে আপনার সাইটের লিংকটি দিবেন সেটি যদি B হয় তাহলে ব্যাকলিং হিসাবে বলতে গেলে আপনি B সাইট থেকে একটি ব্যাকলিংক পেলেন।এভাবে আপনি আপনার সাইটের লিংক যতগুলো সাইটে দিবেন আপনি ততো ব্যাকলিংক পাবেন।আর সার্চ ইন্জিন অপটিমাজেশন এ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরা হয়।

অর্থ্যাৎ আমরা এক কথায় বলতে পারি যে'অন্য সাইট থেকে আমরা আমাদের নিজেদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে"

কেন এই ব্যাকলিংক

ব্যাকলিংক এর কথা মনে পড়লেই আমার মনে পড়ে আমাদের দেশের বড় বড় নেতাদের কথা,কি অবাক হচ্ছেন আমার কথা শুনে?আমি ব্যাকলিংক এর প্রয়োজনীয়তার কথা বললেই সবাকেই এই নেতাদের সাথে তুলনা করতে বলি।কিভাবে?

লোকবল সবচেয়ে বড় বল।মনে করুন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু কাজ করার জন্য কোন লোকেই আপনি পেলেন না তাহলে কি টাকা পয়সার কোন মুল্য আছে? না নেই।সেভাবেই একজন প্রভাবশালী নেতাও কিন্তু একা কোন মূল্য নেই।দেখবেন যে সে সবসময় চায় তার অনেক অনেক সাঙ্গ-পাঙ্গ ( লোকবল 🙂 ) থাকুক।কেননা লোকবল যত বেশি হবে তার ক্ষমতার প্রভাবও ততো বেশি হবে।ফলে সে সব জায়গায় সে তার প্রভাব আরো বেশি করে খাটাতে পারবে।কিংবা যখন সে কোন কাজ করতে যাবে তখন যদি তার পক্ষেই সবাই ভোট বা সম্মতি দেয় তাহলে তার কাজ ও গ্রহনযোগ্যতাও অনেকাংশে বাড়বে।অতএবে সে বনে যাবে একজন পাওয়ার ফুল ম্যান হিসাবে

সার্চ ইন্জিন এর কাছে ব্যাকলিংক ও তেমনি।একটি সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাকলিংক বড়ানোর কোন বিকল্পই হয় না।এক একটি ব্যাকলিংক আপনার জন্য ভোট স্বরূপ।এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি।কেননা আপনি ও হয়তো কখনো চাইবেন না একজন অযোগ্য প্রার্থীকে একটি গুরুত্বপূর্ণ আসনে বসাতে।এর জন্য সার্চ ইন্জিন ও তাদের প্রথম পেজটির জন্য বেশি গুরুত্ব দেয় ব্যাকলিংককে।

আর গুগল এই গুরুত্বকে সবার সামনে প্রকাশ করার জন্যই ব্যাবস্থা রেখেছে PageRank এর।পেজরেংক এর মাধ্যেম গুগল প্রকাশ করে যে ওয়েবসাইটটির গুরুত্ব বা রেংক কতটুকু।

অতএবে এ থেকে প্রমাণিত হয় যে আপনার পেজ রেংক বাড়ানোর জন্য ও সবচেয়ে দরকার ব্যাকলিংক বাড়ানো।

আবার মনে করুন একজন মানুষের পিছনে ১০০ লোক আছে।এর মধ্যে ৬০ জনই হল অন্ধ,বোবা, খোড়া ইত্যাদি।তাহলে কি হলো? তার কি ১০০ জন মানুষের কাজ ঐ লোক গুলো দিয়ে করা সম্ভব?কখনোই না।কারণ ১০০ জন লোক থাকলে ও তাদের জোর ও ক্ষমতা ২০ পরিপূরণ মানুষের সমান।তাছাড়া কোন কম্পানীও কিন্তু এমন অযোগ্য প্রথীকে কোন বড় পদে নিয়োগ দেয় না।
সার্চ ইন্জিন ও তার ব্যাতিক্রম নয়।আপনার হয়তো ১০০ টি ব্যাকলিংক আছে।কিন্তু আপনি যে পেজ থেকে আপনি ব্যাকলিংক পেয়েছেন সেগুলো যদি সার্চ ইন্জিনের কাছে কোন গুরুত্ব নাই থাকে তাহলে সেই ১০০টি ব্যাকলিং দিয়ে কোন লাভ নেই।সেগুলো হবে ভালো ভালো ২০টি ব্যাক লিংকের সমান।এমন আছে যে আপনার ১ টি PR 5-9 ব্যাকলিংকই পেজরেংক শূন্য ১০০টি ব্যাকলিংক এর সমান।

তাই যেন তেন বা মূল্যহীন ব্যাকলিংক বাড়ানোর জন্য অযথা সময় নষ্ট করবেন না ।সময় দিন এমন ব্যাকলিংক পেতে যেখান থেকে আপনি নিশ্চিত সুফল পাবেন। যদিও একটু বেশি সময় বা কষ্ট হয় তার পর ও আপনি চেষ্টা করে যাবেন।

আশা করি আপনারা সহজেই বুঝতে পারলেন যে ব্যাকলিংক কতটা গুরুত্বপূর্ণ।তাই সবসময় চেষ্টা করুন অন পেজ অপটিমাইজেশনের সাথে সাথে ব্যাকলিংক ও বড়ান সমান ভাব।প্রতেহ্য রুটিনের সাথে ২০-৩০ মিনিট বা তার ও বেশি সময় দিন শুধুমাত্র ব্যাকলিংক বাড়ানোর জন্য।
সময় ভাগ করে কার করুন অনপেজ অপটমাজেশন ও অফপেজ অপটিমাইজেশন নিয়ে।সাফল্য আপনার হাতে আসবেই আসবে।

কিভাবে পাবেন ব্যাকলিংক

ইন্টারনেট এ পাওয়া যায় না এমন কিছুই নেই শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করা ছাড়া।তাই আপনি আপনার ব্যাকলিংক ও খুজে পাবেন ইন্টারনেটেই।আসুন দেখে নেই কিভাবে কিভাবে আপনি ব্যাকলিংক পাবেন আপনার ওয়েব সাইটের জন্য

  • ১।আর্টিকেল এর মাধ্যমে
  • ২।ব্লগিং এর মাধ্যমে
  • ৩।অন্যের ব্লগে কমেন্ট করার মাধ্যমে
  • ৪।ফোরাম পোষ্টের মাধ্যমে
  • ৫।ফোরামে কমেন্ট করার মাধ্যমে
  • ৬।প্রেস রিলিজের মাধ্যমে।
  • ৭।ডাইরেক্টরিতে ওয়েব সাইট সাবমিট এর মাধ্যমে
  • ৮।লিংক এক্সচেন্জ এর মাধ্যমে
  • ৯।ওয়েব সাইটে এড দেয়ার মাধ্যমে
  • ১০।ব্যাকলিংক কেনার মাধ্যমে। (পেড ব্যাকলিংক) ইত্যাদি

আগামী পর্বে যা থাকছে

আগামী পর্বে এসকল মাধ্যম থেকে কিভাবে সঠিক ও ভালো পেজরেংক সমৃদ্ধ ব্যাকলিংক পাবেন তার একটি একটি করে বর্নণা দেয়া হবে।সেই সাথে থাকবে কিভাবে গুগলের এর মাধ্যমেই আপনি .org .edu ও .gov ওয়েব সাইট থেকে ব্যাকলিংক পাবেন সেই টিপস ।ততোখন পর্যন্ত সবাই ভালো থাকুন।আর আজকের টিউনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফিল্যান্সিং জগৎতে আমি নতুন সদস্য। আমি ৩০০টি EDU & GOV লিংকবিল্ডিং এর একটি কাজ পেয়েছি কিন্তু আমার কাছে অটো এপ্রুভ ডুফলো সাইটের লিংক নাই এইদিকে লিংক সাবমিট করার জন্য আর মাত্র ৭ দিন সময় বাকি আছে। বিভিন্ন সাইট থেকে যে লিষ্ট পাচ্ছি সেগুলি ঠিক মত কাজ করেছ না । প্লিজ প্লিজ প্লিজ প্লিজ ৩০০টি EDU & GOV অটো এপ্রুভ ডুফলো সাইটের লিষ্ট দিয়ে আমাকে সাহায্য করুন প্লিজ প্লিজ।
e-mail- redwansaju@gmailডটকম
০১৭১৭০০৭০৬০

    ওকে আমার কাছে যা কালেকশন ছিলো তা আপনাকে মেইল করে দিলাম।তবে ১০০% গ্যারান্টি দিতে পারবো না অটো এপ্রুভ কিনা।ধন্যবাদ

    ধন্যবাদ সজীব রহমান

    ভাই আপনার গুলো দিন দেখি কাজ হয় কিনা। তবে আপনি নিজে যদি কোন কাজ করে থাকেন সেই লিষ্ট টা দিলে সময়টা সেভ হত। আগামী পোষ্টের অপেক্ষাই থাকলাম।

তথ্য বহুল টিউন ……………………ধন্যবাদ সজীব ভাই

ভাল হইতেছে। সাথেই আছি চালিয়ে যান। অনেক ধন্যবাদ। আর হ্যা আগের পর্বের লিংকগুলো দিয়ে দিলে ভাল হয়।

ভাল হইছে…

Level 0

ভাল পোস্ট করেছেন তাই আপনাকে ধন্যবাদ…..

এসইও এর উপর লেখা যেখানেই যেটা পাই সব পড়ি, আপনার লেখা জিন্নাত উল হাসান ভাইয়ের ব্লগেও পড়েছি। সজীব ভাই একটা ব্যাপার; ফেসবুক, টুইটার বা এ রকম সাইডগুলোতে লিংক শেয়ার করলে কি ব্যাকলিংক বাড়ে নাকি এগুলো শুধু ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগে!

    আসলে ফেসবুক টুইটার সোসিয়াল নেটওয়ার্ক সাইট থেকে ব্যাকলিংক পাওয়া যায় না।কেবল আপনি ভিজিটর পাবেন।আর একটা কথা সেটা হলো জিন্নাতাউল ভাইয়ের ব্লগে আমি লেখি না ।লেখেন আমিনুল ইসলাম সজীব ভাই।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

ধন্যবাদ।

ভাই আমার ও কতগুলো .edu and .gov লিংক দরকার। পারলে একটু হেল্প করেন
ইমেইলঃ [email protected]

    ধন্যবাদ ভাই। আপনার এই বিষয়ে জন্য আগামী টিউনে চোখ রাখু……

Level 0

ভাই আমি নতুন। freelancer website-এ 500 backlink build করার কথা বললে আমি কি করব? এটা কি social bookmarking, directory submission, forum posting সব মিলিয়ে 500 অথাবা আর কিছু?

ভাই block hat -র বিষয়টা একটু বলবেন?

    ধন্যবাদ ভাই আপনার এই বিষয় নিয়ে আগামী টিউনে আলোচনা করা হবে।

Onak sundor hoica. Kemon ahaco সজীব ?

বরাবরের মতই ঝক্কাস 😀

what is Reverse Backlink? What is pinging?

সজীব ভাই আমাকে একট জানবেন Reverse backlink কি? এবং pinging কি?
আপনার টিউনটি বেশ উপকারী। .edu এবং .gov এই দুটোর backlink সম্পর্কে জানাবেন। DOFOLLOW blog খুঁজে বের করার সহজ কোন এবং দ্রুত কোন উপায় আছে কি?

যদিও জানা বিষয় তবুও পড়লাম, আসলে আপনি বিষয়টাকে বেশ রসালো বানিয়ে দিয়েছেন, এতে করে অনেকেরই বুঝতে সুবিধে হবে, তবে একটা বিষয় একটু খারাপ লাগে যে ইতিবাচক কমেন্ট কেউ করছেন না, আমার কথার মানে হল, ভালো টিউনে ভালো মানের টিউনাররাও টিউন করবেন, অনেকের কাছেই হয়তোবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ত তেমন না, কারণ হয়তোবা তাদের ব্লগ বা ওয়েবসাইট নেই, কিন্তু যেহতু ব্লগিং করছেন কোন না কোন সময় ঠিকই মন চাবে নিজের একটা পারসোনাল বা ব্যবসায়িক ব্লগ চালু করার জন্য, তাই জানা থাকলে ক্ষতি নেই। প্রো-টিউনারা ভালো টিউনে কমেন্ট করুন, তাহলে সবার কাছে নিজেকে আইডিয়াল হিসেবে তুলে ধরতে পারবেন… টিউন কিন্তু ভালো হয়েছে, আর একটা কথা সজীব ভাই, ব্ল্যাক হ্যাট সম্পর্কে ধারণা দেবার সময় একটু কৌশলী হয়েন, নইলে আমাদের দেশের ব্ল্যাক হ্যাটার এর পরিমাণ বেড়ে যাবে, যা দেশের জন্যে খারাপ ফল বয়ে নিয়ে আসবে…

Level 2

আমরা একটা ওয়েবসাইট খোলার পরিকল্পনা আছে, সেজন্য চিন্তা করছি, কি নামে করলে ভাল হয়। এর জন্য ব্যাক লিঙ্ক পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? অর্থ্যাৎ আমার ওয়েবসাইটটির জন্য লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করলে ভাল হয়?

ভাই আমার কিছু question আছেঃ
১. Do follow আর No follow কামনে বুঝব firefox-এ?
২. market samurai কি?
৩. Directory submission-এ একটা link accept করতে actually কত দিন time লাগে?
৪. একটা site দেখে কিভাবে বুঝব এটা social bookmarking or Directory submission site?

আজকে এই কয়টাই। আপনার কষ্ট না হলে আরও question আছে পরে করব।
thanks ভাই।

ভাই, twitter আর facebook থেকে সহজে backlink পাওয়ার step by step কি একটু shortcut a বলবেন ?
আমারখুব এমারজেন্সি দরকার।
আপনার reply এর আশায় রইলাম।

Level 0

sundor vai

Level 0

ভাইয়া মিনিমাম ৬০০ ব্যাকলিঙ্ক তৈরী করে ফেলেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সেই অনুযায়ী ভিজিটর পাচ্ছি না। যদি একটু সাহায্য করেন। আমার ব্লগ সাইটটি হলোঃ http://naturalresourceblog.blogspot.com

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ backlink josh hoisa.

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

ভাইয়া আমি ব্যাক লিংক এ নতুন।তবে আপনার লিখা অনেক সুন্দর ভাবে হইচে।তাই সহযে বুযতে পারচি।আর ওয়েবসাইট এর কী ওয়ার্ড গুলো কিভাবে লিখবো একটু যদি দেখিয়ে দেন তাহলে অনে উপকৃত হবো।আপনাকে অনেক ধন্যবাদ।এটা আমার সাইট..
http://mobilepot.blogspot.com

Level 0

সজীব ভাইয়া Yahoo answer এ যদি আমার ওয়েবসাইট এর লিঙ্ক টা দি সেটা কি backlink হিসেবে গণ্য হবে ?

ভাই এই ব্লগ গুলোর কমেন্টে লিঙ্ক দেয়াও কি ব্যাকলিঙ্ক হবে আমার সাইট http://www.educationzone.tk

Level 0

I have learned a lot from this article.

My blog post: AVOWUS

অসাধারন তথ্য।পড়ে অনেক কিছু জানতে পাড়লাম।

অনেক কিছু জানতে পারলাম।

থ্যাংক্স ভাই অনেক কিছু জানতে পারলাম ।

আমারতো web site and blog site নেই ।তাহলে আমি কিভাবে back link এর portfolio তৈরী করব ?
please advice me.

আমার একটা সাইটে আছে অনেক জায়গায় প্রোফাইল করেছি কিন্ত এপ্রুভ হচ্ছে না । আমার সাইট http://www.sokalersongbad.com

ভাই আমার ওয়েব সাইটে কোন ব্যাকলিং নাই ।কোন শেয়ার করি না ।
কিন্তু একা একাই প্রচুর ভিজটর আসে।(প্রতিদিন 2000+)
কেন এমন হয় বলতে পারেন তাহলে ওই ভাবে আরেকটা ওয়েব সাইট খুলবো।
http://www.porshibari.top

ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লিখেছেন। আপনার সম্পূর্ণ পোষ্টটি খুব মনোযোগ সহকারে পড়েছি।

আমাদের ব্লগের Backlink সংক্রান্ত পোস্টটি দেখে আসার জন্য অনুরোধ রইল।

আপনার টিউনটি খুবই সুন্দর হইছে।তবে সাকিব ভাইয়ের টিউটোরিয়ালটি আরো ভালো ছিলো।সে ব্যাললিংক নিয়ে a to z বিস্তারিত আলোচনা করেছে। সাকিব ভাইয়ের টিউনঃ ব্যাকলিংক কি? ব্যাকলিংক নিয়ে বিস্তারিত আলোচনা

আপনার টিউনটি অনেক ভালো হয়েছে । এতে অনেকে উপকৃত হবে । আপনি আরও অনেক সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন । আমার একটি নিউজ রিলেটেড ব্লগ সাইট আছে । https://roadtohelp787.com এই সাইটে ঘুরে দেখার জন্য নিমন্ত্রন রইল । ধন্যবাদ ।।

Level 0

নিলোয় আপনার কী এতটুকু বোধবুদ্ধি নেই! এক হল নিজের সাইটের ঠিকানা দিয়েছেন আবার নিচে এসব কী দিয়েছেন? ব্যান করা উচিত

কি জানিরে ভাই মনে হয় নতুন তো তাই লিংক কপি করতে গিয়ে পুরো সাইটই কপি করে দিয়েছে।স্প্যাম করে দিলাম

Level 0

সজীব ভাই ধন্যবাদ নিলোয় এর বিষয়ে আমার মন্তব্যের মনে হয় আর দরকার নেই মুছে দেন।

আপনাকে ও ধন্যবাদ ভাই