অন-পেজ অপটিমাইজেশন কি,কেন কিভাবে এর ২য় অংশ। SEO টিউটোরিয়াল [পর্ব-৬]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO টিউটোরিয়াল A to Z

আজ থেকে আবার শুরু করলাম আমার অসমাপ্ত SEO টিউটোরিয়াল।এবার নিয়মিতই পাবেন আমাকে।আজ আমি অন-পেজ অপটিমাইজেশনের h1-h6 ট্যাগের ব্যবহার,পেজ বা ফাইলের নামকরন, ও XML Sitemaps তৈরী করণ নিয়ে আলোচনা করবো।

এক নজরে আমার SEO টিউটোরিয়াল”,এর পর্ব গুলো

আমি এই চেইন টিউটোরিয়াল অনেক আগে শুরু করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে তা শেষ করতে পারিনি।এখন টেকটিউন্সে অনেক নতুন টিউনাররা এসেছেন।তাই হয়তো আমার আগের টিউন গুলো আপনারা পড়েন নি।এবং যারা প্রথম থেকে নতুন করে শিখতে চান তারাও আমন্ত্রিত। নিচে দেয়া হলো আমার ধারাবাহিক ভাবে করা এসইও এর টিউন গুলো

  • সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) কী, এর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা পর্ব-১
    সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) কী, এর উদ্দেশ্য, প্রয়োজনীয়তা - আমার কাছে অনেক নতুন টিউনার ফোন করে জানতে চায় সার্চ ইন্জিন অপটিমাইজেশন সম্পর্কে।তাদের জন্য আমার এই টিউন।এই টিউনে আপনারা জনতে পারেবেন সার্চ ইন্জিন অপটিমাইজেশন কী,কেন এর প্রয়োজনীয়তা বা কী এর উদ্দেশ্য। Links
  • সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কার গুরুত্ব কতটুকু।”SEO টিউটোরিয়াল”,পর্ব-২
    এই টিউনে আপনি জানতে পারবেন যে সার্চ ইন্জিন অপটিমাইজেশনের জন্য কোন কোন বিষয়ের গুরুত্ব সবচেয়ে বেশি এবং কেন।টিউনটি দেখতে যেতে পারেন এই লিংকে
  • কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ ১ম অংশ ।”SEO টিউটোরিয়াল”,পর্ব-৩
    আমার ”SEO টিউটোরিয়াল”,পর্ব-২ তে দেখতে পাবেন যে কিভাবে সঠিক এসইও এর জন্য কী-ওয়ার্ড খুজতে হয়।কী-ওয়ার্ড কি কিভাবে কাজ করে ইত্যাদি।টিউনটি দেখার জন্য যেতে পারেন এই লিংকে
  • কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ ২য় অংশ ।”SEO টিউটোরিয়াল”,পর্ব-৪
    সঠিক কী-ওয়ার্ডের ব্যবহার ,কী-ওয়ার্ড নিয়ে কিছু টিপস সহ আরো অনেক কিছু।দেখতে পারেন এই লিংকে গিয়ে
  • অন-পেজ অপটিমাইজেশন কি,কেন কিভাবে এর ১ম অংশ।”SEO টিউটোরিয়াল”,পর্ব ৫
    ”অন-পেজ অপটিমাইজেশন কি,কেন এর ব্যবহার কিভাবে করতে হবে।তাছাড়া জানতে পারবেন এই টিউনে জানতে পারেবন মেটা ট্যাগের ব্যবহার,ডেসক্রিপশন ট্যাগের ব্যবহার সহ অনেক কিছু।টিউনের লিংক

এবার চলুন দেখে আসি আমার ৬ষ্ঠ পর্বে অন-পেজ অপটিমাইজেশন নিয়ে কি কি আছে

সাইটে <H1> থেকে  <H6> ট্যাগ ব্যবহার করুন

আপনার সাইটের পেজ গুলোতে কোন শিরোনাম ব্যবহার করলে তা অবশ্যই h1,h2,h3,h4,h5,h6 ট্যাগ গুলোর মধ্যে ব্যবহার করুন।কারণ সার্চ ইন্জিন গুলো আপনার ওয়েব সাইটের Bold <b> ,Italic <it> Underine <u> এই ট্যাগ গুলো তাদের এললগারিদমের মধ্যে পড়ে না।তাই সার্চ ইন্জিন <H1> থেকে  <H6> ট্যাগ গুলোকে এড করার চেষ্টা করে।কোন সার্চ ইন্জিন যখন কোন পেজ ক্রাউলিং করে তখন সে যদি <H1> থেকে  <H6> এর মধ্যে কোন ট্যাগ খুজে পায় তাহলে সে সেটিকে ঐ কন্টেট বা পেজ এর হেডলাইন বা শিরোনাম হিসাবে গ্রহণ করে।তাই অন-পেজ অপটিমাইজেশনে এই ট্যাগ গুলো ব্যবহার করলে সার্চ ইন্জিনের জন্য আপনার সাইট অনেক অংশেই তৈরী হয়ে যাবে।আসুন দেখে আসি কিভাবে ব্যবহার করবেন

d

  • ১।কোন লেখা শুরু করার প্রথমেই <H1> ট্যাগ ব্যবহার করুন শিরোনাম হিসাবে।
  • ২।এই ট্যাগের মধ্যে আপনি আপনার কাংখিত কী-ওয়ার্ডটি ব্যবহার করুন।
  • ৩।যথা সম্ভব ৬০ অক্ষরের মধ্যে রাখতে চেষ্টা করুন।
  • ৪।একই কী-ওয়ার্ড বার বার ব্যবহার করা থেকে বিরত থাকুন।না হলে সার্চ ইন্জিন  গুলো এটিকে স্প্যামিং হিসাবে ধরে নিবে।
  • ৫।লেখার মাঝখানে মাঝখানে <h2> বা অন্য গুলো  উপ শিরোনাম হিসাবে ব্যবহার করার চেষ্টা করুন।এতে করে আপনার সাইটটি অনেকটা ন্যাচারেল মনে হবে।আর প্রতিটি সার্চ ইন্জিনই সাইটের নমনীয়তা বা ন্যাচারেল ভাবটিকে সবচেয়ে বেশি পছন্দ করে

পেজ বা ফাইলের নামকরন করুন কী-ওয়ার্ড দিয়ে।

এটি ও অন -পেজ অপটিমাইজেশনের জন্য আর একটি গুরুত্বপূর্ণ বিষয়।আমরা অনেকে যখন কোন পেজ তৈরি করি তখন তার একটি নাম দেয়ার প্রয়োজন হয়।যেমন সেটি হতে পারে yourdomin.com/nedf48718?p=5000  বা yourdomain.com/how-to-get-a-free-seo-tips.html।আচ্ছা বলুনতো কোনটি আপনার কাছে সবচেয়ে সহজবোধ্য মনে হচ্ছে?ঠিক তাই ২য় টিই আপনার কাছে  সহজবোধ্য মনে হওয়ার কথা।করণ আপনি ঐ লিংক দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঐ পেজের মধ্যে কি আছে।তাই আপনার মত সার্চ ইন্জিনদের কাছে ও ২য় লিংকটিই সহজবোধ্য মনে হবে।তাই আপনি যখন কোন পেজ বা ফাইলের নামকরণ করবেন তখন অবশ্যই সেটা অর্থপূর্ণ বা কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করবেন।
দেখুন নিচের ছবিতে top 10 tips seo লিখে সার্চ দিলে যে যে লিংক গুলো আসে তাদের সবার পেজেই কিন্তু ঐ কী-ওয়ার্ড সমৃদ্ধ নাম ব্যবহার করেছে।

আসুন দেখে নেই এর কিছু টিপস

  • ১।সাইটের পেজের নামে আপনার টার্গেটকৃত কী-ওয়ার্ডটি রাখুন।ধরুন আপনি "free seo tips for my new website" এই ধরনের কী-ওয়ার্ডকে টার্গেট করে পেজটি বানলেন তাহলে আপনি আপনার পেজের নাম রাখতে পারেন "how-can-get-free-seo-tips-for-my new website.html
  • ২।পেজের নাম দেয়ার সময় হাইফেন ( - ) ব্যবহার করুন।_, !, (), @,$  এই ধরনের অক্ষর ব্যবহার করবেন না।কারন সার্চ ইন্জিন এই ধরনের অক্ষর ইনডেক্স করে না।
  • ৩।ফাইল বা পেজের নাম দেয়ার সময় a,in,of,to, এমন অক্ষর গুলো ব্যবহার করবেন না।কারণ এগুলোকে সার্চ ইন্জিন "Skipping Word" বলে
  • ৪।ওয়েব পেজের এক্সটেইনশন .html ,.htm .php রাখা ভালো।

XML Sitemaps তৈরী করণ

আমরা যারা টুকিটাকি SEO নিয়ে কাজ করি তারা সবাই জানি একটি ওয়েব সাইটের জন্য XML Sitemaps কতটা গুরুত্বপূর্ণ।আর যারা জানেন না তাদের জন্য বলি সার্চ ইন্জিন সব ফাইল গুলোকে সমভাবে ক্রাউলিং করতে পারে না। XML ফরমেট এর ফাইল গুলোকে সার্চ বোট অনেক সহজ ভাবে  ক্রাউলিং করতে পারে।তাই  XML Sitemaps হলো এমন একটি ফাইল যেখানে আপনার সাইটের সব লিংক  গুলো একসাথে একটির পর একটি সাজানো অবস্থায় থাকে।আর যখন সার্চ বোট গুলো এই ফাইলের মধ্যে প্রবেশ করে তখন সে সব গুলো লিংকেই ইনডেক্স করার চেষ্টা করে।

তাই XML Sitemaps হল আপনার সব পেজ গুলোকে দ্রুত ইনডেক্স করানোর জন্য সবচেয়ে ভালো উপায়। তাই আপনি আপনার সাইটের SEO  জন্য একটি XML Sitemaps তৈরী করা অবশ্যই প্রয়োজন।আর কিভাবে খুব সহজে তৈরী করবেন তা দেখার জন্য আমার এই টিউনটি দেখতে পারেন।

XML Sitemaps তৈরী হয়ে গেলে আপনি সেটা আপনার সাইটে আপলোড করবেন এবং তা বিভিন্ন সার্চ ইন্জিনের ওয়েবমাষ্টার টুলস এ এড করিয়ে নিবেন।এ বিষয়ে আমি কিভাবে গুগল ওয়েব মাষ্টার টুলস এ সাইটমাপ এড করা যায় তা একটি টিউন আছে।আপনারা সেটাও দেখতে পারেন এই লিংকে গিয়েএই টিউনে আপনি দেখতে পাবেন কি করে গুগল ওয়েবমাষ্টারে আপনার সাইটম্যাপ সাবমিট করবেন

যেভাবে গুগলে xml সাইট ম্যাপ সাবমিট করবেন

এই হলো আমার আজকে টিউন।আশা করি আপনাদের কাজে আসবে।আর এসইও এর সবচেয়ে বড় বিষয় হলো কোন কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে।কেননা আপনার ভাবার কোন অবকাশ নেই যে আপনার সাইট একদিনেই গুগলের ১ম পেজ এ চলে আসবে।তাই ধীরে ধীরে এগুতে থাকুন আর সবসময় আপনার ওয়েব সাইটকে আপডেট রাখার চেষ্টা করুন।

আগামী পর্বে যা থাকছে

আগামী পর্বে আমি সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর (Off-Page Optimization) অফ-পেজ অপটিমাইজেশন এর একটি বিষয় ব্যাকলিংক নিয়ে টিউন করবো।আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন, এরকমই তো চাই। পানির মতো করে দিয়েছেন দেখছি। পাবলিক নাবুঝে যায় কৈ!
পরবর্তি এসইও টিউনের অপেক্ষায় রইলাম।

Level 0

সজীব ভাই কষ্ট হলেও নিয়মিত চালিয়ে যাবেন। এটা আমাদের জন্য খুব দরাকারি।
টিপস গুলো দরুন।
ধন্যবাদ।

    ধন্যবাদ বুলবুল ভাই চালিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করবো

আমার নতুন সাইটের জন্য কাজে আসবে……….. http://rangpurlive.com
ছালায় জান সজিব ভাই, আমি লেগে আছি আপনার টিউনের পিছনে।

ভাল জিনিস। তবে আমি পেজর্যাঙ্কের রহস্য খুঁজছি। আমার ধারণা পেজ র্যাঙ্কের জন্যে খুব বেশি ভিজিটর থাকা লাগে না। আমি এমন অনেক সাইট দেখেছি যাদের সবসময় একহাজার অনলাইন তবু র্যাঙ্ক শূণ্য। আমার র্যাঙ্ক অন্তত ১ করা দরকার। ঝামেলায় আছি।

আর আমার জানামতে <h1> <h2> tags must to close with </h1> </h2>

এবং গুগল আমার যতগুলো পেজ ইনডেক্স করেছে তার সবগুলোতেই "_" আছে।

    পেজরেংকের কাহিনী আসলে এত জটিল যে এর এ্যলগারিদম বুঝে উঠতে অনেক কষ্ট পেতে হয়।তাছাড়া এমন এমন কিছু গোপনীয় বিষয় আছে যা হুহল কখনো প্রকাশই করে নি।মূলত ব্যাকলিংক এর উপর পেজ রেংক সবচেয়ে বেশি নির্ভর করে।আমি এমন ও দেখেছি যে ১৫০ টি ব্যাকলিংক নিয়েও কারো পেজ রেংক ৩ !! আবার ৫০০০ ব্যাকলিংক নিয়েও কোন সাইটের পেজ রেংক শূন্য।এর একটি কারন হলো মূল্যবান ব্যাকলিংক এর কারনে।অর্থ্যৎ যেসব পেজ থেকে ব্যাকলিংক পাওয়া যায় সেই সব পেজর পেজ রেংক যদি বেশি হয় তবে আপনার সাইটের ও পেজ রেংক বেশি হবে।এ বিষয় নিয়ে বিস্তারিত লিখে একটি টিউন করার ইচ্ছা আছে আমার।ধন্যবাদ

ভাল টিউন।এই যে পেজ র‌্যাংকের রহস্য
http://www.webcoachbd.com/seo-tutorials/seo-page-rank

    হূম তবে এটি পেজ রেংক এর রহস্য নয় এটি কেবল মাত্র পেজ রেংক এর উন্নয়ন প্রক্রিয়ার কথা লেখা আছে।কিন্তু পোষ্টে এটি নেই যে কি করে তারা পেজ রেন্ক হিসাব করে।আপনি শুনলে হয়তোবা অবাক হবেন যে আপনার সদ্য প্রকাশিত লিংকেও কিন্তু একটি নির্দিষ্ট পরিমানের পেজ রেংক থাকে।আর পোষ্ট টি তে হলা হয়েছে যে পেজ রেংক এর প্রভাব SERP তে পড়ে না।আমার মতে এটা ভুল।করণ গুগলের SERP নীতে অনুসারে তারা সর্ব প্রথম যেটি গন্য করে তা হলো পেজ রেংক।এসব বিষয় নিয়ে একটি টিউন করলেই আপনারা সব বুঝতে পারবেন বলে আশা করি।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

আপনি মনে হয় শুধু একবার স্ক্রিন থ্রু করে এসে এমন মন্তব্যটি করলেন।যাই হোক এটা প্রমানিত যে SERP তে পেজ র‌্যাংকের কোন প্রভাব নেই তবে গুগলের দাবি প্রভাব আছে।গুগলের কথার উপর ভিত্তি করে অনেক SEO এক্সপার্ট ও বলেন যে প্রভাব আছে।গুগল যে উক্তির দ্বারা দাবি করেছে সেটা পড়লেই বুঝতে পারতেন তাদের দাবিতে কোন জোর নেই।তারা বলেছে "যে পেজটি আমরা গুরত্বপূর্ন মনে করি সেটা উচু পেজ র‌্যাংক অর্জন করে এবং খুব সম্ভাবনা যে সেটা সার্চ রেজাল্টে উপরের দিকে থাকবে।" এটা অনেক আগের কথা,সর্বশেষ গুগলের একজন কর্মকর্তা ২০০৯ সালের ১৫ ই অক্টোবর আরও স্পষ্ট ভাবে বলেছেন যে "অনেকে মনে করেন যে পেজ র‌্যাংক একটা মুল গুরত্বপূর্ন নীতি (যেমনটি আপনি বললেন) তবে এটি আসলে সত্য নয়" ওয়েবমাস্টার টুল থেকে পেজ র‌্যাংক বিষয়টি তুলে দেয়ার সময় ঐ কর্মকর্তা এই ঘোষনা দেন।
আর যে সমীকরন দিয়ে গুগল পেজ র‌্যাংক ক্যালকুলেশন করে সেটার কথাও আমার সাইটে লিখেছি যে এটা ইনকামিং লিংকের উপর ভিত্তি করে।সমীকরনটি probability distribution এর markov chain এর উপর ভিত্তি করে করা হয়েছে।
আরও হাজারটা কথা আছে আমি শুধু পৃথিবীর অধিকাংশ SEO এক্সপার্টদের সিদ্ধান্তের কথাটি লিখেছি।আসলে গুগল টুলবারে যে র‌্যাংক দেখায় সেটার সাথে গুগল যেভাবে বিবেচনা করে সেটার কোন মিল নেই-এই কথাটা গুগল পেজর‌্যাংকের ম্যানুয়ালে উল্লেখ করেছে।
দেখি আমার পরীক্ষা শেষ হলে একটা বড় টিউন করব।

Level 0

sabash

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

সজীব ভাই কেমন আছেন। আপনার সাহায্য প্রার্থনা করিছ । আমি এসইও টুলর্স যেমন বুকমারকিং ডেমন, সেনেউক, স্ক্রাববক্স ইত্যাদির কাজ শিখেত চাই। একবার যদি কেহ কিভাবে কাজ করতে হয় দেখাত তাহলেই পাতাম। আপনার পরিচিত কেউ আছে কি যে এই টুল গুলি ব্যবহার করে কাজ করে । বুকমারকিং ডেমন একটা কাজ পেয়েছিলাম কিন্তু সময় মত রিপোর্ট দিতে না পারাই কাজটি ছুটে গেছে। বায়ার নিজে টুলর্স প্রাভাইট করেছিল। আপনার সাথে যোগাযোগের জন্য ফোন নং অথবা আপনার মেইল আইডিটা যদি দিতেন তাহলে মাঝেমাঝে আপনাকে একটু ডিষ্টাব করতাম।
Redwansaju @ gmail.com

Level 0

সজীব রহমান ভাইয়া আমি তো blogspot.com থেকে ফ্রী ওয়েব সাইট বানাইছি, এখন কি আমার সাইটের SEO জন্য XML Sitemaps তৈরী করা যাবে ?

আমার সাইট tipsandtechs.blogspot.com এটা কেবল তেরীতে ব্যস্ত আছি| www(dot)waptrick(dot)com এর মতো ওয়েবসাইট এর জন্য seo টার্মস আর আমার টার জন্য কী একই?পার্থক্য থাকলে কোন কোন বিষয়ে?