[মেগা টিউন] উইন্ডোজ এক্সপি (Windows XP) ইন্সটল করুণ ইউ এস বি (USB) যেকোন ফ্ল্যাশ ডিস্ক দিয়ে। [সম্পূর্ন বাংলা টিউটোরিয়াল]

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিত।

শিরোনাম পড়েই হয়তো বুঝে গেছেন যে আমি কি বিষয়ে পোস্ট লিখতে চলেছি। বর্তমান জুগে ইউ এস বি (USB) এর প্রয়োজনিতা এত বেড়েছে তা বলে বা লিখে প্রকাশ করা যাবে না। তাই আজ আমি আপনাদের সাথে ইউ এস বি (USB) দিয়ে কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন তাই দেখাব।
অনেকের ল্যাপটপ অপটিক্যাল সিডি রোম বা ডেক্সটপ পিসির সিডি রোম নষ্ট হয়ে যাওয়ার কারনে উইন্ডোজ ইন্সটল করা অনেক ঝামেলার হয়ে যায়। তাই সেই ঝামেলা থেকে মুক্তি দিতে আপনাদের জন্য আমার এই পোস্ট।

প্রথম ধাপঃ ডাউনলোড

এখানে ক্লিক করে সফটওয়্যার টি জিপ (*.zip) আকারে ডাউনলোড করুণ (Password:  http://www.bdrong.com) এবং সেটি ওপেন করুণ। একটি ফোল্ডার পাবেন সেটাকে আপনার যেকোনো একটি ড্রাইভ যে ড্রাইভে ৭৫০ মেগাবাইট খালি আছে সেখানে রাখুন।

(Password:  http://www.bdrong.com)

দ্বিতীয় ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক প্রয়োজন

এবার আপনার পিসিতে ৭৫০ মেগাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মেমোরি কার্ড বা যেকোনো USB ফ্ল্যাশ ডিস্ক প্রবেশ করান।

মনে রাখবেনঃ USB তে যে ডিভাইস টি প্রবেশ করিয়েছেন তার মধ্যে প্রয়োজনীয় কোন ফাইল থাকলে সরিয়ে রাখুন কারন সেটা ফরম্যাট করতে হবে।

তৃতীয় ধাপঃ ফরম্যাট ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক

মনে রাখবেনঃ নিচের সকল ধাপ গুলো উইন্ডোজ এক্সপি দিয়ে করতে হবে। অন্যান্য অপারেটিং সিস্টেম দিয়ে করলে হয়তো ছোট-খাটো সমস্যা হতে পারে। আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কোন সমস্যা নাই।

আপনার ডাউনলোড করা সেই ফোল্ডার টি অপেন করুণ এবং সেখানে USB_MultiBoot_10.cmd নামে একটি ফাইল আছে সেটা ওপেন করুণ
। দেখুন নিচের চিত্রের মত একটি উইন্ডো ওপেন হয়েছে।

কিবোর্ড থেকে যেকোনো একটি বাটন চাপ দিন। আবার আগের উইন্ডো তে নতুন ম্যাসেজ সেখানে ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য কয়েক ধরনের সফটওয়্যারের বর্ননা দেয়া আছে।

আমরা উপরের দেখা চিত্রের দেখানো ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য প্রথম সফটওয়্যার টা ব্যাবহার করব। তার জন্য কিবোর্ড থেকে P লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত নতুন উইন্ডো আসবে।

এবার সব কিছু বহাল রেখে স্টার্ট (Start) বাটনে ক্লিক করুণ।

ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ

আবারও ইয়েস (Yes)  বাটনে ক্লিক করুণ

এবার ওকে (OK) বাটনে ক্লিক করুণ

এবার PeToUSB সফটওয়্যার টি বন্ধ করলেই আগের উইন্ডোতে নিচের চিত্রের মত নতুন ম্যাসেজ আসবে।

চতুর্থ ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এক্সপি ডাউনলোড

এখন আপনার পিসিতে উইন্ডোজ এক্সপির একটা সিডি প্রবেশ করান (কি? আপনার সিডি রোম নষ্ট? এক্ষনি কারও ধার করেন আনেন। বা আপনার হার্ড ডিস্ক এ যদি উইন্ডোজ এক্সপির সিডি কপি করা থাকলে সিডি রোমের প্রয়োজন নাই।) এক্সপির সিডিটা হয়তো অটমেটিক ওপেন হতে পারে সেটাকে বন্ধ করুণ।

উপরের দেখা চিত্রে দেখানো উইন্ডোতে কিবোর্ড থেকে ১ (1) লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত আসবে।

এবার কোনটি আপনার প্রবেশ হওয়া উইন্ডোজ এক্সপির সিডি ড্রাইভ টি দেখিয়ে দিন বা আপনার হার্ড ডিস্ক এর কোন জায়গাই উইন্ডোজ এক্সপির সিডি কপি করা আছে তা দেখিয়ে দিয়ে ওকে (OK) করুণ। নিচের মত একটি উইন্ডো আসবে।

উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ। নিচের চিত্রের মত আসবে।

উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করলে এখনি প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে এতে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কম সময় লাগবে ও অটোমেটিক ইন্সটল হবে। নো (No) বাটনে ক্লিক করলে এখন কিছু প্রয়োজনীয় তথ্য ও উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে উইন্ডোজ ইন্সটল করতে হবে। আর যদি ক্যানসেল (Cancel) করেন তাহলে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় সকল তথ্য দিতে হবে।

আমার মতে সেখানে ইয়েস (Yes) করাটাই ভালো হবে। তাই ইয়েস করুণ এবং নিচের চিত্র অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্য দিন।

এখানে আপনার নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ Aminul Islam

এখানে আপনার অরগানাইজেশন এর নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ BD RONG DOT COM

এখানে উইন্ডোজ এক্সপির সিরিয়াল নং দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ। মনে রাখবেনঃ এখানে যে সিরিয়াল টি দেয়া আছে সেটা উইন্ডোজ ইন্সটল করার পর এক মাস মেয়াদ হবে। তাই আপনার সিডির সাথে দেয়া সিরিয়াল ব্যবহার করুণ।

এখানে আপনার পিসির কি নাম রাখবেন তা লিখুন। মনে রাখবেনঃ এমন একটি নাম ব্যবহার করুণ যে নামটি আপনার ফুল নেম ও ইউজার নেম এর সাথে হুবহু না মিলে যায়।

এখানে Administrator একাউন্টের জন্য পাসওয়ার্ড দিন। না দিতে চাইলে স্টার (*) লিখে ওকে করুণ।

এখানে আপনার টাইম জোন এর কোড দিন। এখানে বাংলাদেশ এর টাইমজোন নাই তাই বলে চিন্তার কোন কারন নাই। ২০৫ লিখে দিন এবং উইন্ডোজ ইন্সটল করার পর টাইম ঠিক করে নিবেন।

যারা ল্যান নেটওয়ার্ক ব্যবহার করেন তারা এখানে তাদের ওয়ার্কগ্রুপ  এর নাম দিন। আর যারা এই সম্বন্ধে বুঝেন না তারা WORKGROUP  লিখে ওকে করুণ।

এখানে আপনার ব্যবহারকারী নাম দিন যে নামটা স্টার্ট মেনুতে দেখা যাবে।

একবার চোখ বুলিয়ে দেখেনিন সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক থাকলে ওকে (OK) বাটনে ক্লিক করুণ। এবার আগের উইন্ডো তে নিচের মত নতুন ম্যাসেজ আসবে।

এবার এখানে ২ (2) লিখে এন্টার বাটনে চাপ দিন দেখুন নিচের মত একটা উইন্ডো আসবে।

এবার আপনার পিসিতে যুক্ত হয়ে থাকা আপনার ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক টি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করুণ। আগের উইন্ডো তে ফেরত যাবে। সেখানে ৩ (3) লিখে এন্টার বাটনে চাপ দিন তাহলেই আপনার USB ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এর সেটাপ ফাইল গুলো কপি হওয়া সুরু করবে।

কপি চলাকালীন উইন্ডো টি উপরের চিত্রের মত স্ক্রলিং হতে থাকবে। কপি সুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত একটি ম্যাসেজ  আসতে পারে।

এখানে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।

কপি হচ্ছে ………………………………… ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। এর মধ্যে আবারও নিচের মত একটি মাসেজ আসবে।

এখানেও ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।

ব্যাস হয়ে গেছে এবার যেকন একটি বাটনে চাপ দিন সাথে সাথে উপরের উইন্ডো টি বন্ধ হয়ে যাবে। হয়ে গেল আপনার বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ।

পঞ্চম ধাপঃ উইন্ডোজ ইন্সটল

এবার যে পিসিতে উইন্ডোজ টি ইন্সটল করবেন সেই পিসিতে আপনার বানানো বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ টি যুক্ত করে পিসি রিস্টার্ট করুণ|

বুট করার জন্য বায়োস সেটাপ থেকে  First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ।  কিছু কিছু পিসিতে F2,F9,F10,Del,Esc তে বুট মেনু আসে সেখানেও First Boot হিসেবে Removal Device সিলেক্ট করতে পারেন।

মনে রাখবেনঃ কিছু কিছু পুরাতন পিসিতে USB ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট নাও হতে পারে সেক্ষেত্রে আমার কোন দোষ নাই।

উপরের সকল কাজ গুলি ঠিক-ঠাক ভাবে সম্পন্ন করতে পারলে বুট মেনু তে নিচের চিত্রের মত আসবে।

এই মেনু থেকে প্রথম অপশন (1. Begin TXR Mode Setup Windows XP, Never unplug USB-Drive Until Logon) নির্বাচন করে এন্টার বাতনে চাপ দিন।

নিচের উইন্ডোর মত উইন্ডোজ এর সকল সেটাপ ফাইল কপি হওয়া সুরু করবে।

এর পরে যেভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ। সেটাপ চলা কালীন প্রথম রিস্টার্ট হওয়ার পর আবার সেই বুট মেনু থকে First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ। এবং নিচের চিত্র অনুযায়ী দ্বিতীয় অপশন (2. and 3. Continue with GUI Setup Windows XP + Start XP From HD1 ) নির্বাচন করে এন্টার বাটনে চাপ দিন।

একই ভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ।

মনে রাখবেনঃ উইন্ডোজ সেটাপ চলাকালীন ভুল করেও আপনার USB ফ্ল্যাশ ড্রাইভ আপনার পিসি থেকে ডিস্কানেক্ট করবেন না।

মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই উইন্ডোজ এক্সপি ইন্সটল হয়ে যাবে।

আমার লেখা প্রথম পোস্ট টি আপনাদের কেমন লেগেছে ও আপনার কি কি বুঝতে সমস্যা হচ্ছে তা আমাকে মন্তব্যের মাধ্যমে জানান।

আমি ফেসবুক এ  https://www.facebook.com/AminulBD

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগার মত জিনিষ, প্রিয়তে রাখলাম। দারুন হয়েছে টিউনটি। ধন্যবাদ।

    @ডিজে আরিফ ভাই আপনাকে ধন্যবাদ।

great

Level 0

bujte parsina ak shobai usb er pisone laglo ken. ha ha ha .thanks for your nice tune

    না বোঝার কারন টা আমিও বুঝতে পারলাম না! মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

    একটা কথাঃ ভাই আপনি বাংলায় না লিখে বাংলিশ এ লিখেন কেনো? কোন সমস্যা?

    Level 0

    vai jan amar os a avror kijeno hoise khali ulta palta likihe tai are ki banglish likhte hoiiiii .hi hi hi

    hai hok vaijan bdrong site ta anek shundor porishkar porisonno hoise.

    আমার সাইট এ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Level 0

অতিশয় সুন্দর এবং কাজের টিউন 🙂 নিয়মিত টিউন চাই। অকাজের টিউন দেখতে দেখতে ভাই চোখের সাড়ে বারোটা বেজে গেছে :(।।।

    ভয়ঙ্কার মাছ 🙂 ভাই 🙂 আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। হ্যা সাড়ে বারোটা তো বাজবেই। কারন আগেই আরেক টিউন ( মানে: Farhad ভায়ের) দেখে তো চোখের বারোটা বাজিয়েছেন।

চরম!

    সোজা প্রিয়তে নিলাম। আমি উইন্ডোজ ৭ কোনো সফটওয়্যার ছাড়াই ইউএসবি তে বুটেবল বানাতে পারি। কিন্তু উইন্ডোজ এক্সপি টা পারতাম না। অনেক ধন্যবাদ 🙂

    আপনাকেও চরম! একটা ধন্যবাদ।

    ভাই একটা উপকার করতে পারবেন? ম্যাজিক আইএসও দিয়ে কীভাবে উইন্ডোজ ৭, এক্সপি আর হিরেনবুট সিডি মাল্টিবুট বানাতে পারব?

    হ্যাঁ! আমি এই নিয়ে একটা টিউন করবো!

    খুব ভালো। তাড়াতাড়ি করবেন, অপেক্ষা করছি 🙂

    ধন্যবাদ! চেষ্টা করবো।

    আসলে আমি অনেক ব্যস্ত থাকি তার কারনেই অনেক কিছু আপনাদের সাথে সেরার করতে পারিনা।

খুব সুন্দর হয়েছে।

আপনার টিউন এখন আর আগের মত পাই না।

আমাদের জন্য একটু সময় দিবেন।

    @সাবিহা আপু আপনাকে অনেক ধন্যবাদ।

    আমি কিছু দিন ব্যস্ত ছিলাম তাই টেকটিউনস কম এসেছি। টিউন করার সময় পায়নি তবে কিছুদিন পরে নিয়মিত টিউন করবো ইনশাআল্লাহ্‌।

খুবই ভাল লাগলটি টিউনটিকে। ধন্যবাদ সুন্দর টিউনটি উপহার দেওয়ার জন্য।

    @সাইফুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ।

vai pen drive to 50% formet hoye r hoi na ………….koi error occured

    @জাহান ভাই আপনি কি উইন্ডোজ দিয়ে কাজ টি করছিলেন? যদি উইন্ডোজ ভিস্তা বা সেভেন ব্যবহার করেন তাহলে সমস্যা হতে পারে। আর যদি এক্সপি ব্যবহার করেন তাহলে সেই পেনড্রাইভ বাদ দিয়ে অন্য পেনড্রাইভ ব্যবহার করুণ।

ধন্যবাদ আমিনুল ভাই।
দেখি নামিয়ে চেষ্টা করে দেখি।
ভাইরা কেহ কি জানেন windows এর Ghost (ght) file কিভাবে পেনড্রাইভ এর মাধ্যমে সেটাপ দেওয়া যায়?
কেহ জানলে তাড়াতাড়ি জানান। [email protected] অথবা টেকটিউনসে টিউনস করুন।

    @আসাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত প্রদান করার জন্য।

    আর উইন্ডোজ এর Ghost (ght) ফাইল মানে বুঝলাম না একটু পরিষ্কার করে বললে হয়তো আপনাকে সাহায্য করতে পারি।

    আপনি কি নরটন ঘোস্ট এর কথা বলছেন?

কপি হচ্ছে ………………………………… ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে।
ভাই ২ঘন্টা বসে থকলাম তাও কপি শেষ হয় না!!!! এরপর কারন্টই চলে গেল!!! আমার পিসি পুরানো কনফিগারেশলের বলে কি এমন হল???

    ঠিক আছে! তবে দুই ঘণ্টা সময় লাগার কথাই না! আপনার পিসির কি কনফিগার আমাকে একটু বলেন হেল্প করার চেষ্টা করবো। আর আপনি যদি পেনড্রাইভ টি সামনের USB/USB এক্সট্রা কানেক্টরে লাগিয়ে রেখে এই কাজ করেন তাহলে সমস্যা হতে পারে।

Level 0

এটো ঝামেলা না করে কষ্ট করে সিডি যোগার করাই ভাল ।ধন্যবাদ আমিনুল ভাই।

    ২০ মিনিট খাটাখাটি করে + ১০ মিনিটেই উইন্ডোজ ইন্সটল কমপ্লিট। হিসেবে দেখলে মাত্র ১০ মিনিটেই উইন্ডোজ ইন্সটল হবে। আমার বন্ধুর সেলেরন ল্যাপটপ এ উইন্ডোজ ইন্সটল হতে মাত্র ১২ মিনিট লেগেছে!। হয়তো আপনার ডেক্সটপ এই জন্য এটা আপনার কাছে অনেক ঝামেলার মনে হচ্ছে। একটু চিন্তা করে দেখুন কোন ঝামেলাই নই। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Level 0

দারুণ হয়েছে। 🙂 এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। অনেক ধন্যবাদ। 🙂

    আজ তাহলে খুঁজে পেয়েছন!

    @NUMB আপনাকে ধন্যবাদ

প্রিয়তে রাখলাম। কিন্তু ফাইলে পার্সওয়ার্ড কাজ হচ্ছে না।

    আপনাকে ধন্যবাদ। কিন্তু ভাইয়া পাসওয়ার্ড এ কোন সমস্যা হওয়ার কথা একটু ভালো করে টাইপ করুণ http://www.bdrong.com

onak boro…….. porar time thakla portam…………

    সব কিছু ছোট হলেই কি ভালো? আসলে ডিজিটাল জুগে সব কিছুই ছোট সে অনুযায়ী আমার টিউনটি একটু বড় হয়েছে। কিন্তু যদি চিত্র গুলো না দিতাম তাহলেই অনেক ছোট হয়ে যেত :)। আপনাকে ধন্যবাদ আকাশ ভাই।

Level 0

bhaiya amar win xp a6e, ami win 7 setup dite chai kivabe debo? Pls. Mail me to [email protected] with full bengali details.

    ঠিক আছে আপনি কি দুইটা উইন্ডোজ (XP+SE7EN) ব্যবহার করবেন? নাকি সুধু উইন্ডোজ সেভেন ব্যবহার করবেন? জানালে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারি।

    @সি‌.এম.তানভীর ভাই আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই আমি গত কাল MMC কার্ড এ করলাম ১০০ % successful কিন্তূ তা দিয়া pc বুট হয় না যে .সমস্যা কি বলবেন please .

    আপনার পিসির বুট মেন্যু থেকে ফার্স্ট বুট হিসেবে আপনাকে USB-HDD বা Removal Disk নির্বাচন করতে হবে। তবে কিছু কিছু (যাদের পুরাতন মাদারবোর্ড) কম্পিউটারে নাও হতে পারে। টিউনে এই কথাটি উল্লেখ আছে। @faroque ভাই আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Level 0

ভাই ফার্স্ট বুট হিসেবে USB-HDD নির্বাচন করেসিলাম .আমার মাদারবোর্ড ও নতুন .আপনাকে দন্যবাদ .

    আচ্ছা আপনার মাদারবোর্ড কোন ব্র্যান্ডের? ইনটেল,গিগাবাইট,এম এস আই, না অন্যকিছু?

আমিন ভাই আমাদের কে এই রকম টিউন উপহার দেওয়ার জন্য আপানাকে অনেক অনেক ধন্যবাদ ।

    @মিজান ভাই আপনাকেও ধন্যবাদ!

হ্যা ভাই আমি নরটন ঘোস্ট এর কথা বলেছি ।
কারন হচ্ছে আমি একটি windows ব্যাবহার করি যার বুটেবল সিডি আমার কাছে নাই কিন্তু এই windows টি আমার খুব ভাল লাগে ।
তাই আমার ব্যাবহারিত windows টি পেনড্রাইভ এর মাধ্যমে সেটাপ দিতে পারি কিনা সে জন্য চেষ্টাই আছি।

Level 0

আমিনুল ভাইয়া, এর আগেও এটা নিয়া টিউন হয়েছে তবে আপনি মারাত্মক রকম গুছাইয়া লিখেছেন।খুবই কাজের টিউন। যে কেও খুব সহজেই বুঝতে পারবে।ধন্যবাদ এত সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য ভাইয়া।

    দারুন একটা মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

আমিনুল ভাই, সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। ভাই এইটা দিয়ে কি সাটা হার্ডডিস্কে এক্সপি ইন্ষ্টল করা যাবে? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

    হ্যা যাবে! যদি আপনার উইন্ডোজ এর সিডিতে সাটা ড্রাইভার থাকে তাহলে কোন কথাই নাই ধুমসে ইন্সটল হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে ম্যানুয়ালি কনফিগার করে নিতে হবে।

Level 0

আমিনুল ভাই এখন আমি ১০০ % SUCCESSFULL ইনস্টল করতে পারলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ…….

    তাই নাকি! দারুন কাজ করে ফেলেছেন! এক্কেবারেই কমপ্লিট

Level 0

আমিনুল ভাই আপনাকে ধন্যবাদ। আমি সফল ভাবেই এক্সপি আমার নেটবুকে ইন্সটল করেছি কিন্তু একটা সমস্যা হচ্ছে তা হলো কম্পিউটার চালু হবার সময় মাল্টিবুটের মত ৩ টি অপসন দেয় প্রথম ২ টা থাকে উইন্ডোজ এক্সপি প্রফেসনাল ৩ নং এ আর একটা কিছু দেখায় এটা কিভাবে ঠিক করা যাবে দয়া করে জানালে উপকৃত হব।

ধন্যবাদ আপনাকে

    আপনি কি এক সাথে কয়েকটি উইন্ডোজ ব্যবহার করেন? যদি না করে থাকেন তাহলে আপনি আবার C:\ ড্রাইভ ফরম্যাট করে উইন্ডোজ টি পুনরায় ইন্সটল করে দেখুন। হইত আপনার সমস্যার সমাধান হতে পারে। আর নেটবুক টি যদি অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে আমার মনে হয় আপনার নেটবুক অরিজিনাল উইন্ডোজ দেয়া আছে তার কারনে সেই রকম দেখাচ্ছে।

    আমাকে আপনার নেটবুকের নাম ও মডেল নং দিলে আমি কিছু হেল্প করতে পারব!

    ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য।

Level 0

আমিনুল ভাই আপনাকে ধন্যবাদ, আমি শুধু একটিই উইন্ডোজ ব্যবহার করতে চাই এবং তা এক্সপি। ঠিক আছে আমি আপনার পরামশ মত আবার ট্রাই করি। আমার নেটবুকের মডেল নং হলঃ Acer Aspire One D255E, দুঃখের বিষয় আমার নেটবুকটি অরজিনাল প্রডাক্টনা। তবে আমার উইন্ডোজের সিডিটি অরিজিনাল।

    My Computer এ রাইট ক্লিক করে Propertise এ ক্লিক করবেন।
    তারপর Advance Tab এ ক্লিক করবেন।
    তারপর Startup and Recovery Option এর অন্তরগত Settings এ ক্লিক করবেন।
    তখন নতুন একটা উইন্ডো আসবে।
    Default Operating System হিসেবে আপনি যে টা মনে করেন সেটা সিলেক্ট করবেন।
    Microsoft Windows XP Service Pack 2 নাকি
    Microsoft Windows XP Service Pack ৩ সেটা আপনার ব্যাপার।
    Time To Display List Of Operating System এর টিক তুলে দিবেন।
    Time To Display Recovery Option When Needed এর টিক তুলে দিবেন।
    তারপর OK তে ক্লিক করবেন। আবার OK তে ক্লিক করবেন।
    এখন আপনার কম্পিউটার একটা রিস্টার্ট করে দেখেন ।
    কোনো সমস্যা থাকলে আমাকে মেইল করতে পারেন
    [email protected]

Windows Setup Start হবার পর ফরম্যাট করার Command আসার পর প্রথমে pen drive detect করে। কোনোভাবেই HDD ফরম্যাট হচ্ছেনা :'(
কি করি?

আপনার এই টিউনটি শাোন ভাইর গ্রাফিক্স এর অদ্যপান্ত শিরনাম দেখতে গিয়ে পেলাম খুব ভাল হয়েছে, কিভাবে একটা ডিভিডিতে অনেক গুলো উইন্ডোজ রাখা যায় জানাবেন প্লীজ। আপনার জন্য শুভ কামনা।

Level 0

onek valo hoyeche

Level 0

ভাই আজকে আমি যে কি বিপদ থেকে বাছলাম। অনেক গোছান tune. thank you.

Jottil Tune… Thnx………

vai password ta kaj korce na pls jodi valo kore diten ata amar onek dorkar.ba mail kore dite paren [email protected]

windows 7 er moto easy kuno process nei?

Level 0

asa bia pandrrive boot hor par kono soft wer ke rakta paba ke.

Level 0

via aktu kast kara janan pls……………………..

আমিনুল ভাই আপনাকে ধন্যবাদ। আমি আপনার টিপস অনুযায়ী কাজ করেছি সব ঠিক আছে। কিন্তু যে য সমস্যা পরেছি তা হল- আমি কনোভাবে USB সাপরট করাতে পারছি না । আমার মাদারবোর্ড হল গিগাবিটের ।। আমি Biols এ গিয়ে USB 2 HDD, USB 2 ZIP আরো যা আছে দিয়ে দেখেছি কনতাই পেন ড্যাইভ কাজ বুটেবল হচ্ছে না … তাই পিস আপনার সাহায্য চাই। উওরের অপেক্ষাই থাকলাম।। ধন্যবাধ।