টরেন্ট ডাউনলোড করার সহজ দুটি উপায় । IDM ও µTorrent

টরেন্ট সম্বন্ধে অনেকেই জানেন । তাই বেশ বিস্তারিত বলার কিছু নেই । তারপর ও নতুন দের উদ্দেশ্যে কিছু বলি... টরেন্ট হচ্ছে এমন একটি ডাউনলোড পদ্ধতি যার দ্বারা আপনি কারো পিসি থেকে কোন সার্ভার এর সাহায্য ছাড়া ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন । এর জনপ্রিয়তার একটি কারন হচ্ছে, টরেন্ট এ এমন কোন সফটওয়্যার/ মুভি/ গান ইত্যাদি নেই যে পাওয়া যায় না । এছারা টরেন্ট দিয়ে আপনি একটি ফাইল বছর লাগিয়ে ও ডাউনলোড করতে পারবেন । কোন ফাইল মিসিং বা রিসিউম সাপোর্ট এর সমস্যা হবে না । টরেন্ট এ ১০০০% ফুল রিসিউম সাপোর্ট আছে 😉

টরেন্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই দিহান ভাইয়ের এই টিউন টি দেখুনঃ

“টরেন্ট ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান [আপডেটেড মেগাটিউন]”

আমি শর্টকাট এ টরেন্ট ডাউনলোড করার পদ্ধতি দিয়ে দিচ্ছিঃ

পদ্ধতি ১

১. প্রথমে এখান থেকে µTorrent নামের সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

২. এবার ThePirateBay.se এর কোন টরেন্ট লিংক এ ক্লিক করলে একটি পেজ আসবে । সেখানে নিচের স্থান টি তে ক্লিক করুন ।

৩. এবার আপনার ব্রাউজার টরেন্ট টি ওপেন করার জন্য পারমিশন চাবে । ওকে করুন ।

৪. এবার µTorrent ওপেন হলে আপনার ফাইল কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে ওকে করুন । একটু অপেক্ষা করুন ।

কিছু ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগে । ধৈর্য রাখবেন । এটি আপনি সারাদিন চালু রাখতে পারেন । কারন আপনি যখন অন্য স্থানে নেট ইউস করবেন তখন এটি ব্যান্ডউইথ ছেরে দিবে । আপনার নেট স্লো করবে না । যখন আপনি কোথাউ নেট ইউস করবেন না তখন এটি ব্যান্ডউইথ ব্যবহার করে ডাউনলোড করবে ।

পদ্ধতি ২

এটি দিয়ে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন । এটি আমি জরুরি ছোটখাটো ফাইল এর ক্ষেত্রে ব্যবহার করি । এছারা এটি আমার তেমন পছন্দ না । তবে আপনি ব্যবহার করতে পারেন ।

১. প্রথমে zbigz.com এ জান ।

২. এবার ThePirateBay.se এর কোন টরেন্ট লিংক এ ক্লিক করলে যে পেজ আসবে সেখান থেকে নিচের স্থানে রাইট ক্লিক করে Copy link location এ ক্লিক করুন ।

৩. এবার zbigz.com এ গয়ে এবার নিচের স্থানে PASTE করুন ।

৪. GO তে ক্লিক করুন ।

৫. Free তে ক্লিক করুন ।

৬. আপনার টরেন্ট টি লোড হচ্ছে ।

৭. লোড শেষে নিচের মত দেখাবে, আপনি সব ফাইল জিপ করে ডাউনলোড করতে চাইলে নিচের মত জিপ বাটনে ক্লিক করুন । অথবা আপনি যদি একটি ফাইল ডাউনলোড করতে চান তবে ফাইল এর নামের পাশে ডাউনলোড বাটন টি তে ক্লিক করুন এবং Free তে ক্লিক করুন । ডাউনলোড শুরু হয়ে যাবে।

৮. জিপ করা শেষ হলে আপনার ডাউনলোড শুরু হবে ।

ZbigZ.com এর মত আরেকটি সাইট http://www.bitlet.org

টরেন্ট নিয়ে চেইন টিউন দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও আগে জানতাম… শেয়ারের জন্য ধন্যবাদ…
যারা জানে না তাদের কাজে দিবে…

    @শোভন আলম: নতুনদের জন্যই লেখা । 🙂 এছারা আমি টরেন্ট নিয়ে চেইন টিউন করছি সেটাতেও কাজে লাগবে । ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

সুন্দর আমার নি:সন্দেহে কাজে লাগবে, ধন্যবাদ।

zbigz.com এর প্রিমিয়াম অ্যাকাউন্ট দরকার…help করুন please…

Level 0

vai. download korte partasi na. 1st a koyekbar 502 bad gateway asche……
tarpor only one download ase….. now ki korbo

    @hasan_1223: ঠিক বুঝলাম না । কোথায় ৫০২ দেখায়? zBigz এ? তাহলে uTorrent দিয়ে চেষ্টা করেন । যদি uTorrent এখান থেকে ডাউনলোড করতে না পারেন তবে গুগল এ একটু সার্চ করে ডাউনলোড করে নিন । এটি ফ্রি সফটওয়্যার, কোন সমস্যা হবে না । ধন্যবাদ ।

আহারে……আমার আগে আপনি Zbigz নিয়ে টিউন করে ফেললেন।

এত নেট স্পিড পান কই?ব্রডব্যান্ড নাকি ওয়াইম্যাক্স?

    @মুকুট: 😛 হেহেহে… 😀 কিউবি ১mbps B) কেন? আপনি ও কি zBigz নিয়া টিউন করতেছিলেন? দুঃখিত… কইরা দেন, সমস্যা নাই । এমনিতেও টেকটিউনস এ এক টিউন এর ১০০+ কপি আছে! 😛

ZBIGZ sie theke ami ekhon r download korte parchi na torrent cranch kora jacce na

ZBIGZ চেয়ে কি কোনো speedy side আছে নাকি ? আমার download speed 5Mbps এর উপরে , কিন্তু ZBIGZ দিয়ে মাত্র 150Kbps মত পাই , Torrent download করার জন্য হাই speed side দরকার .