ফটোশপ জোন(পর্বঃ২৯-ভ্যারোবোর্ড তৈরি(২))

ফটোশপ জোন

গতপর্বের পরে

line tool সিলেক্ট করুন। এর জন্য টুলস অপশন্স বারে নিচের মত মান নির্ধারণ করুন।

এটা দিয়ে নিচের মত লাইন টানুন। প্রতিটা লাইনই আলাদা লেয়ারে তৈরি হবে। আপনি ইচ্ছা করলে লেয়ারগুলো rasterize করে নিতে পারেন।

এবারে রেজিস্টর তৈরির পালা। rounded rectangle tool দিয়ে নিচের মত করে একটি semi rectangle তৈরি করুন। এটিও নতুন লেয়ারে তৈরি হবে।

এখন pencil tool দিয়ে বিভিন্ন কালারের রেখা আকুন । এই রেখাগুলো রেজিস্টরের কালার কোড হবে।

pencil tool এর সাইজ হবে নিচের মত

পেন্সিল দিয়ে আকার পরে

এখন রেজিস্টরের ডানপাশের অংশ rounded rectangle tool দিয়ে বৃত্তের মত করে অবঅজেক্ট তৈরি করুন।

এভাবে বামপাশেও তৈরি করুন।

এখন দুইবার ctrl+E প্রেস করুন। ফলে রেজিস্ট্রের এই তিনটি অংশের লেয়ার পরস্পর মিলে যাবে। উল্লেখ্যা ডান ও বামপাশের গোল করে তৈরি করা অংশটি রেজিস্টরের প্রলম্বিত অংশ।

রেজিস্টরের জন্য blending option এ নিচের মত মান নির্ধারণ করুন।

নিচের মত পাবেন।

রেজিস্টরের দুইপাশে পেন্সিল টুল দিয়ে দুটি দাগ আকুন,দেখে মনে হয় যেনো, দুটি ছোট তার দিয়ে রেজিস্টরটি আটকানো আছে।

এই লেয়ারটি কপি ডুপ্লিকেট করুন এবং ফলে আরেকট রেজিস্টর পাবেন। রেজিস্টরকে বামদিকে সরিয়ে নিচের মত করুন। ফলে নিচের মত পাবেন।

আমি আরেকটু এডিট করে নিলাম।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো লেগেছে

    Level 0

    ধন্যবাদ।

কিচ্ছু বুঝি নাই 😛
[অসাধারণ। আপনি এভাবে চলতে থাকলে আশা করি আমাকে দিয়ে কিছু একটা হবে।]

    Level 0

    🙁 কিছু না বুঝলে কেমনে হবে।
    আপনি কষ্ট করে একটু এই টিউনের সাথে সাথে নিজেও প্র্যাক্টিস করুন। সব ক্লিয়ার হয়ে যাবে। আগের পার্টটা বুঝছেন তো?

আমি আমার বন্ধুর কাছে photoshop এর একটা effect শিখেছি।সবার সাথে share করব।

আর মিঠুন ভাই এর টিউন এর তুলনা শুধু মিঠুন ভাই এর টিউন এর সাথে করা যায়।

    Level 0

    মিঠুন ভাই কে?

    Level 0

    কোন ইফেক্ট বলা যাবে?

    আরে মিঠু (mithu) ভাই, ভুলে মিঠুন (mithun) লিখে ফেলেছি। মিঠুন নামে techtunes এ কোন টিউনার নাই।আছে শুধু আমাদের মিঠু ভাই।sorry…………………………………………………

    আপনার টিউন দেখে basic ধারনা নিলাম।তারপর, আমার বন্ধুর কাছে গেলাম।তাকে বললাম কিছু শিখাতে।তারপর, আমাকে ব্রাশ took এর effect শিখাল।আমার বানানো একটা image

    http://www.megaupload.com/?d=YRBHAVWJ

    http://www.filesonic.com/file/705861551

    mediafire কাজ করে না।তাই এই লিঙ্ক দিলাম।

    Level 0

    বাপরে বাপ, তেল তো ভালোই দেন দেখছি। আর ইফেক্টটা দেখলাম,সুন্দর হইসে।

খুবই ধৈর্যের ব্যপার, তারপরো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার সাথে আছি।