যেকোনো ডকুমেন্ট খুলে নিচের মত সিলেকশান করে #639E42 কালার দিয়ে ফিল করুন।
এখন select-> modify-> contract এ ক্লিক করে যে বক্স পাবেন তাতে মান দিন ১৩পিক্সেল। ফলে নিচের মত সিলেকশান ছোট হয়ে আসবে।
নতুন লেয়ার তৈরি করে তাতে এই সিলেকশানটি #1C4A02 কালার দিয়ে ফিল করুন।
Lasso tool দিয়ে এই লেয়ারে নিচের মত সিলেকশান তৈরি করে delete প্রেস করুন। ফলে ঐ অংশটুকু ডিলিট হবে এবং এর নিচের লেয়ারে থাকা সবুজ অপেক্ষাকৃত কম সবুজ উংশটি দেখা যাবে।
এখন elliptical tool(not selection tool) সিলেক্ট করুন। এটা দিয়ে নিচের মত বৃত্ত তৈরি করুন। বৃত্তটি নতুন লেয়ারে তৈরি হবে।
লেয়ারটি rasterize করুন লেয়ারের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে।
এরপর জন্য নিচের মত blending option এ মান নির্ধারণ করুন।
gradient overlay এর মান হিসেবে নিচের মত মান সেট করুন। আর opacity এর জন্য সামঞ্জস্যপূর্ণ মান নির্ধারণ করুন।
এই বৃত্তের উপর আরেকটি বৃত্ত আকি elliptical marquee tool দিয়ে।
সাদা বৃত্তের লেয়ারের নিচে আরেকটি নতুন লেয়ার তৈরি করুন। এরপর সাদা বৃত্তের লেয়ার সিলেক্ত করে ctrl+E প্রেস করুন। ফলে লেয়ারটি নতুন লেয়ারের সাথে মিশে যাবে। এরপর সাদা ও কালো বৃত্তের লেয়ারকেও merge করুন একইভাবে। এরপর এর কয়েকটি কপি তৈরি করে নিজের মত বিন্যস্ত করুন।
পরের পর্বে ভ্যারোবোর্ড এর পরিপূর্ণতা দান করব। সবাইকে ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেমন লেগেছে? পরের পর্বে বলছি। 😛