আসুন শিখি Microsoft office word part-1 (আজকের বিষয় font)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি Microsoft office word এর উপর ধারাবাহিক টিউন শুরু করব।

আপনারা যদি চান তবে অফিস এর উপর পুরো টিউটোরিয়াল করব।আপনাদের মতামতের আশায় বসে রইলাম।

আজকে Microsoft office word এর উপর প্রথম টিউন টি করলাম।

***প্রথমে Microsoft office word open করুন।তারপর,যেকোন লেখা টাইপ করুন।যেমনঃ techtunes is my favourite web address.

***এরপর, লেখাটিকে সিলেক্ট/mark করুন।

***এবার, format>font এ ক্লিক করুন।

***দেখবেন,একটি dialog box আসবে।তাতে, size 22 সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখুন, word এর size টি বড় হয়ে গেছে।

***আবার,লেখাটিকে সিলেক্ট করে format>font এ ক্লিক করুন।

***এবার,
১, font এর বক্স এ বিভিন্ন style সিলেক্ট করলে লেখার স্টাইল change হবে।
২, এবার font style বক্স থেকে যেকোন style সিলেক্ট করুন।
৩, font color থেকে যেকোন color সিলেক্ট করুন।
৪, preview তে দেখুন আপনার এই style গুলো change করার ফলে কেমন দেখা যাচ্ছে।
৫, এবার, ok ক্লিক করুন।

***দেখুন, আপনার লেখাটি কেমন দেখাচ্ছে।

***তারপর, file>save এ ক্লিক করে যেকোন যায়গায় সেভ করুন।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউটর…. নববর্ষ ১৪১৮ এর শুভেচ্ছা আপনাকে

    আপনাকেও নববর্ষ ১৪১৮ এর শুভেচ্ছা ।

২০০৭ বা ২০১০ নিয়ে টিউন করেন। পুরাতন ভার্সন এটা ।

    আমার powerpoint এর সবগুলো টিউন ২০০৩ এর উপর, তাই word টিও ২০০৩ দিয়ে করলাম।আর,২০০৩ সবার কাছে available.

    আর, সত্যি কথা বলতে কি আমার কাছে ২০০৩ আছে, ২০০৭/২০১০ নেই।

    অফিস ২০০৩ ই ভাল… কি দরকার ২০০৭/২০১০ এর ২০০৩ পাড়লে ২০০৭/২০১০ এমনি পাড়া যায়..

    একমত।

চালিয়ে যান ।
আপনার পাশেই আছি ।
পাওয়ার পয়েন্টের টিউনগুলো দারুন !!!
সব পিডিএফ করে রেখেছি এবং সব মন্তব্য জমা করে রেখেছি শেষ পর্বের জন্য ।

    সবার কাছে powerpoint এর টিউনগুলো ভাল লেগেছে।জানিনা word এর টিউনগুলো সবার কাছে কেমন লাগবে।

    আর কয়েকদিনের মাঝে powerpoint শেষ হবে আশা করি।

চালিয়ে যান আমার খুব দরকার ছিল…………।।

অনেক উপকারী টিউন আশাকরি সাবিহা ধারাবাহিকতা রক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে।

আপনার উদ্দ্যেগকে স্বাগতম জানাই।আশা করি ধারাবাহিকতা রক্ষা করবেন।ধন্যবাদ আপনাকে।

bhai ay tune gula kivabe pc te save kore rakh bo? koyekta upay keu boden amke pls. jemon akta pdf kore rakha

    একটা কাজ করতে পারেন file>save page as এ ক্লিক করে সেভ করে রাখতে পারেন।

    আবার,টিউন এর লেখা যেখান থেকে শুরু সেখান থেকে mouse এর left ক্লিক করে ধরে রেখে মানে drag করে টিউন এর শেষ পর্যন্ত যান।দেখবেন drag করা জায়গা mark হয়ে গেছে।এবার, mark করা লেখাতে right ক্লিক করুন।তারপর,copy করুন।তারপর, microsoft word খুলে paste করুন। ১ মিনিট এর মদ্ধে দেখবেন paste হয়ে গেচে।এবার save করে রাখুন।

amar email [email protected] pls help me about this

আমার মতো new comer দের জন্য এ ধরনের টিউন গুলো কার্যকরী……..

আর এক পর্ব শূরু করার জন্য ধন্যবাদ

Level 2

donnobad. Bhay amar com. A nicer j akta tan dawa jay ta assa na. Tan gulu gula dakhay capla kaj korana.

Level 0

সাবিহা আপু কেমন আছেন ? আশা করি ভাল আছেন । এমন একটা সময় আমার ছিল আমি শুধু আপনার পড়াই পড়ে যেতাম আর ভাবতাম যারা আপনার লেখা পড়ে বিভিন্ন কমেন্ট করে তারা মনে হয় আপনার অনেক কাছের আর আমি সেই সময়ে টিটিতে ID মানে আমার একটা Account ই খুলতে পারি নি , যার কারনে আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি নি । আর এইরমক করে হয়তো বা অনেকে আপনার /আপনাদের লেখা পড়েই যায় কিন্তু কমেন্ট করতে পারেনা এমন ও আরেক দল আছে যাড়া পড়েই যায় কিন্তু এতই সময় হিসাব করে একটু কমেন্ট করতে তারা কিপটামি করে । যাই হো আপনাকে আর টিটিতে দেখিনা কোন বিষয় নিয়ে লিখতে আপনি কি আর কোন বিষয় নিয়ে লিখবেন না????

আর কেউ না থাকলেও আমি আছি