কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি Microsoft office word এর উপর ধারাবাহিক টিউন শুরু করব।
আপনারা যদি চান তবে অফিস এর উপর পুরো টিউটোরিয়াল করব।আপনাদের মতামতের আশায় বসে রইলাম।
আজকে Microsoft office word এর উপর প্রথম টিউন টি করলাম।
***প্রথমে Microsoft office word open করুন।তারপর,যেকোন লেখা টাইপ করুন।যেমনঃ techtunes is my favourite web address.
***এরপর, লেখাটিকে সিলেক্ট/mark করুন।
***এবার, format>font এ ক্লিক করুন।
***দেখবেন,একটি dialog box আসবে।তাতে, size 22 সিলেক্ট করে ok ক্লিক করুন।
***দেখুন, word এর size টি বড় হয়ে গেছে।
***আবার,লেখাটিকে সিলেক্ট করে format>font এ ক্লিক করুন।
***এবার,
১, font এর বক্স এ বিভিন্ন style সিলেক্ট করলে লেখার স্টাইল change হবে।
২, এবার font style বক্স থেকে যেকোন style সিলেক্ট করুন।
৩, font color থেকে যেকোন color সিলেক্ট করুন।
৪, preview তে দেখুন আপনার এই style গুলো change করার ফলে কেমন দেখা যাচ্ছে।
৫, এবার, ok ক্লিক করুন।
***দেখুন, আপনার লেখাটি কেমন দেখাচ্ছে।
***তারপর, file>save এ ক্লিক করে যেকোন যায়গায় সেভ করুন।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ভাল টিউটর…. নববর্ষ ১৪১৮ এর শুভেচ্ছা আপনাকে