Laravel হল PHP দিয়ে তৈরী একটি Open Source অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। ২০১১ সালে রিলিজ হওয়া এই PHP ফ্রেমওয়ার্কটির জনপ্রিয়তা এতটা বেশি যে, পিএইচপি প্রেমী ছাড়াও বর্তমানে চাকুরী বাজারে এই ফ্রেমওয়ার্কে কাজ পারাটা হয়েছে উঠেছে বড় গুন। তাই নতুনদের এটি শেখার ক্ষেত্রে আগ্রহের কমতি নেই।
তবে বলে রাখা ভাল যে, এটি শিখতে হলে বা PHP যেকোন ফ্রেমওয়ার্ক শিখতে হলে আপনার Basic ও Object Oriented PHP এর ভাল জ্ঞান থাকতে হবে। না হয় ব্যাপারটি হবে আপনি বর্ণমালা না শিখে ভাষা শিখতে যাওয়ার মত। যতটুকু দেখবেন, শিখবেন ঠিক ততটুকু জ্ঞানে সীমাবদ্ধ থাকতে হবে।
আমি Nilmon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।