ফটোশপ জোন(পর্বঃ২৬- স্ক্রু তৈরি)

ফটোশপ জোন

স্ক্রুর প্রয়োজন আমাদের লাইফে কতখানি তা তো আমরা সবাই জানি। আর একারণেই মাথা থেকে যদি একটা স্ক্রুও খুলে যায় তাহলে কি সমস্যায় পড়তে হয় তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আসুন আমরা তাই আজ একটি  স্ক্রু তৈরি করি, যেনো হারানো স্ক্রুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। 🙂 মজা করলাম। হ্যা বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব, কিভাবে স্ক্রু তৈরি করা যায়।

প্রথমে একটি ডকুমেন্ট খুলুন। elliptical marquee টুল দিয়ে shift ধরে একটি বৃত্ত তৈরি করুন। shift ধরার ফলে পারফেক্ট বৃত্ত পাবেন।

সাদা ও কালো রংকে যথাক্রমে ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করুন। গ্রাডিয়ান্ট টুল দিয়ে নিচের মত দেখানো ডিরেকশানে ড্র্যাগ করে গ্রাডিয়ান্ট টানুন।

এ বৃত্তটির কপি তৈরি করে নতুন লেয়ার তৈরি করে তাতে পেষ্ট করুন। ব্যাকগ্রাউন্ড লেয়ারট hide করে দিন।

এবার নতুন আরেকটি লেয়ার নিয়ে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে কিছুটা হালকা ধূসর রঙ দিয়ে ফিল করুন।

blending option থেকে এর জন্য নিচের মত inner shadow এর মান নির্ধারন করুন।

এইতো হয়ে গেলো

layer-> merge visible কমান্ড দিন। ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকি লেয়ারগুলো এক লেয়ারে পরিণত হবে।

ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম মোড আনুন ,তা দিয়ে স্ক্রুকে ছোট করে দেখুন। আমি এর কয়েকটি কপি তৈরি করলাম।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান।সাথে আছি।
বরাবরের মত জতিল হইছে।

    Level 0

    ধন্যবাদ।

Level 0

দারুন হইছে আপনার সাথে আর টেকটিউনস এর সাথে সবসময় আছি ভালথাকবেন

    Level 0

    ধন্যবাদ। 🙂