“আসুন শিখি Microsoft powerpoint part-16”

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আমি চাচ্ছি আজকের মাঝে এই ধারাবাহিক টিউনটি শেষ করব।আপনারা সাথে থাকবেন।

আজকে আমার powerpoint এর উপর ১৬তম টিউন।

আজকে আপনাদের দেখাব কিভাবে action button বানাতে হয়।আর তাতে ডাটা entry করা যায়।

***প্রথমে,file>open এ ক্লিক করুন।তারপর,আপনার powerpoint এর file টি open করুন।

***এরপর,slide show>action buttons এ ক্লিক করুন।তারপর,আমার মত একটি icon সিলেক্ট করুন।

***এবার screen এ মাউস একবার ক্লিক করলে দেখবেন দেখবেন icon টি চলে এসেছে।আর,একটি dialog box আসবে।

***তারপর, hyperlink to এর নিচে next slide select করুন।তারপর, ok ক্লিক করুন।

***তারপর,আবার slide show>action buttons এ ক্লিক করে আরেকটি icon সিলেক্ট করুন।

***এবার last slide সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখুন icon টি বানানো হয়ে গেছে।

***এবার slide show>view show তে ক্লিক করুন।slide show চলাকালীন সময়ে একটি button এ ক্লিক করলে সামনের স্লাইড এ যাবে।আরেকটাতে ক্লিক করলে last slide এ চলে যাবে।

কেমন লাগল জানাবেন।ভাল থাকবেন সবাই।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেন ভাই, এত তাড়া কিসের? 😛 ধীরে ধীরে করেন। আমরা তো আছিই। হা হা

    ভাই আর ৩ part বাকি।তারপর,আরেকটা শুরু করব।

powerpoint তো বেশ ভাল শিখালেন… তারপর কি শিখাবেন?

    microsoft word,তারপর, যদি বেচে থাকি তবে video editing/flash.

ভাই আপনাকে অনেক ধন্যবাদ,
আমি কিন্তু আপনার কাছ থেকেই পয়েন্ট শিখলাম।
চালিয়ে যান
word এর টুকটাক কাজ কাজ সবাই ই পারে।
আশা করি আপনার মত টিচার exclusive কিছু শেখাবে।

    ভাই flash শুরু করি।সাথে word টাও চালাই।কী বলেন।

Level 0

Office অনেক আগে শিখেছিলা । আপনার ধারাবাহিকতা শেষ পর্ব দেখে মনে হচ্ছে আবার আমি প্রথম থেকে শুরু করব। ধন্যবাদ

আমাদের জন্য এত কষ্ট করার জন্য ধন্যবাদ।আর টউন কেমন হয়েছে সেটা আর বলতে হবেনা।

    আপনার comment গুলো আমার খুব ভালো লাগে।

সবগুলো টিউন একত্রে pdf আকারে দেয়ার কথা ছিল। ভুলে যাবেননা কিন্তু……

আচ্ছা, প্রথমে যে screenshot টা দিয়েছেন মানে ঘোড়ার উপর যে একটা মেয়ে বসা ওটা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন ? তবে সত্যি কথা বলতে এই ধরণের picture আমি আবার একটু বেশি পছন্দ করি । এরকম কিছু wallpaper আমি জোগাড় করেছি । এবং techtunes এ একটা টিউনও করেছি । অনেকে download করেছে । লিঙ্কটা হল : https://www.techtunes.io/download/tune-id/76870/

Level 0

পাওয়ার পয়েন্ট এত সহজ? এইবার এক্সেস শিখান।