আপনার ফোন নষ্ট হয়ে গেছে! টাচ রেসপন্স করছে না! অনেক ইম্পরট্যান্ট ডাটা রয়ে গেছে! চিন্তার কোন কারণ নেই, আপনার গুরুত্বপূর্ণ ডাটা উদ্ধার করুন সহজেই FonePaw Broken Android Data Extraction ব্যবহার করে

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

আমারা প্রায় সবাই আমাদের স্মার্টফোন এর স্ক্রীন ভেঙ্গে গেছে, পানিতে পরে ফোন নষ্ট হয়ে গেছে অথবা স্কিন কালো হওয়ার এই সমস্যার সম্মুখীন হয়েছি। আর যখন এই অনিবার্য ঘটনা ঘটবে তখন সাধারণত ফোনের চেয়ে সবচেয়ে বেশি চিন্তার কারণ হল এতে সংরিক্ষিত ডাটা হারানো। তবে চিন্তার কোন কারণ নাই, এই পরিস্থিতিতে আপনার প্রয়োজনীয় মূল্যবান ডেটা এক্সট্রাক/উদ্ধার করতে পারবেন।

যদি আপনার সকল ডাটা এসডি কার্ডে সংরক্ষণ করা থাকে তাহলে এক্সট্রাক/উদ্ধার করা খুবই সহজ, আপনি শুধু মেমরি কার্ডটি বের করে আনবেন এবং এটি কম্পিউটারে অথবা অন্য মোবাইলে ইন্সার্ট করলেই সকল ডাটা সহজেই এক্সট্রাক/উদ্ধার করতে পারবেন। তবে আপনি স্বাভাবিক ভাবে আপনার কন্ট্রাক্ট, ম্যাসেজ, কল লগ, অ্যাপ্লিকেশন ডেটা, ছবি এবং অডিও-ভিডিও ফাইলগুলি ফোন ম্যামরি এবং এসডি কার্ডে উভয়ের সমন্বয়ে স্টোর করে থাকেন।

আর ফোন ম্যামরি সহজেই এসডি কার্ড এর মত সরানো সম্ভব নয়, কারণ এটি ফোনের মাদারবোর্ডে ফিক্সড ভাবে লাগানো থাকে। ফোন ম্যামরি থেকে ডাটা এক্সট্রাক/উদ্ধার করার সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনার কম্পিউটারে একটি নির্ভরযোগ্য থার্ড পার্টি ডাটা এক্সট্রাকশন অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে ডিভাইস এর ডাটা এক্সট্রাক/উদ্ধার করা।

একটি Android ডিভাইস থেকে  ডাটা এক্সট্রাক/উদ্ধার করার জন্য অনেক টুলস রয়েছে। আমি অ্যান্ড্রয়েডের জন্য FonePaw Broken Android Data Extraction টুলকিট ব্যবহার করবো কেননা সহজ ইউজার ইন্টারফেস এবং বিশাল সংখ্যক ডিভাইস সাপোর্ট করে যার ফলে এটি সহজেই সবাই ব্যবহার করতে পারে। আর সহজেই আপনার কন্ট্রাক্ট, কল লগ, ম্যাসেজ, ফটো, ভিডিও, অডিও, হোয়াটসঅ্যাপ, ইত্যাদি এর ডাটা ব্রিকড স্যামসাং ফোন / ট্যাবলেট (কাজ করে না বা ভাঙ্গা) থেকে এক্সট্রাক/উদ্ধার করতে পারবেন নিরাপদে। নিম্নে ছবিতে দেখানো পরিস্থিতিতে আপনি আপনার ফোনের ডাটা এক্সট্রাক/উদ্ধার করতে পারবেন।

আমার Android ফোন কি সাপোর্ট করবে?

এই প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে, FonePaw Broken Android Data Extraction এর বর্তমান ভার্সন শুধুমাত্র স্যামসাং ডিভাইসগুলিকে সাপোর্ট করে, তবে পরবর্তি ভার্সনে আরও অনেক নতুন ডিভাইস সাপোর্ট করবে। আপনর ডিভাইস এর মডেল সাপোর্ট করে কিনা জানতে, এখানে  ক্লিক করুন

সিস্টেম রিকয়ারমেন্টস এবং ফাইল সাপোর্ট

FonePaw Broken Android Data Extraction অ্যাপ্লিকেশান টি উইন্ডোজ অপারেটিং এর সকল ভার্সন সাপোর্ট করে এবং সকল ধরনের ফাইল ফরমেট এক্সট্রাক/উদ্ধার করতে পারে। আর FonePaw Broken Android Data Extraction অ্যাপ্লিকেশান ফ্রি এবং পেইড দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে, পেইড ভার্সন কিনতে আপনাকে  $39.95 বা ৳৩৩৬৭ টাকা গুনতে হবে। তাই আপনাদের কে আগে ফ্রি ভার্সন ব্যবহার করার পরামর্শ দিব কেননা এর মাধ্যমে আপনি আপনার সকল চাহিদা পূরণ হলেই আপনি পেইড ভার্সন ক্রয় করবেন অন্যথায় নয়। আর নিচের ছবিতে লক্ষ করুন, তাহলে ভালো ভাবে বুঝতে পারবেন।

যে ধরনের ডাটা Extract করা যাবে

আপনি আপনার নষ্ট হয়ে যাওয়া ফোন থেকে সব ধরনের ডাটা উদ্ধার করতে পারবেন। সব ধরনের ডাটা বলতে একটি ফোনে যত ধরনের ফাইল থাকে তা সবই উদ্ধার করতে পারে, যেমনঃ

  • কল লগ
  • ম্যাসেজ এবং অ্যাট্যাচমেন্ট
  • ফটো
  • অডিও এবং ভিডিও
  • ডকুমেন্টস
  • WhatsApp এবং অ্যাট্যাচমেন্ট ইত্যাদি।

যেভাবে আপনার নষ্ট ফোন থেকে ডাটা উদ্ধার করবেন

আমি আপনাদেরকে চারটি ধাপের মাধ্যমে আপনার নষ্ট ফোন থেকে ডাটা এক্সট্রাক করবেন তার সম্পুর্ন প্রসেস দেখাব, যথাক্রমেঃ

  • ধাপ ১ঃ আপনার স্যামসং ডিভাইস পিসিতে কানেক্ট করুন
  • ধাপ ২ঃ একটি উপযুক্ত অপশন সিলেক্ট করুন
  • ধাপ ৩ঃ আপনার স্যামসং ডিভাইস এর ডাউনলোড মোড এ যান
  • ধাপ ৪ঃ আপনার নষ্ট ফোন থেকে ডেটা উদ্ধার করুন

নিম্নে প্রত্যেকটি ধাপের বিস্তারিত আলোচনা করা হলঃ

ধাপ ১ঃ আপনার স্যামসং ডিভাইস পিসিতে কানেক্ট করুন

FonePaw Broken Android Data Extraction অ্যাপ্লিকেশান টি চালু করুন এবং আপনার স্যামসাং ফোনটি পিসির সাথে সংযোগ করুন। এখন আপনাকে একটি পপ-আপ নোটিফিকেশান এর মাধ্যমে ডিবাগিং অপশন এনাবেল করতে বলবে, কিন্তু আপনার ফোনের স্কিন ভাঙ্গা এবং টাচ রেসপন্স না করলে আপনি এই Broken Android Data Extraction অপশন সিলেক্ট করার  মাধ্যমে ডিবাগিং অপশন এনাবেল করতে পারবেন।

ধাপ ২ঃ একটি উপযুক্ত অপশন সিলেক্ট করুন

এখন অ্যাপ্লিকেশান এর দেখানো গাইড পড়ুন এবং আপনার ক্ষেত্রে কোনটি উপযুক্ত অপশন তা সিলেক্ট করুন। যদি আপনার ফোনের "broken screen, black screen, unresponsive screen, or screen cannot be touched/tapped" এই সমস্যা থেকে থাকে তাহলে বাম পাশের, "স্টার্ট" বাটনে ক্লিক করুন। আর যদি আপনার ফোন ড্যামেজ বা ডেড হয়ে থাকে তাহলে ডান পাশের, "স্টার্ট" বাটনে ক্লিক করুন।

দ্রষ্টব্য: আপনার ফোন / ট্যাবলেট এর সিস্টেম ক্র্যাশ হয়ে গেলে, এটি ঠিক করতে "Fix Device" এ ক্লিক করুন।

আপনি যদি আগে "স্টার্ট" অপশনে টিক করেন তবে আপনাকে ডিভাইসের নাম এবং ফোন মডেলটি নির্বাচন করতে হবে। ইতিমধ্যে আপনি আপনার ডিভাইসের নাম এবং ফোন মডেলটি সিলেক্ট করেছেন এখন আপনি পরের ধাপে যেতে "confirm" বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ আপনার স্যামসং ডিভাইস এর ডাউনলোড মোড এ যান

আপনার স্যামসাং ফোনের ডাউনলোড মোড এ যেতে হলে, প্রথমে ফোনটি অফ করুন, তারপর ভলিউম ডাউন বাটন+হোম বাটন+পাওয়ার বাটন একত্রে প্রেস করে ধরে রাখুন এবং এখন ভলিউম আপ বাটন ক্লিক করে ডাউনলোড মোড এ প্রবেশ করুন। এখন বাটনে ক্লিক করুন এবং এটা আপনার ডিভাইসের কন্টেন্ট অটোম্যাটিক ভাবে স্ক্যান করা শুরু করবে। আপনার নিচের ছবিটি দেখলে আপনারা আরও সহজেই বুঝতে পারবেন।

ধাপ ৪ঃ আপনার নষ্ট ফোন থেকে ডেটা উদ্ধার করুন

স্ক্যান শেষ হওয়ার পরে, আপনার নষ্ট ফোন / ট্যাবলেটের সম্ভাব্য সমস্ত রিকভারি ফাইল শো করবে ফলে আপনি রিকভারি ফাইলগুলো প্রিভিউ করে দেখতে পারবেন এবং "Recover" বাটনে ক্লিক করে ফাইলগুলো পুনরুদ্ধারের জন্য ফাইল সিলেক্ট করুন। এছাড়াও, রিকভারি করা ডাটা আপনি অন্য ডিভাইসে অনুলিপি করতে পারবেন।

অতিরিক্ত কিছু ফিচার

আপনি এই FonePaw Broken Android Data Extraction অ্যাপ্লিকেশান এর মাধ্যমে আরও কিছু অতিরিক্ত ফিচার উপভোগ করতে পারবেন। আর তা হল যথাক্রমে Android Data Recovery এবং Android Data Backup & Restore এই দুটি ফিচার। নিম্নে এই দুটি ফিচার এর সংক্ষিপ্ত আলোচনা করা হলঃ

Android Data Recovery

আপনার নাম দেখেই নিশ্চিই বুঝে গেছেন যে এই ফিচার এর কাজ কি? হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার Android ফোনের ডিলিট হওয়া ফাইল রিকভারি করতে পারবেন সহজেই।

Android Data Backup & Restore

এটার কাজ সম্পর্কেও আপনারা আগে থেকেই অবাগত, এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার Android ফোনের সকল ডাটা ব্যাকআপ করে রাখতে পারবেন এবং একই সাথে সেই ডাটা রিস্টোর করতে পারবেন খুবই সহজে।

আজকে এই পর্যন্তই আর আপনাদের যে কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট এ জিজ্ঞাসা করুন, টিউন জোস করুন, টিউন শেয়ার করুন, আর টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস