জেনে নিন কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

জেনে নিন কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন তা জানার আগে জেনে রাখুন youtube হল বিশ্বের দ্বতিয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। ১ম হল গুগল।

সাম্প্রতিক জিও ৪জি আসার পর ইন্টারনেট জগতে খুব কম সময়ে বিরাট  আলোড়ন সৃষ্টি করেছে। জার ফলে আগের থেকে অনেক বেশি সংখ্যক লোক জন ইন্টারনেটের সংস্পর্শে এসেছে এবং আসছে।

ইটারনেটের চাহিদা বাড়ার সাথে সাথে ইন্টারনেট বর্তমানে মানুষ জনের কাছে সব কিছু জানার এবং শিখার একটি সহজ রাস্তা খুলে দিয়েছে। তাই আজকের দিনে প্রায় সবাই কিছু ন্তুন জানার বা শিখার জন্য অনলাইনে ভিড় জমিয়েছে।

প্রায় প্রতিনিয়ত জ্ঞ্যান পিপাশু লোকেরা গুগল এবং ইউটিউব এ কিছু না কিছু সার্চ করে চলেছে। আর গুগল এবং ইউটিউব ভিজিটর এর প্রয়োজন অনুসারে তথ্য দিয়ে চলেছে।

কিন্তু বেসিরভাগ ভিজিটর এখন গুগল আরটিকল পড়ার চেয়ে ইউটিউব এ ভিডিও দেখতে বেসি ভালোবাসছে।

কারন ইউটিব এ প্রয়োজন অনুযায়ী বিনোদন থেকে শুরু করে সব কিছুই একটি মাজাদার পরিবেশন এর মাধ্যমে ভিজিটরকে তৃপ্তি প্রদান করছে।

তাই দিনে দিনে ইউটিউব এর চাহিদা বেড়েই চলেছে। ফলে ইউটিউব কেরিয়ার গড়ার সুযোগ ও সুবর্ণ হয়ে উঠছে।

কেন বানাবেন ইউটিউব চ্যানেল?

শুনলে অবাক হবেন এখন অনেকেই চাকুরি করে অন্যের গোলামি করার চেয়ে কেরিয়ার হিসাবে ইউটিউব এবং ব্লগিং কে বেছে নিয়েছেন কোটি কোটি মানুষ।

আর সত্যি তারা কামাচ্ছেও দারুন পরিমাণে। এমন কিছু ইউটিউবার ব্লগার আছেন যারা প্রতি দিন ১০০০-২০০০ ডলার পর্যন্ত কামাচ্ছেন হ্যাঁ প্রতি দিন।

আপনিও জদি এই রকম স্বনির্ভর হতে চান তাহলে তাহলে আপনিও শুরু করতে পারেন ইউটিউবিং বা ব্লগিং।

ব্লগিং কিভাবে শুরু করবেন জানতে হলে এখানে ক্লিক করুন

কি কি প্রয়োজন একটি ইউটিউব চ্যানেল বানাতে

  1. একটি স্মার্টফোন/ক্মপিউটার
  2. দ্রুত ইন্টারনেট সংযোগ
  3. একটি ই মেল আইডি
  4. সৃজন শিলতা

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

প্রথমে ইউটিব এ ভিজিট করুন। এই রকম স্ক্রিন দেখতে পাবেন। এবার Sign In এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন
কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

এবার আপনার মেল আই ডি দিয়ে Next এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

পাশওয়াড় টাইপ করে Next এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

এবার আপনার সামনে ইউটিব এর লগ ইন হয়ে থাকা স্ক্রিন আসবে। এতে আপনার প্রোফাইল আইকন এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

প্রোফাইল আইকন এ ক্লিক করলে এই রকম কয়েকটি অপ্সান দেখতে পাবেন এতে। My Channel  এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

এখানে আপনার চ্যানেলের নাম লিখুন এবং Create Channel এ ক্লিক করুন।

কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন
কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন

নিন আপনার ইউটিউব চ্যানেল তৈরি। এবার  Customize Channel  এ ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল এর প্রোফাইল ফটো এবং কভার ফটো আপ্লোড করুন।

“৩” নং ভিডিও আইকনটিতে ক্লিক করুন। একটি ভিডিও আপলোড করার জন্য।

ভিডিও আপ্লোড বাটন এ ক্লিক করুন।

বেছে নিন আপনার ভিডিও ফাইল ম্যানেজার থেকে।

ভিডিও ফাইল সিলেক্ট করে ওকে করলে এই স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনার ভিডিও ১০০% আপ্লোড হয়ে গেলে, ভিডিও টাইটেল, ডেস্ক্রিপ্সন, ট্যাগ লিখে Publish এ ক্লিক করুন।

Publish করার আগে জেনে নিন কি ধরনের ভিডিও টাইটেল, ডেস্ক্রিপ্সন, ট্যাগ লিখলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে।

এখানে ক্লিক করে জেনে নিন

আশা করি টিউনির মাধ্যমে আপনাকে কিঞ্চিৎ সাহাজ্য করতে পেরেছি। আপনি জদি আমার টিউন পড়ে উপকৃত হন তাহলে আমি নিজেকে সফল বলে মনে করব। পোস্টটি কেমন লাগলো টিউমেন্ট করে জানান। ধ্ন্যবাদ।

Level 1

আমি মহিম কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 90 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস