Source: Tech Pagla বাংলা টেক ব্লক।
আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে। তাছাড়া পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুক, টুইটার, লিংকইডইনে শেয়ার করতে ভুলবেন না।
এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
আজকে আমি আপনাদের দেখাব (create a thumbnail from your uploaded video) অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিও এর কারেন্ট পজিশন বা ভিডিও এর ভিতর থেকে একটা “thumbnail” পছন্দ করা।
আপনি কিভাবে ভিডিও এর ভিতর থেকে একটা “thumbnail” পছন্দ করে নিতে পারেন?
এর জন্য প্রথমে আপনাদের একটা ভিডিও আপলোড করতে হবে। ভিডিওটি আপলোড করার পর যদি আপনার “thumbnail” পছন্দ না হয়, তাহলে এডিট অপশনে ক্লিক করে ভিডিওটি ওপেন করে নিবেন।
ভিডিওটি ওপেন করলে “create thumbnail” একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ভিডিওটি প্লে হবে। আপনার পছন্দ করা স্ক্রীনকে “thumbnail” বানানোর জন্য ভিডিওটাকে পুশ করে “Next” অপশনে ক্লিক করবেন।
“Next” ক্লিক করলে “Add text” অপশন এর একটা বক্স দেখতে পাবেন। এখানে আপনার টেক্সট লিখে “Add text” ক্লিক করে আপনার সিলেক্ট করা জায়গায় মুভ করে রাখতে পারবেন।
আবার “Next” বাটনে ক্লিক করলে “thumbnail” টা ইউটিউবে, ফেসবুকে, টুইটারে কেমন দেখাবে সেটা চলে আসবে। এরপর “save thumbnail” এ ক্লিক করে ক্লোজ করবেন।
আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারব আমাদের ভিডিওএর “thumbnail” পরিবর্তন হয়েছে। এভাবে আপনাদের ভিডিও গুলোর খুব সহজে “thumbnail” সেট করে নিতে পারেন।
দৃষ্টি আকর্ষনঃ দক্ষ ডিজিটাল মার্কেটার ও বেকার সমস্যা সমাধানে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি গাইডলাইনের আয়োজন করেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বৃদ্ধি করতে আমাদের “ডিজিটাল মার্কেটিং গাইডলাইন” গ্রুপে জয়েন করুন। এখানে ধারাবাহিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর শিক্ষনীয় ভিডিও টিউটরিয়াল এবং সবার সমস্যা নিয়ে সমাধানমূলক গাইডলাইন ভিডিও প্রদান করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং গাইডলাইন গ্রুপে অংশগ্রহন করতে এখানে ক্লিক করুন এবং ফর্মটি বুঝেশুনে পূরন করুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/riadkhan
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ bestitcenter.com
ফেসবুক পেইজঃ fb.com/bestitcenter
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/bestitcenter
টুইটার একাউন্টঃ twitter.com/bestitcenter
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/bestitcenter
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/bestitcenter
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি রিয়াদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংক্ষেপে, নিজেকে একজন অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে। আমি ২০১১ সাল থেকে অনলাইন মার্কেটিং বিষয়ক কাজ গুলার সাথে জড়িত আছি। যেমনঃ ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ইত্যাদি। মানুষকে সহযোগীতা করতে পারলে নতুন কিছু শিখাতে পারলে খুব ভাল লাগে।Best IT Center আমার নিজস্ব...