ফটোশপ জোন ( পর্বঃ২২- আলো ফেলে টেক্সটকে করুন আলোকিত )

ফটোশপ জোন

বন্ধুরা, কেমন আছেন সবাই ? ফটোশপের ২২তম পর্বে আপনাদের জানাই স্বাগতম। আপনারা জানেন আমি ইতোমধ্যে ইমেজ এডিটিং পর্ব শেষ করে ফটোশপে টেক্সট ইফেক্ট নিয়ে ধারাবাহিক পর্ব শুরু করেছি। এখন প্রশ্ন জাগতে পারে, টেক্সট ইফেক্ট শিখে লাভটা কি হবে ? লাভ আছে। আর তা হল, এর টেক্সট ইফেক্ট টিউটোরিয়ালের মাধ্যমেই আপনারা ফটোশপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিজের ক্রিয়েটিভিটি বা চিন্তাশক্তি প্রয়োগ করে নিজেই একেক ধরনের ডিজাইন তৈরি করার উপায় রপ্ত করবেন যা ভবিষ্যতে ওয়েব ডিজাইনিং বা অন্যান্য কাজে প্রয়োজন হবে।

বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম গ্লাস টেক্সট তৈরির উপায়। আজ দেখাব, সেই টেক্সট এর উপর কিভাবে আলোর ইফেক্ট দেয়া যায়। অর্থাৎ দেখতে যেনো এমন মনে হবে যে, বাইরে থেকে জানালা গলে আলো টেক্সট এর উপরে পড়ছে।

আগের পর্বের টেক্সটটি খুলুন।

সব লেয়ারের উপরে নতুন আরেকটি লেয়ার তৈরি করুন। এই লেয়ারে rectangular marquee tool  দিয়ে নিচের মত সিলেকশান তৈরি করে সাদা রঙ দিয়ে ফিল করুন।

এখন ctrl+c এবং ctrl+v চেপে এর কয়েকটি কপি তৈরি করুন।

এরপর একটি কপি সিলেক্ট করুন। ctrl+t প্রেস করে এটিকে ট্রান্সফর্ম মোডে এনে rotate করে নিচের মত করুন।

এখনই enter প্রেস করবেন না। দুপাশের এঙ্কর পয়েন্টগুলো টেনে এটি লম্বা করুন।

নিচের মত করে perspective সিলেক্ট করুন।

এখন চার কোণার এঙ্কর পয়েন্ট চারটি টেনে নিচের মত করুন।

Enter প্রেস করে একে নিচের মত স্থাপন করুন।

বাকি লেয়ার গুলোকেও নিচের মত করুন।

সবেচেয়ে উপরের সাদা রঙের লেয়ারটি সিলেক্ট করে ctrl+E প্রেস করুন। ফলে লেয়ারটি এর নিচের লেয়ারের সাথে জোড়া লেগে যাবে। এভাবে বারবার ctrl+E প্রেস করে সবগুলো সাদা রঙের লেয়ারগুলো জোড়া লাগান।

এখন লেয়ারের মোড হিসেবে overlay সিলেক্ট করুন এবং opacity এর জন্য কম মান নির্ধারন করুন।

আর একটু কাজ আছে। নতুন লেয়ার তৈরি করুন (সব লেয়ারের উপরে) । সফট রাউন্ডের বড় সাইজের কোনো ব্রাশ সিলেক্ট করে সাদা রঙ দিয়ে ডকুমেন্টের কোণায় নিচের মত একটি ক্লিক করুন।

এই লেয়ারের মোড দিন overlay এবং opacity হিসেবে আপনার পছন্দমত সামঞ্জস্যপূর্ণ মান।

এইতো আলো জানালা দিয়ে এসে পড়ছে টেক্সটের উপরে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বরাবরের মত সুন্দর………..
ধন্যবাদ আপনাকে

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। 🙂

Level 0

ভালই খুব সুন্দর……
ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

ভা ই আপনি এত কষ্ট করে টিউন করেন অথচ কেউ আপনার টিউনে মন্তব্য করে না। কষ্টটা আমার এই জায়গায লাগে। আপনি তো কোন টাকা চান না শুধু চান ভালো মন্বব্য করে আপনাকে উংসাহিত করুক। কিন্ত আপনি ভেঙ্গে পড়বেন না। আপনার প্রতিদান আপনি একদিন ঠিকই পাবেন।

    Level 0

    হা হা হা, ভাই কিছুটা ভুল বললেন, কারণ আমার টিউনের আসল উদ্দেশ্য কারো মন্তব্য পাওয়াও না,তা না হলে এত পর্ব লিখতাম না। এক্ষেত্রেই অন্য টিউনারদের সাথে আমার পার্থক্য। তবে যারা কমেন্ট করেন আমি তাদের কমেন্টকে যথেষ্ট গুরুত্ব দিই,আর এজন্যি প্রতিটা কমেন্টেই রিপ্লাই করি। তবে আমার অন্য উদ্দেশ্য আছে, আর তা গোপনই থাক। 😉

Level 0

কথাটা যখন গোপন তখন এভাবে না বলাই ভাল ছিল।

    Level 0

    কথাটা শুনতে খারাপ শুনালেও উদ্দেশ্য খারাপ না। সুতরাং সমস্যা নেই।

মিঠু মামা,

ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ,

Level 0

আমার একটা CDMA মডেম আছে। কিন্তু ঐ মডেমটার Driver Software নাই। মডেমটা TIAN TUO XIN DIAN CDMA Technologies এর। এর Driver Software পাবার পদ্ধতি বলবেন প্লিজ।
আমি সাহায্য চাই বিভাগে এটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্ত পারি নাই। এ বিভাগে পোস্ট করছিলাম কিন্তু তা ড্রাফট হয়ে আছে। এ বিভাগে পোস্ট করতে পারলে ছবি সহ দিতে পারতাম।
এমন কি পদ্ধতি আছে যা দিয়ে আমি মডেমের Driver Software এর থেকে রেহাই পেতে পারি।
Help me please.
[email protected]

    আপ্নের লিনাক্স ইউজ করা ছাড়া দেখছি আর কোন উপায় নাই। এই তো গতকাল আমার এক ফ্রেন্ড মোবাইলকে মডেম হিসেবে ইউজ করতে চাইল। কিন্তু ড্রাইভার নাই। পরে লিনাক্স-মিন্ট দিয়ে কিভাবে ড্রাইভার ছাড়াই ইন্টারনেট কানেক্ট করা যায়, তা দেখিয়ে দিলাম।

গোপন উদ্দেশ্যটা মনে হয় আমি জানি। 😉 টিউন ভালো হয়েছে। চালাতে থাকেন…

    Level 0

    আরে,ভাই আপনি এতদিন কোথায় ছিলেন!!!! জানতেই পারেন 😉

nice tune………….

    Level 0

    tnks

    Level 0

    ভাই আমি অনেক কমেন্টস করছি কিন্তু বুজতেছি না শো করতে ছে না কেন । মিঠু ভাইঁয়ের টিউনস গুলো অনেক ভাল হইছে হয়ত এই টিউনস গুলো না পাইলে আমার ফটোশপ শেখা অনেকটা কম থাকত মিঠু ভাই আপনার মোবাইল নম্বর টা দিবেন তাহলে অনেক উপকার হত

    Level 0

    আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, টিউন গুলো কাজে লাগছে জেনে খুশি
    হলাম। আসলে ব্যক্তিগত কারনে আমি আপাতত আমার মোবাইল নাম্বার কেউকে দিচ্ছি
    না, তার চেয়ে বরং আপনি ফেসবুকে কন্টাক্ট করতে পারেন, দেখা হবে, ধন্যবাদ।
    🙂

Level 0

thank you for your tunes.

Level 0

thanks