প্রিয় টেকটিউনস এর বন্ধুগণ কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে করব ইউটিউব এর কীবোর্ড শর্টকার্ট নিয়ে। যারা ইউটিউবে একদম নতুন বা কীবোর্ড শর্টকার্ট ব্যবহার করে কিভাবে ইউটিউব ব্যবহার করতে হয় জানেন না তাদের জন্য আমার এই টিউন। তাহলে বন্ধুগণ চলুন শুরু করা যাক।
কীবোর্ড শর্টকাট | ফাংশন |
Spacebar | ভিডিও Play/Pause করা যায়। অনেক সময় Space bar চাপলে ভিডিও Play/Pause হওয়া বাদ দিয়ে পেজ স্ক্রল করে নিচের দিকে চলে যায়। |
Play/Pause | ভিডিও Play/Pause করা যায়। |
k | ভিডিও Play/Pause করা যায়। আমি সব সময় এটি ব্যবহার করি। |
Stop | ভিডিও বন্ধ করা যায়। |
Left/Right তীর চিহ্ন | ভিডিওর ৫ সেকেন্ড পূর্বে এবং পরে যাওয়া যায়। |
j | ভিডিওর ১০ সেকেন্ড পূর্বে যাওয়া যায়। |
l | ভিডিওর ১০ সেকেন্ড পরে যাওয়া যায়। |
Home/End | ভিডিওর প্রথম এবং শেষ সেকেন্ডে যাওয়া যায়। |
1-9 | ভিডিওর ১০% থেকে ৯০%-এ সরাসরি যাওয়া যায়। |
0 | ভিডিওর প্রথমে যাওয়া যায়। |
Up/Down তীর চিহ্ন | ভিডিওর ভলিউম ৫% বাড়ানো অথবা কমানো যায়। |
m | ভিডিওর ভলিউম বন্ধ করা যায়। |
/ | সার্চ বক্সে যাওয়া যায়। |
f | ফুল স্ক্রীন মোডে যাওয়া যায়। আবার একই বাটন চেপে ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়। Esc বাটন চেপেও ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়। |
t | থিয়েটার মোডে যাওয়া যায়। |
i | মিনিপ্লেয়ার চালু করা যায়। |
c | ভিডিওর ক্যাপশন এবং সাবটাইটেল চালু অথবা বন্ধ করা যায়। |
Shift+N | এর মাধ্যমে পরবর্তী ভিডিওতে যাওয়া যায়। (যদি একটি প্লেলিস্ট থেকে ভিডিও প্লে করা হয় তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিও প্লে হবে নয়তো ইউটিউব এর সাজেসটেড ভিডিও প্লে হবে) |
Shift+P | পূর্ববর্তী ভিডিওতে যাওয়া যায়। এই শর্টকাটটি কেবলমাত্র প্লেলিস্ট এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। |
এছাড়াও Shift+? বাটন চাপলে ইউটিউব এর কীবোর্ড শর্টকাট সমূহ দেখাবে
ভালো লেগে থাকলে ঘুরে আসতে পারেন
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।