মোবাইলে ফ্লেস্কির জন্য CityShop চালু করেছে ফ্লেক্সির সুবিধা। আপাতত বাংলা লিংক ও সিটিসেলে ফ্লেক্সি করতে পারবেন আপনার ডাচ বাংলার নেক্সাস ডেবিট কার্ড বা মাস্টারকার্ড ব্যবহার করে (ভিসা কার্ডধারীরা এই সুবিধা পাবেন না)
1. এই লিংকে ক্লিক করে রিচার্জ করার পেজে ঢুকুন।
2.Choose The operator:
Mobile Number:
Amount To Recharge:
E-mail:
ফর্মটি পূরণ করে Click To Continue এ ক্লিক করুন।
3.পরের পেজ আসবে। তথ্যগুলো সঠিক কিনা যাচাই করে Click To Continue এ ক্লিক করুন
4. SSL Comerz এর পেজ আসবে। এখানে আপনার কার্ড টাইপ (নেক্সাস বা মাস্টারকার্ড) সিলেক্ট করে Proceed To Pay এ ক্লিক করুন।
5. ডাচ বাংলা ব্যাংক Verisign Secured পেমেন্ট গেটওয়ে তে নিয়ে যাবে। এখানে আপনার কার্ডের গোপন তথ্য ও পিন দিয়ে পেমেন্ট করুন (6%চার্জ কাটবে যত টাকা ফ্লেক্সি করবেন তার উপর)
6% চার্জ কাটবে, অর্থাৎ 50 টাকা ফ্লেক্সিতে মোট 53 টাকা খরচ হবে।
যেহেতু ব্যাংকের নিজস্ব গেটওয়ে দ্বারা পেমেন্ট করা হচ্ছে তাই এটি নিরাপদ।
অনলাইনে নিয়মিত কেনাকাটার অভ্যাস থাকলে পিসিতে ভালো মানের এন্টিস্পাইওয়্যারযুক্ত এন্টিভাইরাস রাখুন। এটি আপনার নিরাপত্তাকে নিশ্চিত করবে।
--------------------------------------
ভালো থাকুন, সুস্থ থাকুন...
-- নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলালিংক ও সিটিসেল ছাড়া তো কাজ হবে না, তাই না ।