ওয়েবসাইটের হোস্টিং কেনার দিন শেষ, শুধু ডোমেইন থাকলে হবে, ফ্রি গুগলে হোস্টিং,

আমরা ওয়েবসাইট বা ব্যক্তিগত ব্লগ তৈরি করি। হতে পারে সেটা নানা প্রয়োজনে। কারো লক্ষ্য থাকে অ্যাডসেন্স দিয়ে আয় করা। কারো লক্ষ্য থাকে নিজের ব্যবসার প্রসার। আর বর্তমানে অনলাইন ইনকাম এর স্বর্ণযুগে কেই বা ঘরে বসে আয়ের সুযোগ হাতছাড়া করতে চাই বলুন। তবে অনলাইন এ আয় করতে গেলে অবশ্যই সেই রকম এক্সপার্ট হতে হয় যে কোন একটি বিষয়ে। এখন আমার আজকের টপিক টা ছিল আপনাদের সাথে একটি ছোট ট্রিক্স শেয়ার করা।  ট্রিক্সটা ছোট হলে হবে কি, নিঃসন্দেহে ট্রিক্স টি আপনাদের কে বড় উপকার করবে। আমরা প্রথমে ওয়েবসাইট শুরু করতে গিয়ে বিগিনার রা বিশেষ করে যে সমস্যাতে পড়ি তা হল ওয়েব হোস্টিং টা কিনতে যে টাকা খরচ হয় তা একেবারে বিগিনার পর্যায়ের লোকের থাকেনা। আর হোস্টিং টা কিনলেও হোস্টিং প্রোভাইডারদের ব্যান্ডউইডথ্, ডিস্কস্পেস বা আইনোড প্রবলেম এর ঘেরাটোপ তো থাকেই। এ জন্য আজ নিয়ে এলাম একটি কিলার টিপস। এই টিপস কাজে লাগিয়ে আপনি যতদিন আপনার সাইট টি কে জনপ্রিয় করতে না পারছেন ততদিন নির্বিঘ্নে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। কোন খরচ ছাড়াই। তাহলে ভিডিও টি দেখে নিন। অবশ্যই এরকম নতুন নতুন কিলার  টিপস পেতে ভিডিওতে লাইক, টিউমেন্ট ও ইউটিউব চ্যানেল সাব্সক্রাইব করতে ভুলবেন না। বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান।

Level 0

আমি সৈয়দ মেহবুব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মেহবুব , ভালবাসি ইন্টারনেট , প্রযুক্তি , লেখালেখি , আর বাংলার প্রকৃতির শোভার সাথে থাকতে । আশা করি আমার লেখা বা টিউনগুলো আপনাদের ভালো লাগবে । এক্সপার্ট বা মহাজ্ঞানী যেহেতু নই প্রচুর ভুল পাবেন আমার টিউনে , তাই সুন্দর ভাষাতে ভুল ধরিয়ে দিয়ে লাগাতার টিউন করতে উৎসাহ দেবেন ।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগ স্পট ব্যবহার করে…