আজ ১৬ ই ডিসেম্বর। টিউনের প্রথমে সবাইকে জানাই আমাদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যে যতই অন্য ভাষাতে এক্সপার্ট হই না কেন, মাতৃভাষার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আমরা অন্য কোন ভাষাতে করিনা। আমাদের নানা কারনে বর্তমানে বাংলাতে কম্পোজ এর কাজ করতে হয়। কিন্তু কম্পোজ এর কাজ করতে গিয়ে আমাদের কে যে প্রবলেম টা ফেস করতে হয় সেটা হলো, কম্পোজ এর স্পিড। কম্পোজ এর স্পিড সবার এক রকম হয়না। কম্পোজ এর স্পিড আনার পূর্বশর্ত হল দীর্ঘদিনের অনুশীলন। কিন্তু সেটা চালিয়ে যাবার ধৈর্য সবার থাকেনা। তাই যারা রাতারাতি সুপার স্পিড এ বাংলাতে কম্পোজ করতে চান তাদের জন্য শেয়ার করলাম এই কিলার ট্রিকসটি। ট্রিকসটি অনেকের জানা থাকতে পারে। তবে যাদের জানা নেই তাদের জন্য এটি খুবই উপকারী হবে এটা নিঃসন্দেহে বলা যায়।
আমি সৈয়দ মেহবুব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মেহবুব , ভালবাসি ইন্টারনেট , প্রযুক্তি , লেখালেখি , আর বাংলার প্রকৃতির শোভার সাথে থাকতে । আশা করি আমার লেখা বা টিউনগুলো আপনাদের ভালো লাগবে । এক্সপার্ট বা মহাজ্ঞানী যেহেতু নই প্রচুর ভুল পাবেন আমার টিউনে , তাই সুন্দর ভাষাতে ভুল ধরিয়ে দিয়ে লাগাতার টিউন করতে উৎসাহ দেবেন ।...