বন্ধুরা, ইমেজ এডিটিং টিউটোরিয়ালের পরে আপনাদের জন্য এবার শুরু করলাম টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল, আর এরই ধারাবাহিকতায় আজ আমরা শিখব, কিভাবে গ্লাস টেক্সট তৈরি করা যায়।
একটি ডকুমেন্ট খুলুন। তাতে নিচের মত টেক্সট লিখুন। font হিসেবে ariel এবং type হিসেবে bold ইউজ করুন।
টেক্সট লেয়ারে মাউস রেখে তাতে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে rasterize layer সিলেক্ট করুন, ফলে টেক্সট লেয়ারটি স্বাভাবিক লেয়ারের মত হবে।
এখন এই লেয়ারের blending option নির্বাচন করে তাতে drop shadow সিলেক্ট করে সামঞ্জস্যপূর্ণ মান দিন নিচের মত।
blend mode ড্রপ ডাউন বক্সের পাশে যে কালার স্যাম্পল দেখতে পাচ্ছেন তা থেকে drop shadow কি রঙের হবে তা নির্ধারন করা হয়।
distance স্লাইডার দিয়ে shadow টি অবজেক্ট থেকে কতদূরে হবে তা নির্ধারণ করা হয়।
spread স্লাইডার দিয়ে shadow টি কতদূর পর্যন্ত ছড়ানো থাকবে তা নির্ধারণ করা হয়।
size স্লাইডার দিয়ে shadow টির size নির্ধারণ করা হয়।
এবার inner shadow সিলেক্ট করে সামঞ্জস্যপূর্ণ মান দিন
এরপর outer glow সিলেক্ট করে নিচের মত সামঞ্জস্যপূর্ণ মান দিন।
inner glow এর মান দিন নিচের মত।
bevel and emboss এ মান দিন । এর মাধ্যমে লেখাটি কিছুটা উচু হয়।
depth স্লাইডার দিয়ে লেখাটির উচ্চতার depth নির্ধারণ করা হয়।
size স্লাইডার দিয়ে উচ্চতা কত বেশি হবে তা নির্ধারণ করা হয়।
soften স্লাইডার দিয়ে উচ্চতা কতটুকু মসৃণ হবে তা নির্ধারণ করা হয়।
contour সিলেক্ট করুন নিচের মত।
contour ড্রপ ডাউন বক্সে যে ছোট থাম্বনেইল আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করলে একটি গ্রাফ আসবে । তাতে যে রেখা পাবেন তা ড্রপ ডাউন বক্সে প্রদর্শিত থাম্বনেইল ছবিটির মত করুন।
এরপর color overlay
এখন দেখুন।
প্রতিটা layer style এর জন্য আলাদাভাবে এর প্রভাব নিজেরাই করে দেখে নেবেন। ধন্যবাদ।
আজ আমরা শিখলাম,
blending option সম্পর্কে ধারণা।
গ্লাস টেক্সট তৈরির উপায়।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ………