ফোটশপ জোন(পর্বঃ২১ – তৈরী করুন গ্লাস টেক্সট )

ফটোশপ জোন

বন্ধুরা, ইমেজ এডিটিং টিউটোরিয়ালের পরে আপনাদের জন্য এবার শুরু করলাম টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল, আর এরই ধারাবাহিকতায় আজ আমরা শিখব, কিভাবে গ্লাস টেক্সট তৈরি করা যায়।

একটি ডকুমেন্ট খুলুন। তাতে নিচের মত টেক্সট লিখুন। font হিসেবে ariel এবং type হিসেবে bold ইউজ করুন।

টেক্সট লেয়ারে মাউস রেখে তাতে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে rasterize layer সিলেক্ট করুন, ফলে টেক্সট লেয়ারটি স্বাভাবিক লেয়ারের মত হবে।

এখন এই লেয়ারের blending option নির্বাচন করে তাতে drop shadow সিলেক্ট করে সামঞ্জস্যপূর্ণ মান দিন নিচের মত।

blend mode ড্রপ ডাউন বক্সের পাশে যে কালার স্যাম্পল দেখতে পাচ্ছেন তা থেকে drop shadow কি রঙের হবে তা নির্ধারন করা হয়।

distance স্লাইডার দিয়ে shadow টি অবজেক্ট থেকে কতদূরে হবে তা নির্ধারণ করা হয়।

spread স্লাইডার দিয়ে shadow টি কতদূর পর্যন্ত ছড়ানো থাকবে তা নির্ধারণ করা হয়।

size স্লাইডার দিয়ে shadow টির size  নির্ধারণ করা হয়।

এবার inner shadow সিলেক্ট করে সামঞ্জস্যপূর্ণ মান দিন

এরপর outer glow সিলেক্ট করে নিচের মত সামঞ্জস্যপূর্ণ মান দিন।

inner glow এর মান দিন নিচের মত।

bevel and emboss এ মান দিন । এর মাধ্যমে লেখাটি কিছুটা উচু হয়।

depth  স্লাইডার দিয়ে লেখাটির উচ্চতার depth নির্ধারণ করা হয়।

size  স্লাইডার দিয়ে উচ্চতা কত বেশি হবে তা নির্ধারণ করা হয়।

soften স্লাইডার দিয়ে  উচ্চতা কতটুকু মসৃণ হবে তা নির্ধারণ করা হয়।

contour সিলেক্ট করুন নিচের মত।

contour ড্রপ ডাউন বক্সে যে ছোট থাম্বনেইল আইকন দেখা যাচ্ছে তাতে ক্লিক করলে একটি গ্রাফ আসবে । তাতে যে রেখা পাবেন তা ড্রপ ডাউন বক্সে প্রদর্শিত থাম্বনেইল ছবিটির মত করুন।

এরপর color overlay

এখন দেখুন।

প্রতিটা layer style এর জন্য আলাদাভাবে এর প্রভাব নিজেরাই করে দেখে নেবেন। ধন্যবাদ।

আজ আমরা শিখলাম,

blending option সম্পর্কে ধারণা।

গ্লাস টেক্সট তৈরির উপায়।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ………

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ মামা

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মিতু ভাই, আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি তাদের প্রচুর পাথ টানতে হয়। অনেক সময় আমরা ফটোশপে ম্যাজিক টুল দিয়ে সিলেকসন করে পাথ ইলেষ্টেটরে নিয়ে যাই। কিন্তু পাথ স্মুথ হয় না। তাই ইলেষ্টেটরে বসে বসে পাথ করতে হয়। এ ক্ষেত্রে ফটোশপ কোন ভুমিকা রাখতে পারে না। তো আপনার কছে যানতে চাচ্ছি কি ভাবে ফটোশনে ক্লিয়ার পাথ করতে পারি এবং সেটা ইলেষ্টেটরে ব্যবহার করতে পারি আমাদের সময় বাচাঁতে পারি। যদি কোন প্লাগিন থাকে তো দেবেন। এছাড়া আমরা অনেক সময় কালার সেপারেশন করতে গিয়ে চ্যানেল ব্যবহার করতে হয়। চ্যানেল এর মাধ্যমে কি ভাবে অটো কালার নিয়ে নিতে পারে ইত্যাদি সর্ম্পকে একটি টিউন করুন। আমাদের উপকার হবে। আপদত না হয় ষ্টিল ছবি এডিটিং একটু পজ করেন। প্রফেশনাল টিউন করলে বাস্তবে আমাদের কজে আসবে। ধন্যবাদ আপনাকে

    Level 0

    ভাই, আমার টিউনগুলো from NOVICE to PRO সবাই পড়ুক বা বুঝুক তাই ই আমি চাই, প্রথম থেকে প্রফেশনাল লেভেলের টিউন করলে নতুনরা বুঝতে সমস্যা হবে। আর আমি এরই মধ্যে ইমেজ এডিটিং টিউটোরিয়াল শেষ করে ফেলেছি। আমি ধীরে ধীরেই প্রফেশনাল লেভেলের টিউনের দিকেই এগোচ্ছি। আর আমি বুঝলাম না, স্মুথ সিলেকশানের জন্য কেনো ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করেন। এর জন্য তো লেসো টুল আছেই। আর কম সময়ে স্মুথ সিলেকশান তৈরি করার জন্য প্রথমে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সিলেকশান তৈরি করুন। এরপরে এর সিলেকশানের মধ্যে যদি কোনো আনসিলেক্টেড জায়গা থাকে তবে elliptical / rectangle marquee tool দিয়ে shift চেপে ঐ আনসিলেক্টেড জায়গাগুলোর চারপাশে বৃত্ত বা চতুর্ভুজ তৈরি করুন। ফলে তাও সিলেক্ট হয়ে যাবে। আর এর বাইরেও যদি সূক্ষ্ম আনসিলেক্টেড জায়গা থাকে তবে তা shift যোগে লেসো টুল দিয়ে সিলেক্ট করুন। এভাবেই স্মুথ সিলেকশান তৈরি করতে পারবেন।

আরে, নারে ভাই আমাদের দুঃখ আপনাদের বুঝতে একটু সময় লাগবে। বলেছিলাম যে পাথ ইলেষ্টেটরে নিয়ে কাজ করি। ইলিপেজ ব্যবহার করতে হবে, ফ্যাদার মারতে হবে, ফিল্টার করতে হবে এগুলো নবীনদের কাজ। বলেছিলাম কালার সেপারেশন করে আমরা আউটপুট বের করি স্কিন পিন্টের জন্য। সে জন্য প্রচুর পাথ করতে হয় এবং ক্লিয়ার পাথ লাগে। ফটোশপ, ইলেষ্টেটর, কোয়ার্ক ব্যবহার করছি ৮ বৎসর যাবত। শুধু মাত্র ইলেষ্টেটরেই ক্লিয়ার পাথ হয়। ফটোশপে সিলেকসন টুল যত গুলোই আছে এগুলো দিয়ে সিলেকসন করে পাথ তৈরি করলে সময় বাঁচে কিন্তু স্মুথ পাথ হয় না। ফটোশপের এ আনক্লিয়ার অংশগুলোকে বলা হয় ইডিক্স। অর্থাৎ, একটি ভেক্টর ইমেজকে রাষ্টার করলে যেমন হয় ।ফটোশপে কোনাগুলো তেমন হয়। যদি আপনার জানা থাকতো কোন উপায় আমার সাথে শেয়ার করতেন এই আরকি। তারপরর আপনাকে ধন্যবাদ। শিখতে থাকুন আর টিউন চালিয়ে যান। কোন সমস্যায় পড়লে আওয়াজ দেবেন।

    Level 0

    "ফটোশপে সিলেকসন টুল যত গুলোই আছে এগুলো দিয়ে সিলেকসন করে পাথ তৈরি করলে সময় বাঁচে কিন্তু স্মুথ পাথ হয় না" এটাই স্বাভাবিক। এজন্যই পেন টুল নামে একটা টুল আছে ম্যানুয়ালি পাথ তৈরির জন্য,জানার কথা, আর তা জানলে তো আপনার সিলেকশান থেকে পাথ তৈরি করার কথা না। যেহেতু আপনি ৮বছর কাজ করছেন,সেহেতু এটা জানা উচিত যে সিলেকশান থেকে ১০০% স্মুথ ও সূক্ষ্ম পাথ তৈরি করা সম্ভব নয়,এ জন্যই আলাদা পাথ টুল আছে। আর মূলত,এ কারণেই আমি নিজেও সুক্ষ্ম পাথের দরকার হলে কখনো তা সিলেকশান থেকে তৈরি করার চেষ্টাও করি না। ধন্যবাদ।

Level 0

Mithu ভাই আমি সামান্ন Grapich জানি , কিন্তু আপনার Tune গুলা দেখে নিজেকে মোটামোটি Grapich-এ গুছিয়ে তুলতে পারছি… ভাইয়া আপনি আমাদের কথা দেন,যে আপনি সম্পূর্ণ Grapich এর part চালিয়ে যাবেন। এটা আমাদের Request.. Please please please 🙂

    Level 0

    হা হা হা, ইনশা আল্লাহ। এতদূর যখন টিউটোরিয়াল করেছি তখন শেষ তো করব, ইনশা আল্লাহ।।

Level New

চালিয়ে যাবেন ইনশা আল্লাহ, ধন্যবাদ।