টেকটিউন্সে ঢোকার সময় আমাদের মধ্যে অনেক ভিজিটররা প্রথম যে সমস্যায় পড়ি তা হল ব্রাউজার হ্যাং ও অটোমেটিক ডাউনলোড।
এই সমস্যাটি সবার ক্ষেত্রে হয় না। শুধুমাত্র যারা Internet Download Manager (IDM) ব্যবহার করেন, তারাই এই সমস্যার সম্মুক্ষিণ হন।
টেকটিউন্স cdn নামের একটি সার্ভার ব্যবহার করে। এবং টেকটিউন্সের পেজ লোড হওয়ার সময় সেই সাভার থেকে .gzip ফরমেটের একটি ফাইল পাঠানো হয়। যে যে ফাইলগুলি IDM ডাউনলোড করার চেষ্টা করে তার মধ্যে .gzip ও আছে। তাই যখনি সার্ভার ওই ফাইলটিকে টেকটিউন্সের পেজ লোড হওয়ার জন্য আপনার কম্পিউটারে প্রেরণ করে তখনি IDM ওই ফাইলটিকে ডাউনলোড করার চেষ্টা করে, ফলে কিছুক্ষণের জন্য আপনার ব্রাউজার হ্যাং হয়ে যায।
প্রথমে আপনার কম্পিউটার থেকে Status Bar (Start) -এর ডান দিকে অর্থাৎ ঘড়ির পাশে IDM এর আইকোনটিকে একবার ক্লিক করুন।
IDM ওপেন হলে Download -মেনু থেকে Options এ ক্লিক করুন।
"Internet Download Manager Configuration" নামের একটি ডায়লক বক্স আসবে। সেখান থেকে "File types" ট্যাবটিকে ক্লিক করুন।
এবার সেখানে "Automatically start downloading the following file types:" এ বিভিন্ন রকমের ফাইল ফরমেটের নাম দেখতে পাবেন। এবার সেখান থেকে GZIP লেখাটি কেটে দিন। এবং OK তে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। এখন টেকটিউন্স খুললে কোন ফাইল ডাউনলোড হবে না, ডাউনলোড করার চেষ্টা করবে না এমনকি ব্রাউজারও হ্যাং করবে না। 🙂
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
বাহ চমৎকার, এই সমস্যা টা কিছুদিন আগে অটোমেটিক টিক হয়ে যাই। তবু ও আপনাকে ধন্যবাদ অনেকের উপকার হবে।