ফটোশপ সিএস ৪সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল পার্ট-৫

আমার সবগুলো Tunes দেখুনঃ Click here

আজ আমি আমার টিউটোরিয়াল পর্বের ৫ম খণ্ড প্রকাশ করব। এ পর্ব সাজানো হয়েছে Photo Manipulation নিয়ে । এখানে মূলত আলোচনা করা হয়েছে কিভাবে ছবি Crop, করব ছবি কিভাবে সোজা করব,এবং কিভাবে Transform , Scale ব্যবহার করব ইত্যাদি।

চলুন এক নজরে দেখা যাক কি কি Topic আছে এতেঃ

1.cropping

2.Straighten

3.Transform

4.Smart object

5.Scaling etc


একটা কথা বলে রাখা ভাল আমার টিউটোরিয়াল টি English এ যাদের listening ক্ষমতা মোটামুটি ধরনের তারা খুব সহজেই বুঝতে পারবে এবং যারা Beginners Level  এ আছেন তারা সহ। আর একটা কথা আমি মনে করি যে screenshot দেয়ার কোনও দরকার নেই । কারন এতে খুব সুন্দর সব কিছু বর্ণনা করে দেয়া আছে।

“দেখার পর অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।“

Level 0

আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student. I like to earn money from online. Techtunes is my best favorite site.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফটোশপ এর টিউটোরিয়াল গুলোর জন্য সকলের জন্য উম্মুক্ত করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রোপাইল থেকে জানলাম আপনি বি বি এ পড়ছেন। যদি আপনার কাছে নিম্নোক্ত বইটির কোন ইবুক সংস্করণ থাকে তবে তা মিডিয়াফায়ারে আপলোড করে দিলে অত্যতন্ত খুশী হবে। বইটি ই সংস্করণ আমার খুব প্রয়োজন। ইকরাম। বইটির নাম: Sanchetti, D. C. and V. K. Kapoor: Business Mathematics. Published by S. Chand and company Ltd.

ভাই cs3 টিউটরিয়াল দেন।

ওস্তাদ!!! জটিল টিউন হইতাছে। ঋণ পরিশোধ করণ যাইব না।

ধন্যবাদ আপনাকে।

আমি একটা জিনিশ বুজলাম না Affiliate link ব্যবহার এর কারনে আমার এই পোস্ট টা pending করে রাখা হয়েছিল।এই বিষয়ে আমি একটা কথা বলতে চায়,আমি কখনো affliate এর মাধ্যমে আমার পোস্ট দেই নাই কিন্তু অনেকে আছে যারা সামান্য কয়েকটি ওয়েব সাইট এর Link share করবে ,তাতেও Affiliate link যুক্ত করে। এমন একটি পোস্ট হল https://www.techtunes.io/freelancing/tune-id/60813/ কেউ যদি ২/৪ টা ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে Affiliate link এর মাধ্যমে তাহলে আমি কেন কষ্ট মিডিয়া ফায়ারে আপলোড করে তার affiliate link use করতে পারব না। আইন যদি হয় তাহলে সবার জন্য সমান হউয়া উচিত।