“আসুন শিখি Microsoft powerpoint part_13”

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজ আমার techtunes এ ৫০ তম  টিউন।techtunes এ আমি ৫০ তম টিউন করলাম ৪ মাস ২০ দিনের দিন।techtunes এর একজন member হতে পেরে আমার খুব খুশি লাগছে।

প্রথম দিকে ভাল টিউন করতে পারতাম না।তখন নানাজন নানা comment করত।আমার সেই কস্টের দিনে আমার দিকে বন্ধুর হাত বারিয়ে দিয়েছিল ২জন টিউনার।তারা হলেন নতুন পন্ডিত, মাখন। তারপর, আর পিছন ফিরে তাকাতে হয়নি।

আমার এই powerpoint এর ধারাবাহিক টিউটোরিয়াল এ নতুন পন্ডিত,টিনটিন,রাশেদ,আউয়াল,mithu, আরো আনেকে আমাকে উথসাহ দিয়েছেন।

আপনাদের খুশির খবর এই টিউন এর পর আর মাত্র৬ part পর আমার এই টিউটোরিয়াল শেষ হবে। আমার ৬ টি part ই বানানো শেষ।শুধু techtunes এ upload করা বাকি।

আজকে শুরু করব “আসুন শিখি Microsoft powerpoint part-13”

***প্রথমে powerpoint open করুন।তারপর,file>open এ ক্লিক করুন।তারপর,আপনার powerpoint এর ফাইল টি open করুন।

***তারপর, insert>movies and sounds>sound from file… এ ক্লিক করুন।

***তারপর,আপনার কম্পিউটার থেকে যেকোন গান সিলেক্ট করে ok ক্লিক করুন।

***তারপর,automatically ক্লিক করুন।

***তারপর, slide show>custom animation এ ক্লিক করুন।

***তারপর,ডানপাশে নিচে down (নিচের দিকে arrow sign) arrow তে ক্লিক করুন।তারপর,effect options এ ক্লিক করুন।

***তারপর, যে window আসবে তাতে after এর পাশের গোল বক্স এ ক্লিক করে, এর পাশে ৩ লিখুন।আপ্নার slide যদি ৬টি হয় তাহলে ৬ লিখুন।

***তারপর, sound settings এ ক্লিক করে display options এর নিচে ক্লিক করে ok ক্লিক করুন।

***তারপর,ডানে নিচে re-order এ ক্লিক করতে থাকুন।

***ততক্ষন ক্লিক করতে থাকুন যতক্ষন না sound এর ফাইল টি সবার উপরে যায়।

***তারপর,file>save এ ক্লিক করুন।

***তারপর, slide show>view show তে ক্লিক করুন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

৫০ তম টিউনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা……

আপনার কাছ থেকে আরও অনেক অনেক টিউন পাব আশা রাখি…………..

    যেকোন বই,techtunes আমার সব।একে ছাড়া আমি থাকতে পারব না।যতটুকু জানি শেয়ার করব।

হা হা ৫০ কইরা ফেললেন… তাও ৪ ২০ এ। হা হা হা। তবে জটিল টিউটোরিয়াল চালাচ্ছেন… আমি হইলা এতদিনে হাপিয়ে ঊঠতাম। আপনার ধর্য্যের প্রশংশা না করে পারলাম না… চালিয়ে যান। আর শত ফুলের শুভেচ্ছা থাকল সাথে…।

    আপনাকেও অনেক সুভেচ্ছা।ভাই আপনার registry এর টিউটোরিয়াল গুলো চালিএ যান।

Level 0

happy half century to u,happy halfcentury to u
happy half century to sabiha apu
happy half century to u .
আমি আগে বসে বসে গেমের বিকল্প হিসেবে ঘাটাঘাটি করে এনিমেশন করতাম পাওয়ারপয়েন্টে । কিন্তু যেদিন থেকে ক্লাশে এটা হয়ে গেলো পড়ালেখার মাধ্যম,তখন থেকেই এটার উপর বিরক্তি এসে গেলো। আপনার টিউটোরিয়ালগুলো দেখে আবার গেমের মতই খেলতে ইচ্ছা করছে। একটা কাজ করবেন প্রতিটা পর্বের শিরোনামে সেই পর্বে কি শেখাতে যাচ্ছেন তাও উল্লেখ করে দেবেন। এতে পাঠকরা বুঝতে পারবে,উক্ত পর্বের উদ্দেশ্য আর তারা আগ্রহীও হবে।
আর লেখার মধ্যে বারে বারে "তারপর " শব্দটার ব্যবহারের কিছুটা একঘেয়েমী চলে আসে । তাই কোনো কোনো জায়গায় "তারপর" এর পরিবর্তে "এখন" ,"এরপর " অথবা এমন কিছুই না লিখলে কথার variation আসে। আমার কথায় মাইন্ড করবেন না,প্লিজ।

    আজকে যে টিউন করলাম তাতে apply করলাম।

শুভ অর্ধশতক ….. দিন দিন পাওয়ার পয়েন্ট এর জ্ঞান আরো সমৃদ্ধ হচ্ছে ….

অনেক অনেক ধন্যবাদ

    সামনে আরেকটা ধারাবাহিক নিয়ে আসছি।সাথে থাকবেন।

৫০ তম টিউনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি!!!!!!!!!!!!

এক্সেল নিয়ে কোন টিউন থাকলে জানাবেন ।

Level 0

চালিয়ে যান, আমিতো ঝামেলায় পড়ে পারলামনা আবার শুরু করবো…

ধন্যবাদ,
I'm back.

চালিয়ে যান আছি