কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে শুরু করব “আসুন শিখি Microsoft powerpoint part-12”
***প্রথমে Microsoft powerpoint open করুন।তারপর,file>open এ ক্লিক করুন।তারপর আপনার আগে বানানো powerpoint এর ফাইল টি open করুন।
***তারপর, slide show>slide transition এ ক্লিক করুন।
***তারপর, ডানপাশে নিচে advance slide অপশন এ গিয়ে atomatically after এর পাশে বক্সে টিক mark দিন।তারপর, টাইম 12 second সিলেক্ট করুন।
***তারপর, apply to all slides এ ক্লিক করুন।
***তারপর, file>save এ ক্লিক করুন।
***তারপর,slide show>view show তে ক্লিক করুন।
***আমরা এতক্ষন যে কাজটা করলাম,এর ফলে আপনার presentation এর slide গুলো ১২ সেকেন্ড পর automatically পরের slide এ চলে যাবে।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
অবশেষে পুরিল মম মনের আশ!
আপনার ধারাবাহিক পর্বের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। চালিয়ে যান…….দোয়া রইল।