ফটোশপ জোন (পর্বঃ১৮ – চোখের রঙ পরিবর্তন)

ফটোশপ জোন

আমরা অনেকেই চোখে লেন্স ব্যবহার করি,বিশেষ করে মেয়েরা। এর ফলে চোখের মনির রঙ পরিবর্তন হয় ও আরো সুন্দর দেখায়। চলুন বন্ধুরা,আজ ফটোশপেই এই কাজটি করি।

যে ছবিতে চোখের রঙ পরিবর্তন করবেন তা খুলুন।

Zoom tool দিয়ে যেকোনো চোখের অংশ বড় করুন। এরপর চোখের মনিটি সিলেক্ট করুন polygonic lasso tool দিয়ে।

চোখের মণির ভেতরের পিউপিল সাধারণত কালোই থাকে,তাই এটি আমাদের সিলেকশান থেকে বাদ দিতে হবে। এজন্য alt চেপে পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে সিলেকশান থেকে পিউপিল বাদ যাবে।

এখন shift চেপে পাশের চোখে সিলেকশান তৈরি করুন। shift চেপে রাখার ফলে আগের সিলেকশান থাকা অবস্থায় আরেকটি সিলেকশান তৈরি হবে। এরপর আবার alt চেপে এই চোখের পিউপিলের চারপাশে সিলেকশান তৈরি করুন। ফলে পিউপিলটি সিলেকশানের বাইরে থাকবে। সিলেকশান মোটামুটি যতটুকু সম্ভব নিখুত করুন।

Image->adjustment->hue/saturation (ctrl+u) কমান্ড দিন। একটি বক্স আসবে।

উপরের বক্সে hue এর মান চেঞ্জ করার ফলে চোখের কালার চেঞ্জ হবে। saturation চেঞ্জ করলে রংটির গাঢ়ত্ব চেঞ্জ হবে আর lightness চেঞ্জ করে রংটিতে আলোর প্রভাব নিয়ন্ত্রন করা যাবে। আমি উপরের মত মান সেট করার ফলে নিচের মত হল। আপনারা ও সামঞ্জস্যপূর্ণ মান দিন। colorize চেকবক্সে টিক দিতে ভুলবেন না।

কেমন লাগলো জানবেন, সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দারুণ টিউন, আরও চাই এইরকম

    Level 0

    ভাই,অল্প সময়ে বেশি খাইয়েন না,বদ হজম হবে, মজা করলাম, মাইন্ড কইরেন না।ধন্যবাদ

আপনার টিউন গুলু চমৎকার। সব পড়ি কিন্তু কমেন্ট করা হয়না ।
আমার মনে হচ্ছে অন্যায় করতেছি। আজ থেকে কমেন্ট করব আপনার টিউনে ।

fan of u man

    Level 0

    হা হা হা

Level 0

MITHU ভাই আপনার টিউটোরিয়াল গুলো খুব সুন্দর । আমি গ্রাফিক্স শিখার আগে অনেক সময় এই রকম টিউটোরিয়াল খুজেছিলাম তখন পাই নি । এখন যারা নতুন ভাবে শিখতে শুরু করেছে তাদের অবশ্যই কাজে লাগবে। আমি মনে করি আপনার ধারাবাহিক টিউটোরিয়াল সবার কাজে আসবে টিটি তে। আমাকেও পাবেন মাজে মাজে আপনার সাথে Advance Photoshop Tips মধ্যে । ধন্যবাদ

    Level 0

    🙂 ধন্যবাদ।

মিঠু ভাই এতদিন আমাদের জন্য অপেক্ষা করছে ।

    Level 0

    ভাই কথাটার মানেটা ঠিক ক্লিয়ার হলনা বলে দুঃখিত। আমি তো ভাই সবার জন্যই টিউন করছি।

    jhantu.sa বলেছিলেন গ্রাফিক্স শিখার আগে এক সময় এই ধরনের টিউটোরিয়াল খুজেছিলেন।তাই আমি বলেছিলাম আমরা যারা পারিনা আপুনি আমাদের জন্য অপেক্ষা করেছিলেন।

ভাই, একেবারে ফাটিয়ে দিলেন ভাই।এতো সুন্দর টিউন করেন কিভাবে।

    Level 0

    হা হা হা, আপু আমারে না ফাটাইলেই হয়!!!! 😀 এত যে সুন্দর হয় তা আপনার কমেন্টে বুঝলাম,আগে জানতাম না,অসংখ্য ধন্যবাদ।

sohoj kintu khub e shundor

Level 0

অনেক অনেক ধন্যবাদ।