বন্ধুরা, সবার কি খবর ? আবারও আপনাদের সামনে আমি ফটোশপ নিয়ে হাজির হলাম, আজকের কাজ একটু বড়(বেশি না, একটু)। তাই টিউটোরিয়ালটি কিছুটা কম কথায় উপস্থাপন করব। তবে আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। আজ দেখাব কিভাবে ফটোশপে মোমবাতি তৈরি করা যায়। কারেন্টের যে অবস্থা তাতে মোমবাতি তৈরি করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। আসুন তাহলে শুরু করি।
নিচের মত যেকোনো ডকুমেন্টে(আমারটা ৮০০x৬০০ পিক্সেল) খুলে সিলেকশান তৈরি করে সিলেকশানে নিচে দেখানো এরো বরাবর নিচ থেকে উপর দিকে গ্রাডিয়ান্ট প্রয়োগ করুন। গ্রাডিয়ান্টের কালার হবে এরোর পাশে দেখানো হেক্সাডেসিমেল কালার। এটিই আমাদের মোম হবে।
সিলেকশানটি ডিসিলেক্ট করে মোমের নিচের দিকে একটি সিলেকশান তৈরি করে shift+ctrl+i প্রেস করে ইনভার্ট সিলেকশান তৈরি করি। ফলে বাইরের অংশ সিলেক্ট হবে। এখন eraser টুল দিয়ে নিচের দিকের বাইরের অংশটুকু মুছে দিই যেনো মোমটিকে গোলাকার মনে হয়।
উপরের অংশে eraser tool দিয়ে হালকে করে মুছে দিই যেনো মনে হয় মোম গলে এমন হয়েছে। এজন্য eraser টুলটির hardness 50% করুন।
সিলেকশান ডিসিলেক্ট করে নতুন লেয়ার তৈরি করে তাতে সফট রাউন্ড ১৫পিক্সেলের ব্রাশ দিয়ে নিচের মত তৈরি করুন।
এই লেয়ারের blending option থেকে outer glow সিলেক্ট করে নিচের মত মান দিই।
ফলে নিচের মত হবে।
নতুন লেয়ার তৈরি করে তাতে ব্রাশ দিয়ে নিচের মত ছোট নীল অগ্নিশিখা তৈরি করুন। এজন্য ব্রাশের opadity এর মান দিন ২০% কালার হিসেবে ব্যবহার করুন 78789e হেক্সাডেসিমেল কালার।
এর উপরে আরেকটি লেয়ার তৈরি করে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে নিচের মত কালার দিয়ে ফিল করি।
লেয়ারের mode হিসেবে screen সিলেক্ট করুন। filter->blur->Gaussian blur কমান্ড দিন । একটি বক্স আসবে তাতে নিচের মত মান দিন।
আরেকটি লেয়ার তৈরি করে তাতে নিচের মত কালো সুতা তৈরি করুন যাতে আগুনটি জ্বলবে।
এখন যে লেয়ারে মোমের বডি তৈরি করেছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে তাতে burn tool দিয়ে নিচের মত মোমের এক পাশের রঙ গাঢ় করুন
এখন আবার সব লেয়ারের উপরে নতুন লেয়ার তৈরি করে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে সাদা কালার দিয়ে ফিল করুন।
ডিসিলেক্ট করে filter->blur->Gaussian blur কমান্ড দিন । একটি বক্স আসবে তাতে সামঞ্জস্যপূর্ণ মান দিন।
এর ফলে আপনার মোমের বডিটি আরো রিয়েলিস্টিক হবে।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলো। আরোও বেশি বেশি পোষ্ট চাই।