ফটোশপ জোন(পর্বঃ ১৭ – মোমবাতি তৈরি)

ফটোশপ জোন

বন্ধুরা, সবার কি খবর ? আবারও আপনাদের সামনে আমি ফটোশপ নিয়ে হাজির হলাম, আজকের কাজ একটু বড়(বেশি না, একটু)। তাই টিউটোরিয়ালটি কিছুটা কম কথায় উপস্থাপন করব। তবে আপনাদের বুঝতে সমস্যা হবে না আশা করি। আজ দেখাব কিভাবে ফটোশপে মোমবাতি তৈরি করা যায়। কারেন্টের যে অবস্থা তাতে মোমবাতি তৈরি করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। আসুন তাহলে শুরু করি।

নিচের মত যেকোনো ডকুমেন্টে(আমারটা ৮০০x৬০০ পিক্সেল) খুলে সিলেকশান তৈরি করে সিলেকশানে নিচে দেখানো এরো বরাবর নিচ থেকে উপর দিকে গ্রাডিয়ান্ট প্রয়োগ করুন। গ্রাডিয়ান্টের কালার হবে এরোর পাশে দেখানো হেক্সাডেসিমেল কালার। এটিই আমাদের মোম হবে।

সিলেকশানটি ডিসিলেক্ট করে মোমের নিচের দিকে একটি সিলেকশান তৈরি করে shift+ctrl+i প্রেস করে ইনভার্ট সিলেকশান তৈরি করি। ফলে বাইরের অংশ সিলেক্ট হবে। এখন eraser টুল দিয়ে নিচের দিকের বাইরের অংশটুকু মুছে দিই যেনো মোমটিকে গোলাকার মনে হয়।

উপরের অংশে eraser tool দিয়ে হালকে করে মুছে দিই যেনো মনে হয় মোম গলে এমন হয়েছে। এজন্য eraser টুলটির hardness 50% করুন।

সিলেকশান ডিসিলেক্ট করে নতুন লেয়ার তৈরি করে তাতে সফট রাউন্ড ১৫পিক্সেলের ব্রাশ দিয়ে নিচের মত তৈরি করুন।

এই লেয়ারের blending option থেকে outer glow সিলেক্ট করে নিচের মত মান দিই।

ফলে নিচের মত হবে।

নতুন লেয়ার তৈরি করে তাতে ব্রাশ দিয়ে নিচের মত ছোট নীল অগ্নিশিখা তৈরি করুন। এজন্য ব্রাশের opadity এর মান দিন ২০% কালার হিসেবে ব্যবহার করুন 78789e হেক্সাডেসিমেল কালার।

এর উপরে আরেকটি লেয়ার তৈরি করে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে নিচের মত কালার দিয়ে ফিল করি।

লেয়ারের mode হিসেবে screen সিলেক্ট করুন। filter->blur->Gaussian blur কমান্ড দিন । একটি বক্স আসবে তাতে নিচের মত মান দিন।

আরেকটি লেয়ার তৈরি করে তাতে নিচের মত কালো সুতা তৈরি করুন যাতে আগুনটি জ্বলবে।

এখন যে লেয়ারে মোমের বডি তৈরি করেছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে তাতে burn tool দিয়ে নিচের মত মোমের এক পাশের রঙ গাঢ় করুন

এখন আবার সব লেয়ারের উপরে নতুন লেয়ার তৈরি করে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে সাদা কালার দিয়ে ফিল করুন।

ডিসিলেক্ট করে filter->blur->Gaussian blur কমান্ড দিন । একটি বক্স আসবে তাতে সামঞ্জস্যপূর্ণ মান দিন।

এর ফলে আপনার মোমের বডিটি আরো রিয়েলিস্টিক হবে।

আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো। আরোও বেশি বেশি পোষ্ট চাই।

    Level 0

    দোআ করবেন, ধন্যবাদ।

Level 0

বাহ দারুন তো, এক্ষুনি তৈরি করতে শুরু করলাম। দোয়া করবেন যেন পারি।

    Level 0

    ইনশা আল্লাহ পারভেন 🙂

nice thank you brother…

ভাইয়া সাথে আছি।ভাইয়া ফটোশপ শেষ করেন,আমি পাওয়ারপয়েন্ট শেষ করি।তাহলে tutorial complete হয় না।এই বদনাম ঘুচে যাবে।

    হুম একমত।

    Level 0

    RIGHT!!!! 🙂

    Level 0

    তবে একটা কথা কি জানেন, অন্যান্য বিষয়ে টিউটোরিয়াল শেষ করা যায় কিন্তু ফটোশপ এমন একটা জিনিস যার কোনো শেষ নাই,কত কিছুই বানানো যায় ফটোশপে, তবে আমার এই টিউটোরিয়ালগুলো পড়ার যে পর্যায়ে যখনই কোনো পাঠক নিজের ব্যাপারে সিওর হবে , যে বেসিক ভালোমত জেনে ফেলেছে এবং সে এখন ফটোশপের ব্যাপারে কনফিডেন্ট, তখনই ধরে নেয়া যায়, আমার টিউটোরিয়াল শেষ হয়েছে।

nice

Level 0

aro kichu share korle khushi hobo. thanks

    Level 0

    welcome,ভাইয়া আমি ধারাবাহিকভাবেই টিউন করছি।

খুব সন্দর টিউন হয়েছে। আমি গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারে খুবই আগ্রহী। তাই এই ধরণের টিউন না দেখে থাকতে পারি না। বিয়ের কার্ড ডিজাইন করার জন্য আমার কিছু সুন্দর স্টাইলের বাংলা ফন্ট দরকার। কারকাছে থাকলে দয়া করে আপলোড করে দিলে খুব উপকৃত হতাম। মেইল[email protected]

ভাইয়া আপনার টিউনগুলো খুব সুন্দর, আশা করি আরো সুন্দর সুন্দর টিউন করবেন।
আপনার পরবতী টিউনের জন্য অপেক্ষা করলাম।

    Level 0

    ধন্যবাদ। 🙂

Level New

আরও চাই। thanx