সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর আবার টিউন করছি। টেকটিউন দিন দিন নতুন নতুন টিউনার দ্বারা সমৃদ্ধ হচ্ছে এটা দেখে খুবই ভাল লাগছে। আমি হয়তো এ সময়ের মধ্যে টিউন করিনি কিন্তু একটা দিনও টেকটিউন থেকে দুরে থাকিনি। হাবিবুর ভাইয়ের ট্রোজান হর্স বিষয়ক একটা টিউন দেখে পুরোনো একটা আইডিয়া আবার নতুন করে মাথায় এলো। আমি মুলত: একটি পূর্ণাঙ্গ ভাইরাস কিভাবে তৈরী করতে হয় তারা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিতে চাই। আমার লক্ষ্য হচ্ছে যাতে সাধারণ ব্যবহারকারী থেকে এডভান্স লেভেলের ইউজাররা সবাই বুঝতে পারে যে ভাইরাস কিভাবে তৈরী হয়। কারণ ভাইরাসের গঠন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণেই আমরা ভাইরাস দ্বারা বেশী আক্রান্ত হই। তবে তার আগে টেউটিউনের দায়িত্বপ্রাপ্ত এবং এর সদস্যদের মতামত জানতে চাই। তারপরই শুরু করব এর প্রক্রিয়া। তার আগে কিছু কথা বলে রাখি যে, আমি আমার টিউটোরিয়ালে যে কোড গুলো প্রকাশ করব তা আলাদা আলাদভাবে সম্পূর্ণ প্রকাশ করা হবে। কিন্তু পূর্ণাঙ্গ কোড কখনোই প্রকাশ করা হবেনা। মানে হচ্ছে টোটাল ভাইরাসের কোড একসাথে কেউই পাবেন না। আলাদা আলাদ কোডগুলোকে অপব্যবহার করলে তা ভাইরাস আর ভালো কাজে ব্যবহার করা হলে তা হবে কাজের কিছু। এই কোডগুলো দিয়ে যে শুধু ভাইরাসই তৈরী করা যায় তা নয় এর দ্বারা ভালো প্রোগ্রামও তৈরী করা যাবে। উদাহরণ স্বরুপ: এখানে পিসিকে টাইমার বেজড অটোমেটিক রিষ্টার্ট/সাট ডাউন/হাইবারনেট করার কোড আছে। আবার এই কোড থেকে জানা যাবে ভাইরাস রেজিষ্ট্রির মুলত কোন কোন জায়গাগুলো এফেক্ট করে সিস্টেমে টিকে থাকে এবং নিজেকে কিভাবে ছড়ায় এখন কেউ ইচ্ছে করলে এটাকে হয়তো ভালো কোন সফটওয়্যার ডেভেলপের কাজে ব্যবহার করতে পারে। আবার ইচ্ছে করলে ভাইরাস তৈরী করার কাজেও ব্যবহার করতে পারে। এটা যার যার নিজস্ব রুচি তবে আমি ভালো কাজের জন্যই উত্সাহিত করব। ভাইরাস তৈরী করতে গেলে এই কোডগুলোকে অত্যন্ত সুচুতুর ভাবে ব্যবহার করতে হবে যা অনেক অনেক পরিশ্রম ও পরীক্ষাসাধ্য ব্যাপার কিন্তু ভালো প্রোগ্রাম তৈরী করা তার চেয়ে অনেক সহজ তার সাথে কৃতিত্বও বাড়ে। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা করবেন।
আমার এই টিউনটির লক্ষ্য হচ্ছে যে আমি টিউনারদের কাছে জানতে চাচ্ছি এই টিউনটি করব কিনা? যদি অধিকাংশ মনে করেন যে এ ধরনের স্পশর্কাতর টিউনে বিশেষ কোন ক্ষতি হবেনা তাহলে করা যায়। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা প্রকাশ করা কারণ প্রত্যেকটা ভালো ব্যাপারেরও খারাপ দিক থাকে। আমাদের উচিত খারাপটা বর্জন করা।
সত্যিকথা বলতে কি আমার এই ভাইরাসের কোডগুলোকে ব্যবহার করে আমি অনেকগুলো সিস্টেম ইউটিলিটি ডেভেলপ করেছি। এটির কাজ প্রায় শেষ পর্যায়ে। রিলিজ করলে সবাইকে তার এক কপি করে বরাবরে মত উপহার দেবো। নতুন সফটওয়্যারটি কাজ হচ্ছে পিসিতে কেউ পোর্টেবল মেমোরী এটাচ করলে সাথে সাথে পিসি লক হয়ে যাবে পরবর্তীতে পাসোয়ার্ড না দেয়া পর্যন্ত পিসি লকড অবস্থায় থাকবে। কোন ডাটা রীড বা রাইট করা যাবেনা। এর আগে এই আইডিয়ার কাছাকাছি আরো একটি সফটওয়্যার ডেভেলপ করেছিলাম যা সবাইকে দিয়েছি। তবে সেটা শুধু রাইট প্রোটেক্ট করতে পারতো কিন্ত রিড প্রটেক্ট বা হার্ডডিস্কে রাইট প্রোটেক্ট করতে পারতো না কিন্তু এবারেরটা একই সাথে হার্ডডিস্ক এবং পোর্টেবল মেমোরী দুটোরই রীড রাইট অপারেশন ষ্টপ করতে সক্ষম।
সবার কাছে মন্তব্য আশা করছি এই টিউনটির পরবর্তী পদক্ষেপের জন্য।
কামরুল ইসলাম রুবেল
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
চালিয়ে যান কারন-
আপনিই বলেছেন
[color=#3399FF][b] কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই। [/b][/color]
রুবেল ভাই চালিয়ে জান,
একই ফুল থেকে মৌমাছি অহরন করে মধু, আর মাকড়সা অহরন করে বিষ।
তাই যে যেটা গ্রহন করবে সেটা তার মানসিকতার উপর নির্ভর করবে।
ur software gerrision my registard id is GEK210RBRYUDAA . pls give me ur activation code
vai tune ta porlam tobe mone hoy kisu sikhte peresi ei website theke.i want 2 know more .pls say about virus
ওস্তাদ !
শুরু করে দিন।
আমার মনে হয় আমি সহ অনেক মানুষ ভাইরাস এর গঠন কাঠামোটা ঠিক ভাবে জানেনা।
এটা জানতে পারলে বড়ই উপকার হয়।
So Please GO AHEAD !!!
bhai kuna kisu bolar ni, wait korsi apnar tune er jonno.
so jotu taratari paren suru kore den.
please………………………………….!!!
chaliye jan guru.