আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? সবাই ভাল আছেন তো? আশা করছি ভাল আছেন। আমিও ভাল আছি।
--------------------------------------------------------------------------------------------------------------------------
চলুন কিছু ব্যাপার জেনে নেই। আমরা অনেকেই হয়তো অনলাইনে ইনকামের কথা শুনলে মনে মনে চিন্তা করি আসলেই কি সম্ভব? অনলাইন থেকে ইনকাম করা কি সত্যিই যায়?
তাহলে তাদেরকে আমি বলবো, অবশ্যই অনলাইন থেকে ইনকাম করা যায় এবং অনলাইন থেকে ইনকাম করা একদম সহজ, আবার কঠিনও।
যদি আপনি সঠিক পথ জেনে সঠিক গাইডলাইন পেয়ে কাজে নামেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। যদি আপনি সঠিক গাইডলাইন না জেনে কাজে নামে তাহলে অনেষ্টলি বলছি 2/3 দিন পর আপনি এমনিতেই কাজ ছেড়ে দিয়ে থেমে যাবেন।
=====================================
এখন কথা হচ্ছে সঠিক গাইডলাইন কি বা কিভাবে পাবো?
=====================================
উঃ সঠিক গাইডলাইন বলতে যার কাজ থেকে আপনি কাজ শিখবেন। যে আপনার প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবে এবং আপনাকে সমাধানের পথ বের করে দিবে, যে আপনার প্রশ্নের উত্তরগুলো দিবে আপনি যে কাজটা বুঝেন না সেটা বুঝিয়ে দেবে সেই হচ্ছে আপনার সঠিক গাইডলাইন
অনেক কথা বললাম এখন চলেন কাজে দিকে যাই।
=======================
কাজটা কি?
=======================
আমি আজকে যে টপিকটি নিয়ে টিউন করেছি সেটা হচ্ছে, আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমরা সকলেই স্মার্টফোনের অ্যাপ্লিকেশন এর সাথে পরিচিত। আর আমাদের কাজটা হচ্ছে সেটাই। আমরা স্মর্টফোন এর জন্য অ্যাপ্লিকেশন তৈরি করবো এবং সেটাকে কিভাবে Playstore এ সাবমিট করবো এবং যখন কেউ আমার App ইউজ করবে এবং সেটা ওপেন করবে তখন এড শো করবে তার মাধ্যমে টাকা আর্ন হবে।
=====================================
কাজ কিভাবে করবো কিভাবে শিখবো?
=====================================
উঃ কাজটা আমি আপনাদের শিখিয়ে দিবো ভিডিও এর মা্ধ্যমে একদম বিনামূল্যে। ভিডিওর মাধ্যমে কারণ নয়তো অনেকেই আছে হয়তো বুঝতে পারবে না টিউন করলে। তাই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। কিভাবে App বানাবেন তা থেকে শুরু করে কিভাবে তাতে Ad শো করাবেন, কিভাবে তা টিউন করবেন এবং কিভাবে মানুষ আপনার App পাবে সব শিখিয়ে দেওয়া হবে (বিনামূল্যে)। আমি বারবার বিনামূল্যে বলছি কারণ অনেকেই হয়তো মনে করতে পারেন যে পরে হয়তোবা টাকা চাইবে। না সেই ধরনের কোন কাজ হবে না। আমরা টেকটিউনসতে আসিই একে অপরকে সাহায্য করতে। টেকটিউনসতে টাকা দিয়ে কোন কিছু শিখতে আসি না। আমি আপনাদেরকে সাহায্য করবো এতে কিন্তু আমারও লাভ আছে, আপনারা আমার ভিডিও দেখবেন তাতে আমারও অনেক উপকার হবে আমিও অনেক কিছু শিখতে পারবো এবং শেখাতে পারবো। তাই বলছি কোনো প্রকার টাকা পয়সা চাওয়া হবে না তবে আরেকটা কথা যদি কেউ কখনো আপনাকে অনলাইনে কাজ শেখাবে বলে এবং টাকা চায় তাহলে অবশ্যই তাকে আগে ভালো চেক করে নিবেন। যাক ওগুলো বাকীর কথা এগুলো বাদ দিলাম।
আপনাদের এখন যা করতে হবে: আমি আপনাদের এবার যে কাজটা শিখাবো বলেছি সেটা অনেকগুলো পর্ব হবে এবং ভিডিও আকারে টিউন করা হবে টেকটিউনসতে। কারণ একটি টিউনের মাধ্যমে শেখানোটা সম্ভব নয়। সুতরাং এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কি আদৌ কাজটি শিখতে চান? যদি প্রশ্নের উত্তর হয় হ্যা তাহলে 1 নং কাজটি করুন আর যদি উত্তর হয় না তাহলে 2 নং কাজটি করুন।
কাজ 1: এক্ষুনি আমার ফেসবুকে দেওয়া বিস্তারিত টিউনটি দেখুন।
কাজ 2: আপনার ইনকামের সফর এখানেই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ এত সময় ও ধৈয্য নিয়ে আমার টিউনটি পড়ার জন্য।
যোগাযোগ:
ধন্যবাদ আশা করি আগামী টিউনে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুর্তিতে থাকবেন। হা হা রেডিও এর ডায়লগ হয়ে গেল। 🙂 🙂
আমি সাঈদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ইউটিউব ব্লগার অনেক কঠিন হয়েছে, তাই admob টা কাজে লাগবে