ফটোশপ জোন(পর্ব-১৪: ব্রণ মেছতাসহ মুখের অবাঞ্চিত দাগ দূর করা)

ফটোশপ জোন

আজকের টিউনটি শুরু করার আগে বলে রাখা প্রয়োজন, ফটোশপে ছবি এডিটিং এর উপর আপাতত এটা আমার শেষ টিউন,ব্যস্ততার জন্য আপাতত আমার এই ধারাবাহিক টিউনটিতে বিরতি দিলাম।ইনশা আল্লাহ,খুব তাড়াতাড়িই আমি আবার আপনাদের সামনে হাজির হব ।আগামী পর্বগুলোতে ওয়েব ডিজাইনিং এ ফটোশপের ব্যবহার এবং ফটোশপ এনিম্যাশন নিয়ে টিউটোরিয়াল করব।মডারেটরের কাছে অনুরোধ আজ পর্যন্ত লেখা টিউটোরিয়ালগুলো যদি যোগ্য মনে হয়,তাহলে ব্লগ লিস্ট পেজে সাইডে এড ব্যানার হিসেবে যোগ করে দেবেন। যেহেতু বিভিন্ন বিষয়ে ধারাবাহিক টিউটোরিয়াল থাকলেও ফটোশপের উপরে ধারাবাহিক টিউটোরিয়াল এই প্রথম,তাই আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো লেখার আগ পর্যন্ত  যেনো সবাই ফটোশপের এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হতে পারে।

আজ আমি আপনাদের সাথে ফটোশপে ছবি এডিটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব।আমরা পত্রিকায় বিভিন্ন ব্রণ দূর করার ক্রীমের বিজ্ঞাপনের ছবিতে দেখি যে, ব্রণ মেছতাযুক্ত মুখে ক্রীম ব্যবহারে মুখ থেকে ব্রণ মেছতার দাগ মুক্ত ছবি ।ফটোশপে এ কাজ কিভাবে করা হয় অর্থাৎ, কিভাবে কোনো মুখের ছবি থেকে অবাঞ্চিত দাগ,ব্রণ বা মেছতার দাগ ইত্যাদি দূর করা যায়,আজ আমি এটা নিয়েই কথা বলব।

প্রথমে যে মুখের ছবি থেকে অবাঞ্চিত দাগ দূর করবেন,সেই ছবিটি খুলুন।

এখন নিচের মত patch tool সিলেক্ট করুন।

নিচের মত করে patch tool এর জন্য সেটিংস ঠিক করুন।

আপনাকে যা করতে হবে তা হল মাউস বাটন ড্র্যাগ করে এই patch tool দিয়ে ছবিতে মুখটির যেকোন মসৃন জায়গায় সিলেকশান তৈরি করে ঐ মসৃন জায়গার কপিটা মাউস দিয়ে ক্লিক করে ধরে ব্রণের দাগের উপরে বসিয়ে দিতে হবে।উপরের অপশন বারটিতে destination অপশনটি সিলেক্ট করার ফলে ব্রণের উপরে আপনার সিলেক্ট করা মসৃন জায়গার কপিটা পেষ্ট হবে,কিন্তু আপনি যদি source অপশন সিলেক্ট করতেন তাহলে বরং ব্রণের ছবিটি আপনার মসৃণ জায়গার সিলেকশানের উপর তৈরি হত।যা হোক নিচের মত করে মুখের মসৃণ জায়গায় একটা সিলেকশান তৈরি করুন।

এবার এটি ড্র্যাগ করে ব্রণের উপরে বসিয়ে দিন নিচের মত করে

আমি এই ছবিটাতে যেখানে সিলেকশানটা বসালাম সেখানে একটা ব্রণ ছিল।দেখুন কান্ড,সিলেকশানটা বসানোর সাথে সাথে ব্রণটা নাই হয়ে গেল আর কালারটাও সয়ংক্রিয়ভাবে এডজাস্ট করে ফেললো।

আপনি ইচ্ছা করলে এই সিলেকশানটাকেই আবার মাউস দিয়ে টেনে অন্যান্য ব্রণের উপরে বসিয়ে দেয়ার মাধ্যমে ব্রণ দূর করতে পারেন।আবার ইচ্ছা করলে নতুন মসৃণ জায়গার সিলেকশান তৈরি করে তা অন্য ব্রণের উপর পেষ্ট করতে পারেন।তবে একই সিলেকশান বিভিন্ন ব্রনে ব্যবহার করার ফলে যদি কোন ব্রনের উপর পেষ্ট করা কপিতে কালার না ম্যাচ করে তাহলে ঐ সিলেকশানকে ডিসিলেক্ট করে আবার নতুন সিলেকশান তৈরি করে তা দিয়ে কাজ করুন।সব ব্রণ দূর করার পরে আমার ছবিটি নিচের মত হল।

এ পর্বে আমরা জানলাম,

ছবিতে ব্রণ মেছতার দাগ দূর করার উপায়

প্যাচ টুলের ব্যবহার

কেমন লাগলো জানাতে ভুলবেন না।সবাইকে ধন্যবাদ।

ফটোশপের উপর লেখা আমার আগের ধারাবাহিক পোষ্টগুলো

ফটোশপ জোন(পর্ব-১: বেসিকঃ তৃণমূল পর্যায় থেকে)

ফটোশপ জোন(পর্ব-২ : কাস্টম অর্থাৎ নিজের পছন্দমত যেকোনো আকারের ব্রাশ তৈরি)

ফটোশপ জোন( বেসিক পর্ব-৩ : প্যাটার্ন কি,প্যাটার্ন তৈরি ও ব্যবহার)

ফটোশপ জোন(পর্ব-৪: একটি সাধারণ কিন্তু দৃষ্টিনন্দন ওয়ালপেপার)

ফটোশপ জোন(পর্ব-৫ : বিষয়- আগুন তৈরি )

ফটোশপ জোন (পর্ব-৬ : দৃষ্টিনন্দন পানির ফোটা )

ফটোশপ জোন(পর্ব-৭:বেসিক : দুটি ভিন্ন কালারের ছবির কালার ম্যাচ করা)

ফটোশপ জোন(পর্ব-৮:বেসিকঃ যুবককে বৃদ্ধে পরিণত করা)

ফটোশপ জোন(পর্ব-৯:বেসিকঃ সাদা কালো ছবিতে রঙ্গিন বস্তু)

ফটোশপ জোন(পর্ব-১০: বেসিকঃ পানিতে কোন বস্তুর প্রতিবিম্ব তৈরি)

ফটোশপ জোনঃ পর্ব-১১ (ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার ফলে ছবিতে সৃষ্ট রেড আই বা চোখের লাল স্পট সমস্যা দূর করা)

ফটোশপ জোন(পর্ব-১২:বয়স্ক মানুষের বয়স কমানো)

ফটোশপ জোনঃ পর্ব-১৩ ( টাকমাথায় চুল গজানো)

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি আর বলব………………..আপনি সত্যই ফটোশপের জাদুকর

    Level 0

    হা হা হা,ভাই তো দারুন বিশেষনে বিশেষায়িত করলেন আমাকে!!!!ধন্যবাদ।

Level 0

কাজের একটা জিনিস শিখছি

ফটোশপ নিয়ে আপনি টিউন করেন বলে আমরা কিছু শিখতে পারি থাতে আমরা কিছু দিতে পারি না শুধু ধন্যবাদ দিয় অতএব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি সামনে আরো ফটোশপ নিয়ে ভাল সুন্দর শিখার টিউন পাব।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ না দিয়ে পারলাম না আপনি অনেক গুলো সুন্দর টিউন করেছেন ফটোশপের উপর। ভালোথাকবেন আর আমাদের বেশী বেশী শেখাবেন।

তবে যেটা বলতে চাইছিলাম, আপনার টিউনগুলো ছোট্ট হ্যান্ড বুক আকারে প্রকাশ করতে চাই http://www.ebookbd.info এই সাইটে, এতে আপনার নাম রেফারেন্স সব উল্লেখ থাকবে। প্লিজ ভাই আপনার মতা মত জানাবেন। ধন্যবাদ

    Level 0

    না ভাই,এখন প্রকাশ করবেন না,কারণ,এখনও টিউটোরিয়াল করা শেষ হয়নি।যখন শেষ করব,তখনই কইরেন,আশা করি মাইন্ড করবেন না।আমি চাইনা,কেউ আংশিক বিদ্যা শিখুক।আমি চাই,যারা শিখবেন,তারা যেনো সবই ভালোমত শিখেন।তাই আমি চাই,আমার টিউটোরিয়াল গুলো শেষ হওয়ার পরে আমি নিজেই জানিয়ে দেব।তখন আপনি তা বই আকারে প্রকাশ কইরেন,ধন্যবাদ।

    Level 0

    আর তাছাড়া,বাংলায় এ ধরনের তেমন ভালো ও পূর্ণাংগ বই নেই ।আমি চাই আমার বইতে সবকিছু থাকবে।সুতরাং,টিউটোরিয়াল শেষ হওয়ার আগেই যদি তা বই আকারে পাবলিশ করা হয় তবে তা পূর্ণাংগ হবেনা এবং তা কোন সুফলও বয়ে আনবে না। ফলে আমার নিজের ইমেজটাও নষ্ট হবে।তাই আমি চাই,সবগুলো টিউটোরিয়াল শেষ হওয়া পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন।

Level 0

proti ta posi onek nice hoi.

    Level 0

    ধন্যবাদ 🙂

ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

অনেক ভাল হয়েছে

    Level 0

    বাহ,আপুকে অনেকদিন পরে দেখলাম,কেমন আছেন,ধন্যবাদ।

ফেয়ার এন্ড লাভলী কোম্পানী তো শেষ হয়ে যাবে…..

    Level 0

    হা হা হা,ধন্যবাদ।

মিঠু ভাই আমরা চাই আপনার ব্যস্ততা শেষ করে,আমাদের মাঝে ফটোশফ এর ধারাবাহিক পর্ব নিয়ে ফিরে আসবেন। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আমিও তাই চাই,ধন্যবাদ।

Nazmul Haque Palash says:
১৬ মার্চ, ২০১১ at 1:11 পুর্বাহ্ন

ফেয়ার এন্ড লাভলী কোম্পানী তো শেষ হয়ে যাবে…..
————————————————————————————————-
ফটো (মানুষের ছবি) এডিট করা ভাল্লাগে। এর উপর আরো কিছু জানার বাকী আছে নাকি? যেমন- আমরা স্টুডিও তে ছবি তোলার পর খুব একটা ভাল ছবি আসে না। কিন্তু একটু পর এডিট করে একেবারে হিরো বানিয়ে দেয়া হয়। এইটা নিয়ে কোন জানার কিছু আছে কিনা বা টিউন করা যায় কিনা ?

    Level 0

    হুমম,এ নিয়ে পরে টিউনের চেষ্টা করব,ইনশা আল্লাহ।

মিঠু, আপনার ফটোশপ নিয়ে চেইন টিউন গুলো খুবই জনপ্রিয় হয়েছে টেকটিউনসে এবং তা টেকটিউনসকে সমৃদ্ধদান করেছে। আপনার টিউনগুলো খুব শীঘ্রই সাইড ফিচার করা হবে। তবে চেইন টিউন নিয়ে কিছু কাজ চলায় আমাদের বিলম্ব হচ্ছে। আপনি আপনার টিউন অব্যাহত রাখুন আর থাকুন টেকটিউনসের সাথে ধন্যবাদ।

    Level 0

    আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙂

অসাধারণ হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Level 2

bhai ami ekta chobi edit korci but chobir dar golo adjust hocce na clone tool diye deklam balo hoy na tobe goshe goshe kibabe jeno kora jay bule geci.

সত্যিই অসাধারণ! 😛

Level New

অনেক অনেক অনেক ভাল হয়েছে