যে কোন HD মুভি/সফটওয়্যার/mp3 ডাউনলোড করে ফেলুন ১টি App দিয়ে কোথাও যেতে হবে না আর

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আমরা সবাই কম বেশি মুভি, সিরিয়াল, গান দেখে শুনে অভ্যস্ত। আর কম্পিউটার ইউজের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার কম বেশি সবাই ইউজ করি। কিন্তু বেশিরভাগ সময়ে দেখা যায় যে আমরা আমাদের পছন্দের মুভি/সিরিজ/সফটওয়্যারের ডাউনলোড লিংক ইন্টারনেটে খুঁজে পাই না অথবা পেলেও ভালো প্রিন্ট/কপি পাই না।

ভালো প্রিন্টের জন্য আমরা অনেক সময় টরেন্টের দ্বারস্ত হই, সে ক্ষেত্রে আবার ঝামেলা হয় প্রথমে টরেন্টের লিংক খুঁজে বের করা তারপর আবার টরেন্ট সফটওয়্যারে গিয়ে সেটি পেস্ট করে তারপর মুভি নামানো। নরমাল্লি মোবাইলের টরেন্ট App গুলা এমনই হয় যে ম্যানুয়াল্লি লিংক খুঁজে বের করে তারপর App এর মাধ্যমে ডাউনলোড করতে হয়।

ব্যাপারটা যদি এমন হয় যে আপনি ছোট্ট একটা এপ ইউজ করলেন আর সেটাই আপনার জন্য ভালো প্রিন্টের মুভির লিংক খুঁজে বের করে পাশেই ডাউনলোড বাটন সহ উপস্থাপন করে কেমন হবে? মানে আপনার Android ফোনে ১টি মাত্র App ইউজ করেই ভালো মানের প্রিন্টের মুভি/সিরিজ/এমপি থ্রী পেয়ে যাবেন কোথাও যেতে হবে না আর এমনকি ব্রাউজারেও না। আরো মজার ব্যাপার হচ্ছে এই App আপনার জন্য শুধু যে মুভি/সিরিজ খুঁজে বের করবে তা না এমনকি আপনার প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যারও এর মাধ্যমে খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন। আবার ধরুন যেকোন mp3 গান দরকার, আপনি নাম দিবেন আর এটি আপনার জন্য ডাউনলোড লিংক ডাউনলোড অপশন সহ নিয়ে আসবে।

এই App টি দিয়ে কিভাবে আপনি ইজিলি মুভি/সিরিজ/mp3/সফটওয়্যার ডাউনলোড করবেন তা আমি ছোট্ট ৩ মিনিটের ১টি ভিডিও এর মাধ্যমে সহজভাবে দেখিয়ে দিয়েছি। আর আমাদের চ্যানেলের ভিডিও গুলাতে আজাইরা ফাউ আলাপ আমরা এভয়েড করি এই যেমন আগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ইত্যাদি।

Appটি কিভাবে কাজ করে দেখে নিন এই ভিডিও থেকে।

তবে আপনাদের কাছে ১টা রিকোয়েস্ট হলো, ভিডিও কেমন হইছে এইটা যাষ্ট টিউমেন্টে জানাবেন। ভালো অথবা খারাপ অবশ্যই জানালে কৃতজ্ঞ তাকবো। কারন ভালো হলে লাইক সাবস্ক্রাইব খোঁজা লাগবে না আশাকরি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে।

আজ এ পর্যন্তই, সাড়া পেলে আরো ভালো ভালো প্রয়োজনীয় App নিয়ে হাজির হব।

ইউটিউবে আমাদের চ্যানেল Android Apps Review Bangla

Level 0

আমি সোহাইল উইক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস