নিজেই তৈরি করুন ভিডিও টিউটোরিয়াল

আমরা ইন্টারনেট থেকে অনেক ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে থাকি। যদি এরকম ভিডিও টিউটোরিয়াল আপনি কিজেউ তৈরি করতে পারেন? তাহলে তো আপনি নিজেই শিক্ষক। এরকমই একটি সফটওয়্যার ক্যামেরা স্টুডিও। ক্যামেরা স্টুডিওর মাধ্যমে আপনি কম্পিউটারের চলমান ছবি রেকর্ড করেত পারেন। রেকর্ড করার সময় পাস করে রাখতে পারেন। আবার সময় অনুযায়ী স্টার্ট করতে পারেন। রেকর্ড শেষ হলে এটি আপনি AVI বা SWF ফরমেটে সেভ করে নিতে পারেন এভাবেই কয়েক মিনিটের মধ্যে আপনি তৈরি করতে পারেন নিজ্বস্ব ভিডিও টিউটোরিয়াল।নিচের লিংকটিতে ক্লিক করে এই ফ্রি ওয়্যার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

http://www.camstudio.org/CamStudio20.exe

capture01.JPG

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এধরণের ভিডিও এডিট করার কাজ করতে আমার অনেক ভাল লাগে।আচ্ছা এ সফটওয়্যার দিয়ে ভিডিওর একটি অংশ কেটে নিয়ে অন্য একটি অংশের সাথে জোড়া দেয়া যাবে কি?আর না দেয়া গেলে কি ধরণের সফটওয়্যার দিয়ে এ ধরণের কাজ করা যায়।

ভাই ইয়াসিন ধন্যবাদ। আপনি সফটওয়্যারটি নিয়ে একটু ঘাটলেই বুঝতে পারবেন। আপনি কাটা-ছেড়া করার জন্য এটি ব্যবহার করতে পাবেন না। এজন্য আমি আপনাকে অবশ্যই আডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে বলবো। যা আমিও ব্যবহা করে থাকি। এডোবি প্রিমিয়ার সর্ম্পকিত কোন হেলপ লাগলে বলবেন। আমি টিউন করে দিব। কিন্তু অবশ্যই নিদির্ষ্ট করে বলেবন কোনটি জানতে চান। কারন এডোবি প্রিমিয়ার টিউটোরিয়াল একসাথে সব দেওয়া সম্ভব নয়।

ধন্যবাদ হাবিবুর ভাই । আমি এটি ব্যবহার করি। খুব ভাল মানের ভিডিও পাওয়া যায়।

আমি আমার সম্পূর্ন স্কিন কেপচার করতে চাই। কিন্তু পারছি না । সাহায্য কাম্য।

মি: ফয়সল আপনি মেনু বার থেকে Region > Full Screen এ ক্লিক করুন। দেখুন ফুল স্ক্রীন ক্যাপচার হচ্ছে। ধন্যবাদ।

Level 0

ভাই আমি সাউন্ড দিতে পারচি না

Level 0

bor i am not geting sound Please Help me@@@@@@@@@@@

হাবিবুর ভাই অনেক ধন্যবাদ। আমি ZD Soft Screen Recorder v2 সফটওয়্যারটি ব্যবহার করি । আপনার সুযোগ হলে ব্যবহার করে কোনটি বেশি ভাল জানাবেন।

জট্টিলস

হাবিবুর ভাই আমি ভিডিও সেভ করতে পারছি না।

download korlam .porey janabo k-mon laglo .

download korlam .porey janabo k-mon laglo .

vai page to open hose na. plz akto clear koren.