আসুন শিখি Microsoft powerpoint part-9

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন।

আজকে শুরু করলাম microspft powerpoint part-9 . আপনারা আমার সাথে থাকুন।

***ধরুন আপনি ২টি project বানানো আছে। আপনার প্রথম presentation এর সবগুলো আর, ২য় project এর একটি নিয়ে একটি project বানাতে হবে। মানে, সহজ কথায় powerpoint এর কিভাবে copy, paste করে। তখন, আপনি কি করবেন? সেই জন্য আমার আজকের টিউন।

***প্রথমে powerpoint open করুন। তারপর, file এ গিয়ে open ক্লিক করুন। তারপর, পাওয়ারপয়েন্ট এর যেকোন file open করুন।

***তারপর, insert এ গিয়ে নিচের দিকে arrow mark এ ক্লিক করুন।

***তারপর, slides from files এ ক্লিক করুন।

***তারপর, যে window আসবে তাতে browse এ ক্লিক করুন।তারপর, আগের project এর সাথে যে project টি add করতে চান তা দেখিয়ে দেন।


***তারপর, আপনি project এর যে slide/part টি অ্যাড করতে চান তাতে ক্লিক করে insert এ ক্লিক করুন।

***আর আপনি যদি সবগুলো অ্যাড করতে চান তবে insert all এ ক্লিক করুন।

দেখবেন আপনার slide টি অ্যাড হয়ে গেছে।

***তারপর, আপনি যদি স্লাইড উপরে নিচে নিতে চান তবে শুধু মাউস এর সহায়তায় শুধু ড্রাগ করুন। দেখবেন হয়ে গেছে।

Power point এর সবগুল টিউন দেখুন এখানে

https://www.techtunes.io/tuner/sabihas13/

সবাই ভাল থাকবেন।

সবসময় একটি কথা মেনে চলবেন “read and forget, read and forget, but don’t forget to read.”

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউটরিয়াল সবগুলোর জন্য আজ অনেক অনেক ধন্যবাদ দিতে চাই । আজ হয়ত এ টিউটরিয়াল আমার কাজে লাগবে না কিন্তু একদিন না একদিন প্রেজেন্টেশন করার জন্য এই টিউটরিয়ালই হবে আমার সবচেয়ে প্রয়োজনীয় টিউন। তাই প্লিজ শুরু যেহেতু করেছেন এর শেষ পর্যন্ত করেই ছাড়বেন। সময়ের দাবী আপনার কাছে ………

    এতো সুন্দর কমেন্ট আর দেখিনি

আমার একটি পেনড্রাইভ(apacer) write-protected হয়ে গেছে।ফরম্যাট করেছি,regedit-এ গিয়ে registry value 0 করেছি। কাজ হয়নি। কোন ফাইল কপি করতে গেলে error report দেখায়।(“the usb storage is write protected”)।কিভাবে ঠিক করবো ভাইয়া,প্লিজ……সাহায্য করেন ।সাহায্য বিভাগে না দিয়ে সরাসরি আপনাকেই জিজ্ঞেস করলাম-I hope,আপনি সলভ্ করতে পারবেন।

আসলেই ধর্য্য ধরে শেষ করে ফেলুন। আর যথারীতি এই পর্বটাও চমৎকার হয়েছে।

ফিরে আসার জন্যে ধন্যবাদ 🙂

Thank u

আমি ভাবেছিলাম আপনি আর আসবেন না……………………….টা টা
নাহ আবার ফিরে এসেছেন…………. অভিন্দন

আপনাকে থাঙ্কস

যেই যা বলেন না কেন, আশা করি উনি আমাদের মাঝপথে রেখে যাবেন না।যখন উনি এই বিষয়ে টিউন করবেন না, তখন আমাদেরকে শেষ পর্ব বলেই যাবেন। ধন্যবাদ আপনাকে।

নিয়মিত আপনার এই টিউটোরিয়াল গুলুতে কমেন্ট করতে পারছিনা তাই দুঃখ্য প্রকাশ করছি।
আশা করছি টিউটোরিয়লটা সম্পুর্ন করবেন,
আর অনুমতি পেলে টিউটোরিয়ালটা আমার ব্লগেও প্রকাশ করতে চাই।
ধন্যবাদ টিউনের জন্য।

এত কষ্ট করে টউন করার জন্য ধন্যবাদ। সত্য কথা বলতে কি আপনার টউন গুলো খুব সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে।টউন গুলো সত্য সত্য সংগ্রহে রাখার মত। সেই জন্যইত আমি সব পিডিএফ করে রাখতেছি।

    আল্লাহ যদি বাচিয়ে রাখেন।তবে কথা দিচ্চি ১-২ বছরের মাঝে word,excel,frontpage,html এর উপর লিখব।এক্টার পর এক্টা।শুধু দোয়া করবেন।

Level 0

ভাল লাগল, আমার কাজে লাগবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।