আশাকরি বুঝতে বাকি যেই আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। আমি এই টিউনের মাধ্যমে বুঝানোর চেষ্টা করবো যে কি কি বিষয় গুলো মাথায় রেখে আপনি আপনার ক্যারিয়ার শুধু করতে পারেন। আমি এখনো পর্যন্ত ধরে নিলাম আপনি সম্পর্ন নতুন একজন ইউটিউবার। আমাকে অনেক নতুন ইউটিউবার গুলো প্রশ্ন যে সব বিষয় গুলো নিয়ে আমি সেই সব বিষয় নিয়েই আজকের টিউন লিখবো আর আশা করি সেখান আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর হ্যা পোস্টটি আমি সর্ম্পন আমার নিজের ভাষায় লিখবো তাই কেউ বুঝতে বা কোথায় সমস্যা হলে ৩৬০ ডিগ্রিতে টিউমেন্ট করুন।
সধ্য আমার YouTube এর নতুন আপডেট নিয়ে পোস্টটি এখনো যারা দেখেন নাই তারা দেখে আসুন New Rules On Ad Monetization.
ধরে নিলাম আপনি নতুন। আপনার জন্য আমার মোটিভেশন ♥ আগে আপনি লক্ষ স্থির করুন যে আপনি আসলেই কি ইউটিউব করবেন। নাকি শুধু শুধু টাইম নষ্ট করার জন্য করবেন। আর যদি টাইম নষ্ট করার জন্য আসেন তাহলে বলবো আপনি থেকে এখুনি বিদায় নিন। নিচের দিকে আর যাবেন না আপনি। আর যদি এটাকে আপনার ক্যারিয়ার হিসাবে নিতে যান তাহলে আপনি শুরু করুন নিচের পড় শুরু করুন। আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে.
কি কি জানা লাগবেঃ
YouTube ক্যারিয়ার শুরু করতে হলে আপনাকে কি কি জানা লাগবে। এই বিষয়টি নিয়ে বলতে গেলে আমি আপনাকে যে বিষয় গুলো সাজেষ্ট করবো তা নিন্মে দিলাম-
নিশ চয়েজঃ
উপরের বিষয় গুলো যদি আপনার সব গুলোর ব্যাপারে জানা থাকে তাহলে আমি বলবো আমি পারপেক্ট মানুষ। এবার আপনি সেলেক্ট করার পালা আপনি কোন ক্যাটেগরি বা নিশ নিয়ে কাজ করবেন। এটা সম্পর্ন আপনার ব্যাপার আমি নিচে আপনাকে এমন কিছু বলতে চলেছি যা হয়তো আপনার মাথা গুরিয়ে দিতে পারে। তাই বুঝে ও শুনে ও দেখে ভালো ভাবে একটা নিশ সেলেক্ট করুন। যেন আপনাকে আর পিচনে পিরে তাকাতে না হয়। আমাকে অনেক প্রশ্ন করেন আমি একটা নিশ বলে দিতে কিন্তু ভাই আপনি না করতে পারলে আমি হাজার টা নিশ বললেও কাজ হবে না। এটা সব সময় মাথায় রাখবেন। আশা করি আপনার নিশের ঝামেলা শেষ।
ভিডিও মেকিংঃ
আমি আশা করছি আপনার উপরের ঝামেলা গুলো খুব ভালোভাবে বুঝে ও শুনে ও দেখে সব শেষ করতে পেরেছেন। এবার পালা আপনার ভিডিওর। কিন্তু এটা একটু কষ্ট হয়ে যাবে হয়তো আপনার জন্য। কিন্তু তাও আপনাকে করতে হবে। কারণ আমি আপনার কাছে চাইবো আপনার শুধুমাত্র ৪ মাস। ধরে নিতে পারেন এই ৪ মাস আমি আপনার জীবন থেকে নিব শুধুমাত্র আপনার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য। আমি উপরের কোন কিছুর জন্য আমি আপনাকে সময় দেই নি। শুধু ভিডিওর জন্য আমি বলবো আপনাকে শুধু ৪ মাস আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে আপনার ক্যারিয়ার ঠিক হয়ে যাবে। এবার দেখে নিন আমার হিসাবটি কেন আমি আপনার কাছে ৪ মাস সময় চাইলাম। ৪ মাসে আপনি বানাবেন আপনার 4x30 Days= Total 120 Days তাহলে এবার আপনি ১ দিনে বানান ১০ টি করে তাহলে 120 দিনে হবে সর্বমোট 1200 ভিডিও। আপনি আপনার নিশের উপর 4 মাসে আপনি 1200 ভিডিও বানাবেন। আর আপনার চ্যানেলে অফপেইজ ও অনপেইজ ঠিক করে দিবেন। আপনার চ্যানেল যদি টিকে থাকে তাহলে ১০০০০০০% আপানর ক্যারিয়ার ঠিক হয়ে গেছে। শুধু মাত্র চার মাসে। আশা করি ভিডিও মেকিংয়ের বিষয়টি আপনারা বুঝে গেছেন। লিখতে গেলে আরো অনেক কিছু লিখা যায়। আশা করি এতটুকুতে বুঝতে পারছেন।
OnPage SEO For YT
এই ব্যাপারে অল্প কিছু বলে নেই এটা সংক্ষেপে বলে দিব। অনপেইজ মানে আপনার টাইটেল, ট্যাগ, End Screen, Card, Thumbnail ইত্যাদি। অথাৎ YouTube এর ভিতর যাই করবেন সেটাই অনপেইজ এসএইও।
Off Page SEO For YT
এটার ব্যাপারে বলতে গেলে বলবো। ইউটিউবের বাহিরে যে সব কাজ করা ভিডিও র্যাংকের জন্য সেটাই Off Page SEO। যেমন আপনার ভিডিও প্রোপাটিজে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ সব ব্যবহার করা। তারপর কোথায় আপনার ভিডিও Embed করা। কোথাও থেকে আপনার ভিডিওর জন্য ব্যাকলিংক নেওয়া। এই গুলো অনেক কিছু আছে যা এই ভাবে বলা সম্ভব না।
YouTube Update Monetization.
এটা নিয়ে সবার মানে নতুনদের সব উঠাপড়া! ভাই আমি আপনাকে বলছি যদি আপনি ইউটিউব এর সকল কিছু মেনে এবং আমার দেওয়া সিস্টেমটি প্লো করেন। তাহলে YouTube Update Monetization টির দিকে আপনাকে নজল না দিলেও হবে। এটা নিয়ে যত বেশি চিন্তা করবেন ততবেশি আপনার সময় নষ্ট হবে। তাই আমি বলি এটার পিচুনে সময় নষ্ট না করে। আপনি ভিডিও মেকিংয়ের দিকে সময় দিন। ভালো কনটেন্ট হলে YouTube এর বাপ আপনাকে Monetization.দিয়ে দিবে আপনার চিন্তা করতে হবে না।
চিন্তাভাবনাঃ
অনেকেই আবার আমাকে মনে মনে গালি দিচ্ছে এতক্ষনে। তাদের জন্য বলবো ভাই আমি আমার সব গুলো চ্যানেলের জন্য প্রতিদিন প্রায় 32 টা ভিডিও বানাতে হয়। তাহলে একবার চিন্তা করুন আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না। আমিও মানুষ আপনিও মানুষ। এবার একটু বলি আমি কেন পারি। তার কারণ হলো আমি ঘুমাতে গেলেও চিন্তা ইউটিউব আমার ক্যরিয়ার বসতে গেলেও চিন্তা ইউটিউব আমার ক্যরিয়ার। আরো অবাক যে আমি এটা চাড়াও একটা হোস্টিং কোম্পানী চালাই Techvily +আমি আমার প্রায় ১০ টি Website কন্টোল করি। তাহলে চিন্তা আমি যদি পারি আপনি কেন পারবেন না। আমি চাই আপনিও পারেন। আপনারও হউক। এগিয়ে যাক বাংলাদেশ।
সমাপ্তঃ
কি বলে শেষ করবো নিজেও জানি না ভাই। তবে এইটুকু বলতে পারি উপরের বিষয় গুলো প্লো করলে আপনি আশা করি সাকসেস হবেন। একটু সময় দেন YouTube কে। YouTube পরে আপনাকে সারাজীবন দিবে। একটা অফলাইন জবের জন্য আপনি এক বছর ও দোড়ান সেখানে আপনি মাত্র ৪ মাস সময় শেষ করতে পারবেন না ভালো কিছুর জন্য।
সর্বোপরী আমার অনেক ভুল থাকতে পারে। সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও ভুল চোখে পড়লে বা আপনার কোন কিছু জানতে চাইলে অবশ্যই টিউমেন্ট করবেন।
এই টিউনির আরো বিস্তারিত আমি প্রকাশ করবো আমার চ্যানেলে ভিডিও আকারে। যারা আমার চ্যানেল লিংক যানেন না তাদের জন্য দিলামঃ LearningBD
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
খুব সুন্দর লিখেছেন ভাই