আসুন শিখি Microsoft powerpoint part-8

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি Microsoft powerpoint part-8 নিয়ে আলোচোনা করব।

***Microsoft Powerpoint open করে file এ গিয়ে open এ ক্লিক করি।তারপর,আগের দিন এর বানানো powerpoint এর ফাইল টি double click করে ওপেন করুন।

***তারপর, slide show তে গিয়ে animation schemes এ ক্লিক করুন।

***এরপর,যে window আসবে, তাতে animation schemes এ ক্লিক করুন। তারপর, নিচের animated slide আসবে।

*** তারপর, নিচের দিকে যেতে থাকুন এবং slide গুলোতে ক্লিক করে review দেখতে থাকুন।

***আমি exciting এর neutron এ ক্লিক করেছি।

দেখবেন লেখাগুলো ঘুরতে ঘুরতে আসছে।

এই slide গুলো ক্লিক করুন আর দেখুন আপনার powerpoint এর কাজটি অনেক সুন্দর হয়ে গেছে।

***তারপর, file এ গিয়ে save এ ক্লিক করুন।

আমার খুব কষ্ট লাগে যখন দেখি এতো কষ্ট করে লেখা টিউটোরিয়াল এ ২০০-২৫০ জন visit করে।

তারপরও লিখে যাই কারন আমি techtunes কে বড় ভালবাসি।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিখে যাবেন অবশ্যই। যখন পর্ব গুলো শেষ করবেন তখন অনেক ভালো লাগবে। নিজের ক্রিয়েশন দেখে নিজেই অবাক হয়ে যাবেন। শুভ কামনা আপনার জন্য।

লিখে যান। দেরি হলেও আমি জয়েন করলাম আপনার ক্লাসে।

    আরেকটা কথা, বলতে লজ্জা লাগলেও সত্যি টেকটিউনস আর আগের মত নেই। টিউনগুলো কেমন কেমন লাগে। ভিজিট নেই, কমেন্ট নেই। ব্যাপার না। আশা করি, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আপাতত একলা চলুন। শেষ করতে পারলে। একটা পিডিএফ করে ফেলবেন। 😉

    ভাই আপনার registry টিউন গুলো খুব ভাল লাগছিলো।আবার শুরু করেন।

Level 0

চালিয়ে যান আমি সর্বদা আছি আপনার সাথে। আমি পথ চেয়ে থাকি আপনার এই টিউনটির জন্য।

    এই জন্যই techtunes কে এতো ভালবাসি।

এহে আমি না আসতেই পপরীক্ষা শেষ!!! আমার কি হবে গো……………………..

    পরীক্ষা শেষ ।কিন্তু question paper আছে।

ভাই চালাইয়া যান । হতাশ হলে চলবে না । আমরা আপনার পাশে আছি। আর tune শেষে pdf করে দিবেন। thanks allot………

চালিয়ে যান আছি, শুভ কামনা রইল

ভাইয়া কতজন ভিজিট করলো আর কমেন্ট করলো এটা দেখে কষ্ট নিবেন না। ১জন আদম সন্তানের উপকার করাও বিরাট কিছু 🙂 আমার একটা উপকার করেন………পাওয়ারপয়েন্ট থেকে ভিডিও ফাইলে কনর্ভাট করার সফটের ঠিকানা দেন।