আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভাল আছেন। অনেকসময় আমাদের কম্পিউটার টি অনেকে ব্যবহার করে। বড়দের ব্যবহারের ফলে সমস্যা না হলেও ছোটদের ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ছোটদের যে অ্যাকসেস দেওয়া যাবে না তা নয়। প্যারেন্টাল কন্ট্রোল সেটিং এর মাধ্যমে আপনি চাইলে অন্য ইউজার কে আপনার কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে অ্যাকসেস বন্ধ করে দিতে পারেন। এবং অ্যাকসেস লিমিট ও করে দিতে পারেন।
এ কাজটি করার জন্য প্রথমে আপনাকে Start menu থেকে Control Panel এ ক্লিক করতে হবে। এরপর নিচের স্ক্রিনশটের মত একটি ডিসপ্লে আসবে। এখান থেকে Parental Control ক্লিক করতে হবে।
এবার ডিসপ্লেতে নিচের স্ক্রিনশটের মত আসবে। এখান থেকে আপনাকে Create a new user account ক্লিক করতে হবে। তবে পূর্বেই আপনাকে মেইন আকাউন্ট তৈরী থাকতে হবে। এখানে যেমন Sk Raju এটা হলো প্রথম তৈরিকৃত আকাউন্ট। মনে রাখতে হবে আপনার কম্পিউটারে কমপক্ষে দুটি ইউজার আকাউন্ট থকতে হবে।
এরপর নিচের মত একটি স্ক্রিন দেখতে পাবেন। এখানে একটি নাম যেমন আমি দিয়েছি Public দিয়ে Create account এ Click করতে হবে। এখানে যদি User must set password at next logon এ টিক দিয়ে দেন তবে পাসওয়ার্ড দিতে হবে।
এবার নিচের মত দেখবেন পাবলিক নামের একটি ইউজার আকাউন্ট তৈরী হয়ে গেছে। এখন এই পাবলিক নামের আকাউন্টে ক্লিক করতে হবে।
এরপর নিচের স্ক্রিন এর মত দেখাবে। এখান থেকে On, enforce current settings রেডিও বাটন টিতে ক্লিক করে নিচে Time limits এ ক্লিক করতে হবে। এখন নিচের মত একটি স্ক্রিন দেখতে পাবেন। এখান থেকে আপনি মাউস দিয়ে ড্রাগ করে, দিন অনুযায়ী ব্যবহারের সময় নির্দিষ্ট করে দিতে পারেন। এখানে নীল রং করা ঘরগুলো হলো ব্লকড টাইম অর্থাৎ এই সময়ে পাবলিক ইউজার কম্পিউটার অ্যাকসেস করতে পারবে না আর সাদা হলো অ্যালাউড টাইম অর্থাৎ এই সময়ে পাবলিক ইউজার কম্পিউটার অ্যাকসেস করতে পারবে। এখানে আমি ছোটদের একটি সেটিং দেখিয়েছি। এখন নিচে Ok দিতে হবে।
এরপর নিচের স্ক্রিনের মত আসবে সেখান থেকে গেমস এ ক্লিক করে বিভিন্ন গেমস চাইলে ব্লক করে দিতে পারেন।
এবং এর নিচে আছে Allow and block specific programs এ ক্লিক করলে আপনার কম্পিউটারের একটা প্রোগ্রাম লিস্ট আসবে যদি আপনি Public can only use the program I allow নামক রেডিও বাটন টি ক্লিক করেন। এখান থেকে আপনি চাইলে যেকোন প্রোগ্রাম ব্লক করে দিতে পারেন।
চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি আরও সহজ হবে.
আমি এস কে রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm Raju Ahmed. I work under a private company. I've completed diploma engineering from Khulna Polytechnic Institute at computer department. I'm also completing Bsc engineering from Sylhet International University at CSE department. I love designing such as logo design,visiting card,banner design,cover photo etc. I love tour.
প্রয়োজনীয় একটি টিউন, কিন্তু বর্তমানে অনেকের ঘরে কম্প্টিউটার থাকলেও তাদের ছেলে মেয়েদের হাতে এন্ড্রয়েড পৌছে গেছে। তাই আর তাদের রিষ্ট্রিক্ট করে রাখা যায় না। তার পরও ধন্যবাদ।