গুগল ক্রোম অথবা মজিলা দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে জনপ্রিয় সব ফরম্যাটে [টিউটোরিয়াল ]

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এ প্রতিদিন হাজার হাজার নানা ধরনের ভিডিও শেয়ারিং হচ্ছে যেগুলো দেখার সাথে সাথে আবার ডাউনলোড এর খায়েশ যে কারোরই হতে পারে কিন্তু বেরসিক ইউটিউব কতৃর্পক্ষ সরাসরি ডাউনলোড করার কোন সুযোগ রাখেনি তাই আপনাকে অন্য কোন উপায় ডাউনলোড করতে হবে ।

যারা আইডিএম ব্যবহার করেন তারা জানেন যখন আপনি ইউটিউবে কোন ভিডিও প্লে করা হয় তখন সাথে সাথে আইডিএমে ভিডিওটা ডাউনলোড করার অপশন চলে আসে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যায় কিন্তু এটা শুধুমাত্ত FLV ফরম্যাটে ডাউনলোড হয় আবার যাদের আইডিএম বা সমমনা ডাউনলোড ম্যানাজার নেই তারা ডাউনলোড করার সময় এই সাইট সেই সাইট নানা ধরনের ঝামেলায় পড়েন ।

কিন্তু আপনি যদি মজিলা অথবা ক্রোমের Easy YouTube Video Downloader নামের এ্যাড অনটি আপনার ব্রাউজারে যুক্ত করে নেন তাহলে কোন ধরনের ঝামেলা ছাড়াই জনপ্রিয় সব ফরম্যাট যেমন FLV, 3GP, MP3, MP4, 720p HD and 1080p Full-HD ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন

প্রথমে দেখাবেো কি করে গুগল ক্রোম দিয়ে সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়

প্রথমে এখানে ক্লিক করে Chrome YouTube Downloader - 2.2 নামের এক্সটেনশনে যান এবার Add to Chrome এ ক্লিক করে এক্সটেনশনটি গুগল ক্রোমে ইন্সটল করে নিন ।

এবার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যেকোন ইউটিউবের ভিডিও প্লে করুন তাহলে ভিডিওর ঠিক নিচের দিকে নিচের ছবির মত

ডাউনলোড লেখাটি পাবেন এতে ক্লিক করে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে

এবার চলুন মজিলা দিয়ে কি করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় তা দেখি

এখানে ক্লিক করে Easy YouTube Video Downloader 4.0 এ্যাড-অনের র পেইজে যান তারপর ডাউনলোডে ক্লিক করে মজিলাতে এ্যাড-অনটি ইন্সটল করে নিন ।

এবার ইউটিউবের ভিডিওতে গেলে প্রতিটি ভিডিওর নিচে ঠিক নিচের ছবির মতো

ডাউনলোড অপশন দেখতে পাবেন আপনার পছন্দের ফরম্যাটে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে

ব্যাস কাজ শেষ ।

খেয়াল করুন

সব ভিডিওর ফরম্যাটে 720p অথবা 1080p এর মতো HD প্রিন্ট কোয়ালিটি পাবেন না । যিনি ভিডিও আপলোড করেছেন তিনি যদি HD প্রিন্ট কোয়ালিটির ভিডিও আপলোড করে থাকেন তাহলেই HD প্রিন্ট পাবেন

MP3 ফরম্যাটে ডাউনলোড করার জন্য নিচের এমপিথ্রীতে ক্লিক করলেই চলবে

আশা করি এখন থেকে সবাই ইউটিউব থেকে কোন ঝামেলা ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন `কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন ।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল হইছে ,চালিয়ে জান

অনেক ধন্যবাদ। বিশেষ করে ক্রোমএর এক্সটেনশন দেয়াতে খুব ভালো লেগেছে। সবাই শুধু ফায়ারফক্স এর অ্যাডঅন দেয।

    ভবিষ্যতে ক্রোমের এক্সটেনশনের উপরে সিরিজ দেবার ইচ্ছা আছে 🙂

    Level 0

    অপেক্ষায় থাকলাম…………

শান্তি নেই……………
মানুষের চাহিদা অনন্ত……………….
হৃৎস্পন্দন ধ্বনিত হয় দ্রুত…………………………..
দাও দাও আরোও দাও…………………………………………………..
‘ভবিষ্যতে ক্রোমের এক্সটেনশনের উপরে সিরিজ ‘-এর চাহিদায় রইলাম…………………ভালোবাসার সাথে, কলকাতা

ক্রোমে কি ফ্লাশগট টাইপের কোন এডঅন আছে?
ক্রোম দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করার সময় যাতে ডাউনলডার DAP দিয়ে ডাউনলোড হয় সেটা কিভাবে করা যায়?

    এটাতো অটোমেটিক হবার কথা । দেখুন ক্রোমের সাথে DAP ইন্টিগেট করা আছে কিনা ?

welcome 150.

Level 0

মামুন ভাই, Mozilla -র extention টি নিয়ে আগেও টিউন করা হয়েছিল। আপনি একটু চেক করে দেখুন। আর chrome এর extention টার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    করা হয়েছে আমি জানি । এইরকম অণেক টিউনই করা হয় । প্রথমে ভাবলাম ক্রোম নিয়ে করি পরে ভাবলাম বোনাস হিসেবে মজিলাটাও যোগ করে দেই এতটুকুই ।

ধন্যবাদ, Firefox Add-on-টির জন্য…

বার বার হলে সমস্য কি যারা না যানে তারা তো যানতে পারবে।ধন্যবাদ

মামা ভাল হইছে, এখন থেকে টেকটিউনসে নিয়মিত হও……… নইলে কিন্তু কুমিল্লা চইলা আসমু………………

হুম ভাল টিউন চালিয়ে যান । মজিলারটা জানতাম কিন্তু ক্রোম এর টা জানতাম না আজকে জানলাম ।
ধন্যবাদ ।

Level 0

ক্রোম এর এক্সটেনশনটির জন্য ধন্যবাদ। ক্রোম এর এক্সটেনশন বাস্তবিক অনেক কম মজিলা এর তুলনায়। ইউটিউব এর টি খুজে পাচ্ছিলাম না। তাই অসংখ্য ধন্যবাদ।

    ক্রোমের এক্সটেনশন কম নয় বরং মজিলার কাছাকাছিই । একটু খুজে দেখুন পেয়ে যাবেন সবগুলো

ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য,
অনেক উপকারে আসবে।

আপনাকে অশেষ ধন্যবাদ……