আসুন শিখি Microsoft powerpoint part-7

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি Microsoft powerpoint এর উপর 7nt part নিয়ে এসেছি। আজকের part টি একটু ভালভাবে দেখতে হবে, কারন আজকের part টি একটি বড় project এর একটি অংশ। আর এই part টি যেকোন project এ অ্যাড করলে ভাল দেখাবে।

***প্রথমে Microsoft powerpoint open করুন।তারপর, মেনু থেকে insert এ গিয়ে picture এ গিয়ে wordart এ ক্লিক করুন।

***তারপর, wordart gallery থেকে যেকোন একটিতে ক্লিক করে ok চাপুন।

***তারপর, text এ techtunes লিখে ok চাপুন।

***তারপর, এই লেখাটাকে drag(টেনে) করে উপরে ডানে নিয়ে রাখুন।

***তারপর, techtunes লেখাটিকে একবার ক্লিক করে মেনু থেকে slide show তে গিয়ে custom animation এ ক্লিক করুন।

***তারপর। add effect এ গিয়ে entrance এ গিয়ে swivel এ ক্লিক করুন।

***তারপর, techtunes এর পাশের নিচের দিকে arrow তে ক্লিক করে effect options এ ক্লিক করুন।

***তারপর, সেখান থেকে যেকোন sound add করে ok ক্লিক করুন।

***তারপর, autoshapes এ গিয়ে stars and banners এ গিয়ে 16 point star এ ক্লিক করুন। তারপর, উপরে বামে মাউস এর রাইট করলে icon টি চলে আসবে।

***তারপর, star টি সিলেক্ট থাকা অবস্থায় fill colour এ গিয়ে more fill  colors এ ক্লিক করুন।

***তারপর, standard এ গিয়ে যেকোনো হাল্কা colour সিলেক্ট করে ok চাপুন।

***তারপর, add effect এ গিয়ে entrance এ গিয়ে more effect  এ ক্লিক করুন। তারপর,  basic এ গিয়ে flash once এ ক্লিক করুন।

***তারপর, start এ after previous এবং speed এ very fast সিলেক্ট করি।ইচ্ছে হলে sound effect যোগ করতে পারেন।

***তারপর,star টি সিলেক্ট থাকা অবস্তায় (ctrl+c) , তারপর, (ctrl+v) চাপুন।দেখবেন, আরেকটি star create হবে। এভাবে, ১৫-২০ টি star বানাতে হবে।

***তারপর, oval এ ক্লিক করি। তারপর, star বরাবর mouse এর left click করলে একটি oval আসবে।

***তারপর, fill colour এ গিয়ে চিত্রে দেখানো উপায়ে colour  সিলেক্ট করুন।

***তারপর, effect দিতে চাইলে চিত্রে দেখানো উপায়ে effect যোগ করুন।

***তারপর, oval  টি drag (টেনে) করে প্রথম star এর এখানে রেখে দিতে হবে।

***তারপর, file এ গিয়ে save এ ক্লিক করে যেকোন নামে সেভ করুন।

***Slide show তে ক্লিক করলে দেখা যাবে star টি move করছে।এবং, শেষে একটি লাল গ্রহ star টিকে খেয়ে ফেলেছে।

আপনাদের কাছে টিউনটি  ভাল লাগুক  আর  খারাপ লাগুক  মতামত দিবেন।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কেই তেলিয়েছি কিন্তু কেউ শেখায়নি তাই টিউনটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যযোগ ।

    আপনাকেও অনেক অনেক ধন্যযোগ।

১.ভাল লাগল
২.কঠিন লাগল
৩.ধন্যবাদ দিলাম
৪.বিশাল টিউন
৫. আবার ধন্যবাদ দিলাম

Level 0

এক কথায় চমৎকার টিউনস।এতোদিন চাতক পাখির মত চেয়ে ছিলাম power point উপর কারো পক্ষ থেকে টিউন এর আশায়। আপনাকে অনেক ধন্যবাদ সেই আশা পূরণ করার জন্য।

Chorom tune.

অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ।

খারাপ লাগার প্রশ্নই আসে না……সুন্দর

চমৎকার

    আপনাদের কাজে লাগছে জেনে আমার খুব ভাল লাগছে।

খুবই সুন্দর হইছে।আমি এক থেকে আট পর্যন্ত পিডিফ বানিয়ে রাখলাম। আশা করি আরো টউন করবেন