মোবাইল ফোন দিয়ে প্রতিমাসে YouTube থেকে আয় করুন 1000$ ডলার ?

আমরা নতুন অনেকেই Youtube Video নিয়ে কাজ করতে চাই। সেই অনুপাতে আমাদের অনেকের কম্পিউটার আছে আবার অনেকের নেই। যাদের কম্পিউটার আছে তাদের অবশ্য আমার ভিডিও গুলো দেখার কোন প্রয়োজন নেই। তারা জাফি ভাইয়ের যে ফ্রী কোর্সগুলো Youtube এ আপলোড করা আছে সেগুলো দেখুন। আর যাদের মোবাইল দিয়ে আমি আবার বলছি শুধু মোবাইল দিয়ে কাজ করার ইচ্ছা আছে তাদের জন্য আমার এই পূর্নাংগ একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ। আমি নিজে Youtube Marketing এর Advanced লেভেলের কেউ না। তবে যারা YouTube এ করতে চায় শুধু মাত্র মোবাইল দিয়ে তাদের জন্য আমার এই ছোট্ট উদ্যেগ।
একটা বিষয় আপনারা নোট করে রাখা উচিত এই সিরিজটি মূলত নতুনদের জন্যই, তাই দয়া করে পুরাতনরা কেউ আমাকে ভুল বুজবেন না। আর ভালো না লাগলে টিউনটি এরিয়ে চলে যাবেন (বাঙ্গালী আবার ফ্রি কিছু দেখলে চুলকায় 😛 
🙂
কি কি আছে এই সিরিজেঃ
======================
◘ মোবাইল দিয়ে Youtube মার্কেটিং করতে কি কি Application লাগবে ?
◘ কিভাবে আপনি মোবাইল দিয়ে একটি Youtube একাউন্ট খুলবেন ?
◘ কিভাবে মোবাইল দিয়ে চ্যানেলের নাম ও বেসিক সেটিং গুলো করবেন?
◘ কিভাবে আপনার চ্যানেলের নিশ বেঁছে নিবেন?
◘ কিভাবে মোবাইল দিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিও গুলো ডাউনলোড করবেন?
◘ কিভাবে মোবাইল দিয়ে একটি Intro বানাবেন ?
◘ কিভাবে মোবাইল দিয়ে একটি Outro বানাবেন ?
◘ কিভাবে মোবাইল দিয়ে আপনার নিশের উপর চ্যানেলের জন্য একটি ভিডিও বানাবেন ? (ভিডিও এডিট)- পার্ট -১
◘ কিভাবে মোবাইল দিয়ে আপনার নিশের উপর চ্যানেলের জন্য একটি ভিডিও বানাবেন ? (2) (ভিডিও এডিট)- পার্ট -২
◘ কিভাবে মোবাইল দিয়ে একটি সম্পর্ন ভিডিও আপলোড করবেন?
◘ কিভাবে মোবাইল দিয়ে আকর্ষনীয় Thumbnail বানাবেন?
◘ কিভাবে আপনার ভিডিওর জন্য ট্যাগ নির্বাচন করবেন?
◘ কিভাবে আস্তে আস্তে আপনার মোবাইল দিয়ে আপনার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ?
◘ মোবাইল মার্কেটারদের জন্য কিছু গুরুত্বর্পূর্ন Tips এন্ড Tricks
◘ সমাপ্ত
সকল ভিডিও পাবেন আমার চ্যানেলে, মজার বিষয় হচ্ছে সেই চ্যানেলটিও মোবাইল দিয়ে পরিচালনা করা হয় 🙂 । পরবর্তিতিতে আমাদের চ্যানেল এর নাম প্রকাশ করা হবে।
উপরোক্ত সব বিষয়ের উপর যদি আপনারা রাজি থাকেন তাহলে ভিডিও পাবলিশ করবো।
বিঃদ্রঃ আপনাদের আর কোন বিষয় জানার প্রয়োজন হলে (অর্থাৎ মোবাইল দিয়ে কি কি করা যাবে, কি কি যাবে না) টিউমেন্ট করতে পারেন, আমার জানা থাকলে অবশ্যয় বলবো। ধন্যবাদ। হ্যাপি ইউটিউবিং 🙂 🙂

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস