আপ-কামিং ই-কমার্স উদ্যোক্তাদের জন্য কিছু কথা!

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

কথাগুলো আপকামিং ই-কমার্স ব্যবসায়িদের জন্য কাজে লাগতে পারে- প্রথমেই বলে রাখি যে আমি কোন ই-কমার্স ব্যবসায়ি নই; ই-কমার্স ডেভেলপার।

ভাই একটা সময় ছিল যখন ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কেউ হুটহাট ঢুকে পরে দেখলেন যে ভালই ব্যবসা করে ফেলেছেন। সেদিন ভুলে যান। বাজারটা যত বড়... কম্পিটিশনটা কিন্তু বড় তার চেয়েও। তাই, ব্রেইনস্টর্ম করুন। টার্মটা নতুন? তাহলে আপনার কপাল ভাল যে আপনি এই লেখাটি টার্মটি জানার আগেই পড়ছেন। যে কোন ব্যবসা, প্রজেক্ট বা সিদ্ধানের শুরুতে Brainstorming টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মগজের সাথে শলাপরামর্শ করে নিন-
...নামবেন?
...কি ভাবে নামবেন?
...কেন নামবেন?
...প্রোডাক্ট কি?
...পটেনশিয়াল টার্গেট কারা?
...সাপ্লাইয়ার কারা?
...মজুদ করতে হবে কি না?
...মজুদ যোগ্য কি না?
...ইত্যাদি!
...অন্যান্য ইত্যাদি!
...লাগলে আরো ইত্যাদি! এক্ষেত্রে ঈদে বিটিভিতে চোখ রাখুন 🙂

ভয় পেয়ে গেলেন? তাহলে বলব একটু সময় নিন। বুঝুন। একটা ওয়েবসাইট বানানোর খরচ হাতে থাকলেই ই-কমার্স ব্যবসায়ী হতে পারবেন, এমন কথা আমি আপনাকে বলব। কারণ আপনি সাইটটা আমার থেকে বানিয়ে নিলেই কুরবানীটা দিতে পারব। তবে মনে রাখবেন- আপনার স্বপ্নই কিন্তু কুরবান হয়ে যাবে। Branistorm, brainstorm and brainstorm. মাথায় ঝড় তুলে ফেলুন। প্রয়োজনে এক পাতা Osartil ট্যাবলেট পাশে রাখুন, ব্লাড প্রেসার বাড়লে ব্যবহার করতে পারেন। Just kidding... 😀

তবে হ্যাঁ, পর্যাপ্ত গভিরতা না জানলে অচেনা জলাশয়ে ঝাপ না দেয়াই ভাল। তো কি করবেন এ ক্ষেত্রে? স্টাডি করুন। ইউটিউব আছে, ই-ক্যাব আছে! টিউনগুলো দেখুন। সফলদের পদাঙ্ক অনুসরণ করতে হবে এমন না; তবে তাদের Footsteps স্টাডি তো করতে পারেন। অনেকে সমস্যায় পড়ে অনেক টিউন দিচ্ছে। সমস্যাটা কোথায় বের করুন। নিজের ক্ষেত্রে কি সেটা পুনরাবৃত্তি হতে পারে? পারলে কিভাবে সেটা মোকাবেলা করবেন? সর্বপরি ভয় পাইয়ে দেয়া কথাগুলো বললাম এ জন্য- যে কোন সাকসেসই একদিনের নয়। সময় নিন। নিতে হবে। শুরুর জন্য সময়টা না নিলে পরে সেগুলোকে কাটিয়ে উঠতে সময় এবং অর্থ দুটোই যাবে। যেটা মানসিক ভাবেও সুখকর হবে না।
আর ই-কমার্স ওয়েবসাইট এর কথা বলব? ওটা আপনার লাগবেই। সেটা আজ আর কাল। শুধু ফেসবুকে ব্যবসা করে যারা লাভবান হচ্ছেন, তাদের ব্যবসাও দেড় থেকে দুই গুণ বাড়াতে পারে ই-কমার্স ওয়েবসাইট। কারণ সাইটটা অরগানাইজড এবং শপিং ফ্রেন্ডলি হয়। তবে ই-কমার্স সাইট তৈরিতে আপনার যদি কম বাজেট থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম বৈকি! বাজেট কমার দরুন ডেভেলপাররাও কিন্তু দর কমিয়েছেন। কিন্তু মনে রাখবেন- বিপরীতে কিছু তো আপনি কম পাচ্ছেনই। সেই কমটাই- সিরিয়াস ব্যবসার জন্য অনেক! তাই পর্যাপ্ত বাজেট না থাকলে আপনি এফ-কমার্সেই থাকতে পারেন। প্রারম্ভিক একটা বাজেট নিয়ে সাইট ডেভেলপমেন্ট এর জন্য যান। ক্ষতির সম্ভাবনা কম থাকবে। মেজাজটাও স্বাভাবিক থাকবে। উদ্যোক্তা হোন... বুঝুন... ভাল ব্যবসা করুন। Happy Selling...  একই সাথে আহ্বান করব সোশাল করপোরেট রেসপন্সিবিলিটি (SCR) এর মাধ্যমে সামাজিক কার্যক্রমেও এগিয়ে আসুন।

কথাগুলো আমার ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং প্রতিষ্ঠান ঢাকা ল্যাব (https://dhakalab.com) এর থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে লিখলাম। যে কোন প্রয়োজনে ০১৬৭৮-৬৬৯-৬৯৯ কিংবা ০১৯৪৬-৩৬৬-৪৪৮। এছাড়া আমার ফেসবুক আইডিঃ http://facebook.com/walibd

Level 3

আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস