কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। Bangladesh vs. India এর খেলা দেখে মন খারাপ হয়ে গেল।জানি সবাই তার সবটুকু দিয়ে খেলে।তবুও মন মানে না।কিন্তু Bangladesh এর batttng দেখে মন ভরে গেল।সাবাশ বাংলাদেশ যাও এগিয়ে।
যাই হোক আজকে আমি আমার Microsoft powerpoint এর part-4 নিয়ে এসেছি।সবাই আমার সাথে থাকুন।
***Powerpoint open করে file এ গিয়ে open এ ক্লিক করি।তারপর,আগের দিন এর বানানো powerpoint এর ফাইল টি double click করে ওপেন করুন।
***তারপর, মেনু থেকে format এ গিয়ে slide design এ ক্লিক করুন।
***তারপর দেখবেন ডানপাশে বিভিন্ন ধরনের design আছে।
***তারপর,design গুলোতে ক্লিক করতে থাকুন।আর design গুলো দেখুন।
***তারপর,file এ গিয়ে save এ ক্লিক করুন।
***তারপর, slide show তে গিয়ে view show তে ক্লিক করুন।আর দেখুন আপনি কি বানিয়েছেন।
***আমার সবগুলো tune দেখুন এখানে
https://www.techtunes.io/tuner/sabihas13/
আসুন বাংলাদেশ এর জন্য দোয়া করি।আশা করতে দোষ কি?
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আশা করি আশাহত হতে, ভালবাসি ঘৃনা পেতে, বেঁচে থাকি মারা যেতে ❗
অপ্রাসংগিক মন্তব্যের জন্য দুঃখিত
আপনার টিটোরিয়াল আমার বেশ কাজে দিচ্ছে…… প্লিজ থামবেন না। আরও অনেক শেখার আছে।
আপনাকে ধন্যবাদ সুন্দর সিরিজ নিয়ে আসার জন্য।