সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্তুন আর একটি টিওটরিইয়ালে। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা Adobe Premier Pro ব্যাবহার করে ভিডিওর কোন অযাচিত শব্দে বীপ টোন দিবেন।
অনেকেই প্রাঙ্ক শো কিংবা ফানি ভিডিও করেন যেখানে দেখা যায় অনেক আনওয়ান্টেড বা ভাল্গার সাউন্ড থাকে জেগুলো আপনি চাচ্ছেনা আপনার দর্শকরা সুনুক, সে ক্ষেত্রে আপনাকে বীপ টোন দিয়ে ওই নির্দিষ্ট সাউন্ডটি ব্লক করে দিতে হয়। এই কাজটি মাত্র ১মিনিটের মাঝে করা সম্ভব Premier Pro ব্যাবহার করে।
টিওটরিয়ালের প্রথমে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি অযাচিত শব্দের অই অংশটি মার্কারে মাধ্যমে মার্ক করে রাখবেন। এর পড়ে দেখাব Premier Pro থেকে কিভাবে বীপ টোন নিবেন। অনেকেই হয়তো জানেন না যে premier Pro তে অলরেডি বীপ টোন দেওয়া আছে। সুতরাং এই বীপ টোনের জন্য আপনাকে বাইরে থেকে কোন সাউন্ড ডাউনলোড করে আনতে হবে না। সব শেষে দেখাব কিভাবে আপনি কোন ছবি দিয়ে বীপ টোনের সাথে সাথে মুখের অংশটুকু হাইড করে রাখবেন।
সুতরাং আর দেরি না এখান থেকে টিওটরিয়ালটি দেখে নিন,
আজকে তাহলে এপর্যন্ত, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...
ফেসবুকে আমি ও
ইউটিউবে আমি
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।