Local Sever (XAMPP/WAMP) এর ক্ষেত্রে WordPress এর Theme/Plugin install করার সময় আমরা এই Error টি দেখতে পাই- Installation failed: Download failed. No working transports. আর এটা দেখে আমরা ভেবে থাকি এটা হয়তোবা XAMPP/WAMP এর কোন File Missing এর কারণে অথবা Windows এর কোন Problem এর কারণে হচ্ছে। তখন আমারা সেই Theme/Plugin কে Manually Download করার পরে Extract করে This PC/C:/xampp/htdocs/ [Worddpress File Container (Here Our Folder Name CSE)]/wp-contect/plugins অথবা This PC/C:/xampp/htdocs/ [Worddpress File Container (Here Our Folder Name CSE)]/wp-contect/themes এর Paste করে থাকি;কিন্তু Theme/Plugin এর Online থেকে সরাসরি Installation এর এই সমস্যার সমাধান খুব সহজেই আমরা করতে পারি। এই Video Tutorial এ আমি দেখিয়েছি কি ভাবে Installation failed: Download failed. No working transports সমস্যার সমাধান করে online থেকে যেকোনো WordPress Theme/Plugin সরাসরি Install করা যায়।
১) লোকাল সার্ভার (XAMPP) Installation.
২) ওয়ার্ডপ্রেস Installation.
৩) XAMPP এর মাধ্যমে database Creation.
4)ভালো ফ্রি থিম খুঁজে বার করা।
৫) থিম Installation.
৬) Site Logo সেটআপ।
৭) সোশাল মিডিয়া লিঙ্ক সেটআপ।
৮) টপ মেনু/মেইন মেনু Creation.
৯) পেইজ/টিউন Creation.
১০) Sidebar ডিজাইন।
১১) Footer Widget ডিজাইন।
১২) Footer Information বদলে ফেলা।
১৩) Static Homepage ডিজাইন এবং সেটআপ।
১৪) কিছু অতি গুরুত্বপূর্ণ Plugins এর ব্যবহার।
১৫) Facebook Likebox সেটআপ।
১৬) ব্লগ পেইজ Creation.
১৭) Contact Us পেইজ ডিজাইন।
১৮) Location Map সেটআপ।
১৯) খুবই জরুরি এবং জনপ্রিয় Plugin Visual Composer এর ব্যবহার।
২০) Wp-admin লগইন পাসওয়ার্ড রিসেট।
২১) ওয়ার্ডপ্রেস আপলোড ফাইল সাইজ বৃদ্ধি (in XAMPP).
২২) সাইট ব্যাকআপ (File + Database) (in XAMPP) [Manual + Plugin].
২৩) লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে সাইট ট্রান্সফার।
২৪) সাইট ব্যাকআপ (File + Database) (in Live Server) [Manual + Plugin].
২৫) ওয়ার্ডপ্রেস আপলোড ফাইল সাইজ বৃদ্ধি (in Cpanel).
ইত্যাদি আরও অনেক কিছু।
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।