ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৮:কাস্টম ডোমেইন এবং ফ্রি (.tk,co.cc,cz.cc) ডোমেইন এ পরিবর্তন

ব্লগারে সম্পূর্ণ ব্লগ তৈরি

ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য ঠিকানা (URL) অনেক গুরুত্বপুর্ণ।URL বড় হলে অনেক ভিজিটর তার নাম মনে রাখতে পারেন না।ফলে আপনার ব্লগের প্রচার বা প্রসারও অনেক কম হয়।তাছাড়া অনেক সার্চইঞ্জিন সাবডোমেন (যেমন .blogspot.com) সার্চরেজাল্ট লিস্টে খুব ভাল অবস্থানে থাকার কথা থাকলেও দেখায় না।তাই ব্লগকে তাড়াতাড়ি কাষ্টম ডোমেইনে নিয়ে যাওয়া অনেক ভাল।যাদের কাষ্টম ডোমেইন (.com ,.net ইত্যাদি) কেনার সামর্থ্য নেই তারা ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেন।আমি .tk ,co.cc এবং cz.cc ডোমেইন ব্লগারে সেটাপ চিত্র সহকারে বর্ণনা করলাম।

.TK

প্রথমে উপরের ব্যানারে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মত সাইট টি খুলবে।বক্সটিতে আপনার বর্তমান (URL) টি লিখে Next বাটনে ক্লিক করুন।

এর পর যে পেইজটি ওপেন হবে সেটি থেকে প্রথম বক্সটিতে আপনার কাঙ্খিত নামটি লিখে ক্যাপচা এর ঘরে তা সঠিকভাবে পুরণ করে একবার নিচ থেকে Registered Free Domain এর নিচে লেখা  Next বাটনে ক্লিক করুন।যদি আপনার কাঙ্খিত নামটি খালি না থাকে তাহলে তা দেখাবে এবং সাথে সাথে অনেকগুলো সাজেশান দেখাবে।

এরপর যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Free Domain সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

এখন যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Use DNS for this Domain লেখাতে ক্লিক করে নিচের চিত্রানুযায়ী DNS সেটাপ করুন।এরপর ক্যাপচা সঠিকভাবে পুরণ করে নেক্সট বাটন ক্লিক করুন।

সেটাপ শেষ হলে নতুন একটি একাউন্ট করতে হবে আপনাকে এবং করা শেষে ইমেইল এ পাঠানো কনফার্মেশান কোড দিয়ে একাউন্ট এ লগিন করতে হবে।লগিন করে নিচের চিত্রে মত ব্লগারের জন্য DNS সেটিং করুন।

এখানে আপনি ৩ টি ডোমেইন পেজ সেটিং পাবেন যেগুলো হলঃ

  1. Domain forwarding
  2. Use Dot TK Free DNS Service
  3. Use Custom DNS Service

২ নাম্বার অপশানটি (Use Dot TK Free DNS Service) সিলেক্ট করুন এবং এরপর Configure বাটনে ক্লিক করুন।নিচে Type ,Host Name ,IP Address ঘরগুলো নিচের চিত্রে মত ঠিক করে দিন।

এরপর Add another hostname এ ক্লিক করে আরো ৪ টি যোগ করুন। Type এর জায়গায় A লিখুন , Host Name একই এবং IP Address নিচের দেওয়া আইপি গুলো দিয়ে Next বাটন এ ক্লিক করুন।

  • 216.239.32.21
  • 216.239.34.21
  • 216.239.36.21
  • 216.239.38.21

ডোমেইন সেটাপ শেষ। এবার আমরা ব্লগারে ডোমেইন সেট করব।প্রথমে ব্লগারে লগিন করে Settings থেকে Publishing ক্লিক করে নিচের চিত্রের মত ডোমেইন সেট করুন।

এবার আপনার রেজিস্ট্রেশান করা yourdomain.tk  বক্স এ লিখে নিচে ক্যাপচা সঠিকভাবে পুরন করে SAVE SETTINGS এ ক্লিক করুন।এর পরে Redirect করার জন্য নিচে যে বক্স আসবে সেটিতে টিকমার্ক দিয়ে পুনরায় ক্যাপচা লিখে সেভ করুন।

CO.CC

CO.CC ডোমেইন সবচেয়ে বেশী জনপ্রিয় ব্লগার ব্যবহারকারীদের কাছে।এটা অনেক নিরাপদ।অনেক .tk ডোমেইন বন্ধ করে দেয় যদি ট্রাফিক বেড়ে যায় তাহলে কিন্তু এখানে সেরকম কোনো সম্ভাবনা নেই।

প্রথমে এখানে আপনার কাঙ্খিত ঠিকানাটি লিখে সার্চ দিন।

এটা নিয়ে অনেক টিউন হয়েছে।একটা টিউন হল এটা ।তাই আর বললাম না।তারপর ও সমস্যা হলে এখানে ক্লিক করুন।

CZ.CC

এটাও আগের টার মতোই।প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেশান করুন।

তারপর কাঙ্খিত নাম দিয়ে সার্চ করুন খালি আছে কিনা।এটা আগেগুলার মতো বিধায় বিস্তারিত বললাম না।আমি শুধু DNS সেটাপ টা বলে দিচ্ছি।ডি.এন.এস সেটাপ এবং ব্লগারে সেটাপ দিবেন নিচের চিত্রের মত।


কাষ্টম ডোমেইন এ পরিবর্তন করার জন্য যার থেকে কিনবেন তাকে সাইটের হোস্টনেম বা ব্লগস্পটে এর ব্লগ তা বলে দিলে তিনিই সব সেটাপ করে দিবেন।টিউনারদের থেকে কিনতে চাইলে ঢাকাতে শাকিল ভাই এবং চট্টগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন।আর কেউ আছে কিনা আমার জানা নেই।

কেনা ডোমেইনটি শধু নিচের চিত্রের মত জায়গামত বসিয়ে SAVE SETTINGS এ ক্লিক করবেন।

-ধন্যবাদ

আমার ব্লগস্পট

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন এর লেখাটা কেমন যেন উল্টা-পাল্টা হয়েছে।আগামী পর্ব তে আরো সুন্দর করে লেখার চেষ্টা করব।

হুম সুন্দর হইতেছে চালিয়ে যান।ধন্যবাদ।

ধন্যবাদ ভালো হয়েছে। আমি আরেকটি বিষয় জানতে চাই তা হলো এটা হলো আমার সাইটের ডোমেইন নেম http://www.bloggerbd.com, আমি এর সাবডোমেনই গুলোকে বল্গারে হোষ্ট করতে পাই কি করতে হবে ?

    বুজলাম না। আপনি কি বলতে চাচ্ছেন এই ডোমেইনের সাবডোমেন যেমন blog.bloggerbd.com টি আপনি বল্গারে করা কোন বল্গে Redirect করতে চান?

এখন যদি ব্লগারের অ্যাকাউন্ট বাতিল করে দেয় তবে এই ডোমেইনের কি হবে? ধন্যবাদ।

    কোনো কারনে অ্যাকাউন্ট বাতিল হয়ে গেলে ডোমেইন থাকবে। পুনরায় ডোমেইন সেটিং এ ঢুকে DNS পরিবর্তন করে দিলেই হবে।

আমার কিছু জানার ছিল-
১)traffic বেড়ে গেলে.tk ফ্রি domain বন্ধ করে দেওয়ার সম্ভাবনা কতটুকু এবং কেন বা .tk কতটুকু নিরাপদ?
২).co.cc এবং .cz.cc এগুলার ফ্রি মেয়াদ দুই বছর,ফ্রি মেয়াদ বাড়ানোর উপায় বা কোনো tricks আছে নাকি (domain name পরিবর্তন না করে)?
৩).com বা .net ডোমেইন কিনতে আমার কেমন খরচ হবে এবং কোথায় পাব?
অনেক প্রস্ন করে ফেললাম,প্লিজ জানাবেন …………

    ১। অনেকেই বলেছেন যে তাদের .tk ডোমেইন হটাৎ বন্ধ হয়ে গেসে।তাই আমার মতে এই ডোমেইন পার্মানেন্টলি ব্যবহার করা উচিত নয়।আপনি .co.cc বা cz.cc ব্যবহার করতে পারেন।

    ২।ফ্রি মেয়াদকাল শেষ হওয়ার আগে লগিন করে আপনি তা রিনিউ করতে পারবেন। একসাথে করতে হলে টাকা দিতে হতে পারে।

    ৩।যারা ডোমেইন বিক্রি করে তাদের থেকে কিনতে পারেন। .com মনে হয় 11$(৭৯৯ টাকা বাংলাদেশে), .info=2$ ,.co=25$ per year।এখানেগিয়ে মনের মত ডোমেইন সার্চ করে খালি আছে কিনা দেখুন তারপর পছন্দ হলে ওই ডোমেইন কেনার জন্য যোগাযোগ করুন ডোমেইন বিক্রেতাদের সাথে।আমি উপরে বলছি কারা বিক্রি করে দেখে নিন।

    লিংক টা হবেঃ http://www.godaddy.com/

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাল হচ্ছে চালিয়ে যান। আর একটা বিষয় অব্যশই টিউন করবেন সেটা হল, কিভাবে Blogger কে বাংলায় ব্যবহার করব?

    বাংলা ব্যবহার করা বলতে আপনি কি বুজাতে চাচ্ছেন বুঝলাম না। সাইটের সব কিছু বাংলায় করতে ড্যাসবোর্ড থেকে ভাষা বাংলা করে দিলেই হবে।

আগেই জানতাম।

ami jodi amar blog ke transfer kori free domain a thaole ki bloger moto kag kora jabe naki control panel system???
r transfer korar por ki addsense kag korve?

    সব একই থাকবে।ব্লগারে ঢুকে আপনাকে পোস্ট বা যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।এডসেন্স এর ও কোনো সমস্যা হবে না।

আচ্ছা আমি যদি কাষ্টম ডোমেইন কিনে থাকি,তাহলে হোষ্টীং কি ব্লগার এর ফ্রি টা ইউস করবো,নাকি আবার হোষ্টীং ও কিনে নিতে হবে।বিষয়টা একটু ক্লিয়ার করবেন।

    কাষ্টম ডোমেইন শুধুমাত্র আপনার ইউআরএল পরিবর্তন করবে।অন্যসবগুলো আগের মতোই ব্যবহার করতে পারবেন।অতিরিক্ত কিছু লাগবে না।

www না দিলে আমার ব্লগে যাচ্ছে না।

Level 0

ভাই এই টিউনটা আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। কারন আমার মতো অনেকে আছে হয়তো যারা এই জগৎ এ একেবারেই নতুন। আপনার এই টিউটোরিয়ালে আগের টিউন গুলো একেবারে বাচ্চাদের বুঝানোর মতো যা সবাই একেবারে নতুনরাও বুঝবে কিন্তু এইটু একটু কঠিন হয়ছে।

    আমার প্রথম কমেন্ট এ আমি এই কথাই বলেছিলাম।আমার নিজের কাছে এটা কেমন যেন উল্টা-পাল্টা লেগেছে।আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে আমাকে বলুন।আর সময় পেলে টিউন এডিট করার চেষ্টা করব।ধন্যবাদ পরামর্শের জন্য।

ডোমেইন কিনমু, কিনলে আরেকবার পোস্টে আইস্যা কমেন্টামুনি…

Level 0

সুন্দর হইতেছে চালিয়ে যান। vaiay

Level 0

ami settings option e khuje paitesi na.. 🙁

Level 0

setting e gia publishing nam e kono option show kore na,problem ki?plz help me.

Level 0

apni jevhabe .tk ta dekhalen se vhabe to ase na………….

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8

https://itpeark.blogspot.com আমি এই ব্লগ এর জন্য ডোমেইন কিনতে চাই কত টাকা লাগবে