আসুন শিখি Microsoft powerpoint (part-2)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আগের tune এ আপনাদের সাড়া পেয়ে আবার tune করতে বসলাম।আশা করি আপনারা বুজতে পারবেন।

আজকে কিভাবে animation যোগ করতে হয় তা নিয়ে লিখব।আমার সাথে থাকুন।

***প্রথমে Microsoft powerpoint open করুন।তারপর menu থেকে file এ গিয়ে open এ click করুন।তারপর,আগেরদিন powerpoint এর যে slide বানিয়েছিলাম তা ,তাতে click করে open করি।

***তারপর,যে window টি আসবে তাতে view তে গিয়ে slide sorter এ click করুন।তারপর,যে window আসবে তাতে প্রথম টিতে double click করুন।

***তারপর,techtunes লেখা text box টি ক্লিক করে সিলেক্ট করুন।menu থেকে slide show হতে custom animation select করুন।

***তারপর,ডানপাশে যে বক্স আসবে তাতে add effect বাটন এ click করুন।তাতে যে মেনু আসবে তাতে entrance এ ক্লিক করুন।তারপর যে বক্স আসবে তাতে fly in এ ক্লিক করুন।

***তারপর যে বক্স আসবে তাতে start হতে with previous  ,direction এ from-bottom left ,speed fast সিলেক্ট করুন।

***তারপর mouse symbol সহ title1 box এ click করে effect options এ ক্লিক করুন।

***তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে camera selest করুন।তারপর,animate text এ by letter সিলেক্ট করুন।তারপর, ok সিলেক্ট করুন।

***এবার,২য় text box মানে a very good web site এর এখানে ক্লিক করুন।তারপর, তারপর,ডানপাশে যে বক্স আসবে তাতে add effect বাটন এ click করুন।তাতে যে মেনু আসবে তাতে entrance এ ক্লিক করুন।তারপর যে বক্স আসবে তাতে fly in এ ক্লিক করুন।

***তারপর যে বক্স আসবে তাতে start হতে after previous  ,direction এ from bottom ,speed fast সিলেক্ট

করুন।

***তারপর mouse symbol সহ title2 box এ click করে effect options এ ক্লিক করুন।

***তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে arrow selest করুন।তারপর,animate text এ all at once সিলেক্ট করুন।তারপর, ok সিলেক্ট করুন।

***এবার আমরা clip art নিয়ে কাজ করব।

***তারপর যে বক্স আসবে তাতে start হতে after previous  ,direction এ from bottom ,speed fast সিলেক্ট করুন।

***তারপর mouse symbol সহ ৩য় box এ click করে effect options এ ক্লিক করুন।

তারপর,একটি dial-up বক্স আসবে।সেখান হতে sound হতে arrow selest করুন। তারপর, ok সিলেক্ট করুন।

***তারপর file এ গিয়ে save এ ক্লিক করুন।তারপর, play বাটন এ ক্লিক করে দেখুন,আপ্নি কি বানিয়েছেন।

***আপনার প্রথম slide টি বানানো শেষ।এবার,একই নিয়মে বাকি ২ টি slide বানিয়ে ফেলুন।

আমার এই tune টা আমি “নতুন পন্ডিত” ভাইকে dedicate করলাম।

আপনাদের মন্তব্য এর আশায় রইলাম।কারন,একজন tuner শুধু কিছু সুন্দর মন্তব্য এর জন্য tune করে।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সময়মত দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসার জন্যে ধন্যবাদ … আগামী পর্বের আশায় রইলাম 🙂

    আপনাকেও ধন্যবাদ।তাড়াতাড়ি আবার হাজির হব।

আপনার অপেক্ষাতেই ছিলাম। অপেক্ষার অবসান করার জন্য ধন্যবাদ।
টিউনটা বেশ কাজে দিচ্ছে…………….
পরর্বতি পর্বের অপেক্ষায়…………………………………….
আপনাকে অনেক ধন্যবাদ 😀

    ও আচ্ছা আপনি আমাকে ডেডিকেট করেছেন ❗ 😮 :mrgreen:
    বেশি ঋনী করে ফেললেন 🙄
    আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে 💡
    মনোনয়ন-এ আপ দিলাম 😀

    পরবর্তী পtune নিয়ে তাড়াতাড়ি হাজির হব।

পাওয়ার পয়েন্টের আনকমন সুন্দর কিছু স্লাইড চাই,……দিলে উপকৃত হব।

Level 0

অনেক দিন ধরেই এরকম একটি টিউনস খুঁজছিলাম। বেশ লাগলো। আরো পর্ব চাই। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

    আপনাকে কিন্তু থাঙ্কু।

    Level 0

    অনেক দিন বাড়িতে ছিলাম। তাই পর্বগুলো রেগুলারভাবে দেখতে পারি নি। এখন থেকে কন্টিনিউ করতে চাই। দোয়া কইরেন। আপু।

    থাঙ্কু

Level 0

আমার অনেক কাজে লাগবে>>>>>>>

    লাগ্লেই আমার tune করাটা সারথক।

কাজে লাগবে অনেক । complete free survey and earn dollar … http://www.cashle.com/?ref=tangil

আপনার অপেক্ষায় ছিলাম ধারাবাহিক টিউনে আমি একজন ধারাবাহিক পাঠক,আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ, চালিয়ে যান। আছি আপনার সাথে।

Level 0

ভাল লাগলো।আরো শিখতে চাই।please next item published.////////////////

ভাই ক্লাশ কিন্তু আমাদের রিতিমত চাই। ধন্যবাদ আপনাকে।

Level 0

chorom lagche kaj korte, muhahaha tnx, asha korchi aro moja niye ashben.

Level 0

ধন্যবাদ, চালিয়ে যান।