ওয়ার্ডপ্রেস ফ্রি থিম কাস্টমাইজ করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন যেভাবে (পর্ব -১)

ওয়ার্ডপ্রেস কোর্সঃ

এই কোর্সে আমি দেখাবো কি ভাবে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিমকে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে একটি পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হয়।

এই কোর্সে যা থাকবেঃ

  • ১) লোকাল সার্ভার (XAMPP) Installation.
  • ২) ওয়ার্ডপ্রেস Installation.
  • ৩) XAMPP এর মাধ্যমে database Creation.
  • 4)ভালো ফ্রি থিম খুঁজে বার করা।
  • ৫) থিম Installation.
  • ৬) Site Logo সেটআপ।
  • ৭) সোশাল মিডিয়া লিঙ্ক সেটআপ।
  • ৮) টপ মেনু/মেইন মেনু Creation.
  • ৯) পেইজ/টিউন Creation.
  • ১০) Sidebar ডিজাইন।
  • ১১) Footer Widget ডিজাইন।
  • ১২) Footer Information বদলে ফেলা।
  • ১৩) Static Homepage ডিজাইন এবং সেটআপ।
  • ১৪) কিছু অতি গুরুত্বপূর্ণ Plugins এর ব্যবহার।
  • ১৫) Facebook Likebox সেটআপ।
  • ১৬) ব্লগ পেইজ Creation.
  • ১৭) Contact Us পেইজ ডিজাইন।
  • ১৮) Location Map সেটআপ।
  • ১৯) খুবই জরুরি এবং জনপ্রিয় Plugin Visual Composer এর ব্যবহার।
  • ২০) Wp-admin লগইন পাসওয়ার্ড রিসেট।
  • ২১) ওয়ার্ডপ্রেস আপলোড ফাইল সাইজ বৃদ্ধি (in XAMPP).
  • ২২) সাইট ব্যাকআপ (File + Database) (in XAMPP) [Manual + Plugin].
  • ২৩) লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে সাইট ট্রান্সফার।
  • ২৪) সাইট ব্যাকআপ (File + Database) (in Live Server) [Manual + Plugin].
  • ২৫) ওয়ার্ডপ্রেস আপলোড ফাইল সাইজ বৃদ্ধি (in Cpanel).

ইত্যাদি আরও অনেক কিছু।

কেন ওয়ার্ডপ্রেস কোর্সের প্রতিটি ভিডিও খুব খেয়াল করে দেখবেনঃ

বর্তমানে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট আছে। আর আমাদের দেশের প্রায় ৮৫% প্রতিষ্ঠানের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা। এর মধ্যে থেকে প্রায় ৭০% প্রতিষ্ঠানের IT Department আছে।ঐ সকল প্রতিষ্ঠানের IT Officer দেরকে ঐ সকল ওয়েবসাইট মেইনটেন করতে হয়। আপনি যদি IT Officer হিসাবে জব করতে চান তাহলে আগে থেকেই এই কোর্সের ভিডিও গুলি দেখে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন।

আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এখন ওয়েবসাইট তৈরি বাধ্যতামূলক। আপনি যদি এই কোর্সটি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ঐ সকল কাজ আপনিও খুব সহজে করতে পারবেন। আর এই ধরনের প্রতিটি ওয়েবসাইট তৈরি করে আপনি ১৫০০০-২০০০০ টাকা ইনকাম করতে পারেন।

আবার আপনি যদি আউটসোর্সিং করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসের উপর আপনার ভালো দক্ষতা থাকলে আপনি খুব সহজে কাজ পাবেন এবং অনেক ভালো এমাউনটের অর্থ উপার্জন করতে পারবেন।

আমি এই কোর্সের প্রতিটি ভিডিও এমন ভাবে বানিয়েছি কোর্সটি ভালোভাবে কমপ্লিট করতে আপনাকে দ্বিতীয় কোন বাক্তির কাছে সাহায্যের জন্য যেতে হবেনা।

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস