পেমেন্ট প্রসেসর ও ব্যাংক হিসাব।
অনলাইনে আপনি অনেক ভাবেই আয় করতে পারেন। কিন্ত আপনি যে সাইটে কাজ করবেন প্রথমত সেই সাইটের একাউন্ট এ আপনার আয়কৃত টাকা জমা থাকবে। এখন এই টাকা তো শুধু সেই অ্যাকাউন্ট এ দেখে আনন্দ লাভ করলে চলবে না। এই টাকাকে আপনার নিজের কাজে লাগানোর জন্য আপনার হাতে এসে পৌছাতে হবে।
আপনি কোন একটি সাইট থেকে টাকা আয় করলেন। তারা কি আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে ? নিশ্চয় না ! আপনাকে কোন একটি পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে টাকা তুলতে হবে।
পেমেন্ট প্রসেসর (Payment Processor) কি ?
পেমেন্ট প্রসেসর হচ্ছে আর্থিক লেনদেনের জন্য অনুমোদনপ্রাপ্ত কোম্পানি, যারা আপনাকে আর্থিক লেনদেন (অনলাইন) সংক্রান্ত যাবতীয় সেবা দিয়ে থাকে। বর্তমানে অনেকগুলো পেমেন্ট প্রসেসর আছে। যেমনঃ পেপাল(Paypal), পাইজা(Payza), পারফেক্টমানি(Perfect Money), পেইয়ার(Payeer), স্ক্রিল(Skrill), নিটেলার(Netellar), ইগোপে(EgoPay), ওকেপে (OkPay) ইত্যাদি। পেমেন্ট প্রসেসর এর বৈশিষ্ট্য হচ্ছে, তাদের সাইট এ নিবন্ধন করলে তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এর মত একটি অ্যাকাউন্ট দেবে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন, অ্যাকাউন্ট এ টাকা জমা দিতে পারবেন এবং চাইলে অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্ট এ (একই পেমেন্ট প্রসেসর হলে) ট্র্যান্সফারও করতে পারবেন।
পেমেন্ট প্রসেসর এ ২(দুই) ধরনের অ্যাকাউন্ট থাকে।
১. যাচাইকৃত অ্যাকাউন্ট (Verified Account)
২. অযাচাইকৃত অ্যাকাউন্ট (Non-Verified Account)
এই দুই ধরনের অ্যাকাউন্ট এর মধ্যে তুলনামুলক পার্থক্য হচ্ছে, আপনি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যখন যাকে খুশি, যে কোন পরিমান টাকা পাঠাতে পারবেন। যে কোন পরিমান তুলতে পারবেন। কিন্ত নন-ভেরিফাইড অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। তাছাড়া, সব সাইট নন-ভেরিফাইড অ্যাকাউন্ট এ পেমেন্ট দেয়না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোম্পানি যে কোন সময় নন-ভেরিফাইড অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার ক্ষমতা সংরক্ষন করে। তাই সবচেয়ে ভাল এবং নিরাপদ হচ্ছে ভেরিফাই করে নেয়া।
ভেরিফাই করতে কি কি লাগবে ?
১। একটি ছবি-সংযুক্ত পরিচয়পত্র (অনুমোদিত)
এটি হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স হলে সবচেয়ে ভাল হয়। কারন, আমাদের জাতীয় পরিচয়পত্রে অধিকাংশ লেখা বাংলায় থাকার কারনে অনেক সাইট এটা গ্রহন করতে চায়না। করলেও অনেক ঝামেলা করে।
২। আপনার একটি সচল ব্যাংক একাউন্ট।
৩। একটি স্থায়ী ঠিকানা। যে ঠিকানায় কোন কাগজ-পত্র পাঠালে আপনি তা হাতে পাবেন।
৪। একটি স্থায়ী মোবাইল নম্বর।
এই চারটির মধ্যে কোনটি যদি আপনার না থাকে, তাহলে আপনি যত দ্রুত সম্ভব তার ব্যবস্থা করে নিন।
অনলাইনে ডলার লেন-দেন এর ক্ষেত্রে আমরা সাধারনত Payza, PayPal, Liberty Reserve প্রভৃতি কেই বেশি প্রাধান্য দেই। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো একটি খুব গুরুত্বপূর্ণ অনলাইন ডলার লেন-দেন এর একাউন্ট Perfect Money এর সাথে। অনেকেরেই হয়তো এখানে একাউন্ট আছে। আর যাদের নেই তাদের বলবো খুলে ফেলুন একটা একাউন্ট। এটা দিয়ে টাকা তোলা খুব সহজ–
Perfect Money এর সুবিধা গুলো হলো-
– এটি সম্পুর্ন ফ্রি।
– সব ধরনের ফরেক্স সাপোর্ট করে।
– সব ধরনের ইনভেস্টমেন্ট সাইট যেমন JustBeenPaid সাপোর্ট করে।
– এর সিকিউরিটি অত্যান্ত ভালো।
– টাকা তোলাও অনেক সহজ।
ভিডিও টি দেখুন কাজ শুরু করুন..
আমি শুয়াইবুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।