মাত্র ২ মিনিটে XP সেটআপ করুন হিরেন বুট সিডি দিয়ে(আপডেট)

অনেক দিন যাবত টিউন করবো ভাবছি সময়ের অভাবে করা হয়ে উঠেনা । এটাই আমার প্রথম টিউন ।কোন ভুল থাকেল মাফ করবেন ।

এবার কাজের কথায় আসি,আমাদের বিভিন্ন কারনে প্রায়ই নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হয় । আর উইন্ডোজ সেটআপ করেত মোটামুটি ২০ মিনিট তো লাগেই ।তার চেয়ে বেশী কষ্ট লাগে ড্রাইভার আর Software Install করেত ।তার মানে একবার যদি উইন্ডোজ মিস হয় তাহলে প্রায় ১ ঘন্টার ব্যপার । অথচ এই কাজটা যদি ২ মিনিটে করা যায় কেমন হয় ? চলুন দেখি কি কের এই ১ ঘন্টার কাজটি মাত্র ২ মিনিটে করা যায়।

প্রথমে এই লিংক http://www.hirensbootcd.org/download/ থেকে হিরেন বুট সিডি ১০ নামিয়ে নিন,কারো কাছে আগের Version থাকলে চলবে । সাইজ =390.63 MB ,রিজুম সাপোট করে

Download শেষ হলে Extract করুন ।এবার Nero তে Hiren's.BootCD. write করুন ।
এবার ভালো একটা উইন্ডোজ এর সিডি দিয়ে উইন্ডোজ XP সেটআপ করুন । Motherboard এর Driver সহ প্রয়োজনীয় সকল Software Install করুন ।

কাজটা দুই ভাগে বিভক্ত ।প্রথম ধাপ Backup ,২য় ধাপ Recovery

প্রথমে দেখবো Backup System

  • এবার Hiren's.BootCD টি প্রবেশ করান । কম্পিউটার Restart দিন । 1'st boot CD/DVD Drive Select করুন ।
  • Start Boot Cd তে click করুন । ২য় Option "Backup tools" এ Cursor রেখে Enter দিন । select করুন । আবার ২য় Option "Norton Ghost" এ Cursor রেখে Enter দিন।
  • এবার "Ghost Normal" এ Cursor রেখে Enter দিন ।একটু wait করুন ।
  • Enter চেপে OK দিন ।
  • এবার Local -Partition- To Image click করুন ।
  • এবার আপনার Hard Disk select অবস্হায় OK দিন ।
  • এবার আপনার Hard Disk এর সকল Drive গুলি show করবে । এখান থেকে Primary C Drive Select করে OK দিন ।
  • Yes Or No চাইলে Yes দিন ।
  • আপনার Backup File কোথায় রাখবেন Look in থেকে সেই Drive দেখিয়ে দিন ।মাউস কাজ না করলে Keyboard থেকে Alt+Tab চাপুন ।নিদিষ্ট Drive এ গিয়ে File Name এর ঘরে যে কোন নাম দিন কোন ডট ছাড়া। এবার Save এ Click করুন ।
  • এবার Fast এ Click করুন ।আবার Yes এ Click করুন ।0-100 % না হয়া পযন্ত wait করুন । ১০০ % হলে computer Restart চাইবে না চাইলে Ctrl+Alt+Delete চাপুন ।
    ব্যস হয়ে গেল Backup রাখা ।
  • এবার Backup File টি যত্ন করে রাখুন । এবার থেকে windows দিতে হবেনা ।

এবার দেখবো কি করে recovery করতে হয় ।

  • Hiren's.BootCD টি প্রবেশ করান ।  কম্পিউটার Restart দিন । 1'st boot CD/DVD Drive Select করুন ।
  • Start Boot Cd তে click করুন । ২য় Option "Backup tools" এ Cursor রেখে Enter দিন । select করুন । আবার ২য় Option "Norton Ghost" এ Cursor রেখে Enter দিন।
  • এবার "Ghost Normal" এ Cursor রেখে Enter দিন ।একটু wait করুন ।
  • Enter চেপে OK দিন ।
  • এবার Local -Partition- From Image click করুন ।
  • Yes Or No চাইলে Yes দিন ।
  • এবার আপনার Hard Disk select করুন যে Drive এ Backup file টি রেখেছেন ।
  • উক্ত GHO file টি select করুন ।
  • এখান থেকে Primary C Drive Select করে OK দিন ।
  • এবার আপনার Hard Disk select করুন ।
  • এখান থেকে Primary C Drive Select করে OK দিন ।
  • Yes Or No চাইলে Yes দিন ।
  • যদি কোন Abroad or Ignore চায় তাহলে অবশ্যই Ignore দিন ।
  • 0-100 % না হয়া পযন্ত wait করুন । ১০০ % হলে computer Restart চাইবে না চাইলে Ctrl+Alt+Delete চাপুন ।
  • সিডি টি খুলে ফেলুন

দেখুন আপনার windows আগের মত সব software সহ Install হয়ে গেছে। ভালো খারাপ যাই লাগুক কমেন্ট দিতে ভুলবেন না ।

Level 0

আমি Habibullah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you………..

এটা আপনার প্রথম টিউন আর আমিই প্রথম মন্তব্যকারী। ভাই প্রথম কথা হলো আপনি স্ক্রীন শট দেন নাই। দিয়ে দিলে সবাই ভালোভাবে বুঝতে পারত। দ্বিতীয় কথা হলো এই টপিকে ইতিমধ্যে একাধিক টিউন হয়েছে। আপনি যে সফটওয়ারটি নিয়ে টিউন করবেন টিটি সার্চ বক্সে সেটা বাংলা এবং ইংরেজীতে লিখে সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে বুঝতে পারবেন ঐটা নিয়ে আগে কেউ টিউন করেছে কি না । প্রথম টিউনের জন্য অভিনন্দন। আরও ভালো ভালো বিষয়ে নতুন নতুন টিউন আশা করছি।

    Level 0

    ধন্যবাদ কমেন্ট করার জন্য । ভাই দয়া করে স্ক্রীন শট দেয়ার িনয়ম টা বলেন । এই টপিকে ইতিমধ্যে একাধিক টিউন হয়েছে । কিন্তু হিরেন বুট সিডি নিয়ে কারো টিউন পাইনি ।

    এমনিতে কিবোর্ডের “PrintScreen” চেপে আপনি আপনার ডেস্কটপের একটা স্ক্রীন শট পেতে পারেন। পরে এটা paint বা photoshop-এ paste করুন এবং image হিসেবে save করুন। তবে হিরেন বুট সিডি যেহেতু পিসি অন হওয়ার আগেই বুট করে, তাই এক্ষত্রে আপনি যেকোন একটি “ভার্চুয়াল পিসি” প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। সম্ভবত ভার্চুয়াল পিসি নিয়েও একটা টিউন হয়েছে।

    Level 0

    স্ক্রীন শট নেয়ার নিয়ম জানি কিন্তু টেকটিউনস এ কীভাবে দিতে হয় জানলে সেটা বলেন ।

    প্রথমে আপনার স্ক্রীনশটগুলি jpg আকারে save করে নিন। এবার টিউন এডিট অপশনে যান। পেজের নিচের দিকে দেখবেন Tune Images নামে একটা অংশ আছে। এখানে From Computer ট্যাব সিলেক্ট করে আপনার ইমেজ ফাইলটা আপলোড করুন। আপলোড হয়ে গেলে ছবির একটা ছোট প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউ-এর নিচের দিকে Insert Into Post নামে একটা বাটন আছে। এইটাতে ক্লিক করলেই ছবি পোষ্টে অ্যাড হয়ে যাবে। আপনার টিউনের ঠিক যে জায়গায় ছবি অ্যাড করা দরকার সেখানে একটা ক্লিক করে, অর্থাৎ কার্সরটা সেখানে রেখে Insert Into Post-এ ক্লিক করুন। কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আর হ্যা, আপনি ঠিকই বলেছেন, এর আগে Acronis Rescue Media নিয়ে টিউন হয়েছে, HBCD নিয়ে নয়।

“প্রথমে এই লিংক http://www.hirensbootcd.org/download/ থেকে হিরেন বুট সিডি ১৩ নামিয়ে নিন,কারো কাছে আগের Version থাকলে চলবে ।”
ভাইয়া আপনি কী হিরেন বুট সিডি ১৩ অথবা হিরেন বুট সিডি ১৩.১ ব্যবাহার করেছেন?
কারন হিরেন বুট সিডি তে ‘Norton Ghost’ এর সাপোর্ট বর্তমানে আর নেই। কিংবা ভবিষ্যতে তারা আর এর সাপোর্ট দিবে এমনও কোন পরি কল্পনা নেই।
দয়া করে টিউনটি থেকে ‘হিরেন বুট সিডি ১৩’ এর ব্যবহার করার পরামশ্য বাদ দিন। কিংবা ‘Norton Ghost’ এর ব্যবহার বাদ দিয়ে অন্য প্রোগ্রামের বর্ননা দিন।
নতুবা যাদের নেট কানেকশন দূর্বল বা যারা জানেন না তারা শুধু শুধু কষ্ট করে ডাওনলোড করে বিভ্রন্ত হবেন।
ধন্যবাদ আপনার টিউনের জন্য।

    Level 0

    ধন্যবাদ কমেন্ট করার জন্য । ইডিট করে দিয়েছি ।

Level 0

অনেক কষ্ট করে করেছেন দেখি কাজ হয় কিনা ।

    Level 0

    কাজ হলে জানাবেন । ধন্যবাদ আপনাকে ।

ভাই নতুন হার্ডড্রাইভ কি এভাবে সেটআপ করা যাবে, নাকি শুধু পুরনো ওএস দেয়া হার্ডড্রাইভ যার ইমেজ আমি রেখেছি শুধু সেটাই সেটআপ হবে, বিস্তারিত বলবেন।

    আপনার সেভ রাখা ট্যাব ফাইলটি একটি পেন ড্রাইভে নিন, তারপর যে কোন পিসিতে নিয়ে হিরেন ডিক্স ডুকিয়ে পেন থেকে ড্রাইভে রিকোভারি করুন।
    এভাবে আপনি যে কোন বন্ধুকে হেলপ করতে পারবেন। তবে সিস্টেম সেম না হলে তার ড্রাইভার তাদের দিয়ে নিতে হবে চাইলে তারপর সেই পিসিতে
    একটা ব্যকাপ রাখতে পারেন তাহলে সিস্টেম ডিক্সকে বিদায় সাথে এক্সপি কেও।

    Level 0

    ধন্যবাদ আপনাকে । সাইদ ভাইকে ধন্যবাদ ।

Level 0

+++++++++ দারুন দারুন

নতুন যে এই জিনিস গ্রহন করতে পারবে সে আজীবন আপনার কথা মনে রাখবে। যেমন আমি রেখেছি মেহেদি আকরাম ভাইয়ের কথা। ( আমার পুরানো ভার্সনটির সাইজ ৯০ মেগা বাইট)
খুবই ভাল লিখেছেন।

    সাঈদ ভাই, পুরনো ভার্সনটির লিঙ্ক কি শেয়ার করতে পারবেন?

Level 0

আরও বিস্তারিত জানতে চান? তাহলে এখানে চলে যান
http://www.shamokaldarpon.com/?p=790

ভালই হয়েছে।চালিয়ে যান।

ধন্যবাদ আপনাকে ।

khub valo laglo. Try kore dekhi.

Level 0

ধন্যবাদ আপনাকে ।